
এপিঠ-
আজ সারাদিন আম্মার সাথে থেকে কাজে হাত বাটিয়েছি। তাঁর কত পরিকল্পনা, কত স্বপ্ন! যখন তিনি কিছু বলেন আমি চুপচাপ শুনি। কিছু বলতে গিয়েও মাঝেমধ্যে যখন থেমে যান তার মুখের দিকে তাকিয়ে থাকি।
আমি তার আবেগ বুঝতে পারি। না বলা কথাটি হয়তো মনের কোন গোপন প্রার্থণা! যদি পূরণ না হয়, সে শঙ্কা থেকে সন্তানের জন্য স্রষ্টার কাছে চাওয়া গোপন কথাগুলি মায়েরা কাউকেই বলেননা। এমনকি সন্তানদেরকেও না।
প্রার্থণা করি যেন আম্মার সকল স্বপ্ন পূরণ হয়। আজ ফেসবুকে না এলে ভুলেই যেতাম আজ মা দিবস। আম্মার সাথে কাটানো প্রতিটিক্ষণ আমার কাছে বেহেশতী সময়তুল্য, মা দিবসের অনুভূতিতে সদা জাগ্রত।
ওপিঠ-
মা দিবসে সন্তান আবেগাপ্লুত হয়ে কম্পিউটারের সামনে বসে ফেসবুক ওপেন করেছে। একটা হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিতেই হবে। অন্যদের স্ট্যাটাস পড়ে তার চোখ ভিজে উঠেছে। কত সুন্দর সুন্দর কথা, ছবি শেয়ার করেছে সবাই! সে কিছুই করেনি।
মায়ের জন্যে কিছু একটা করে ঋণ কিছুটা শোধ করতেই হবে। আর কিছু না পারুক, একটা স্ট্যাটাসতো দিতেই পারে সে। তাতে প্রাপ্ত লাইক এবং কমেন্টগুলো মায়ের প্রতি শ্রদ্ধার স্মারক হয়ে থাকবে।
লেখা শুরু করল সন্তান। প্রায় শেষ হয়ে এসেছে ,এমন সময় মায়ের ডাক এলো। “ভাত খাবি না? সকালে তো কিছুই খাস নাই!”
বিরক্তিতে কুঁচকে এলো সন্তানের চোখ-মুখ। “যাও তো, জ্বালিওনা এখন। একটা গুরুত্বপূর্ণ কাজ করছি”- ঝাঁঝাল গলায় বললো সে। স্ট্যাটাস দেয়ার পর অবশ্য তার কুঁচকানো, বিরক্তি ভরা চোখ-মুখ স্বাভাবিক হয়ে এল। প্রচুর লাইক পড়ছে যে!
মনে রাখবেন- অনেকের চোখে আমরা বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি। কিন্তু আমাদের মায়ের কাছে আমরাই তাঁর শ্রেষ্ঠ সন্তান। এই বিশ্বাস নিয়েই আমৃত্যু বেঁচে থাকতে চাই।
“মা আমাদের সর্বদা এটা বোঝায় যে আমাদের জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো, একসময় হাসির কোনো গল্পে পরিণত হয়ে যাবে”- নোরা এফ্রন।
ভালো থাকুন আম্মা, ভালো থাকুক পৃথিবীর সকল মা। ❤❤
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
এজন্য মা এর তুলনা মা ই।
ভালো থাকুক সব মা।
তৌহিদুল ইসলাম
ভালো থাকুক সকল মা, সন্তানের জন্য গর্বিত হয়ে বেঁচে থাকুন তারা।
ধন্যবাদ আপু।
বন্যা লিপি
ফকির আলমগীরের গাওয়া বিখ্যাত গানটা সেই ছোটবেলায় যখব প্রথম শুনি! অনেক ভাবতাম তখন-এর অর্থ কী? “একধার দুধের দাম,কাটিয়া গায়ের চাম পাপোস বানাইলেও ঋনের শোধ হবে না, আমার মা আ গো” মা কিংবা বাবা’কে নিয়ে আমি কখনো কিছু লিখতে পারি না। এ আমার চরম ব্যর্থতা।
মা শুধুই মা।
বাবা শুধুই বাবা।
তৌহিদুল ইসলাম
মা এবং বাবা দুজনই সন্তানের কাছে আলাদা সত্ত্বা। ভালোবাসার রকমফের হয় সেখানেই। প্রকাশভঙ্গীও তাও ভিন্ন ভিন্ন। মায়ের তুলনা শুধু মা ই। অনেকদিনপরে গানটি মনে করিয়ে দিলেন।
শুভকামনা আপু।
ছাইরাছ হেলাল
আমাদের সব কিছু লোক দেখানো, অন্তসারশূন্য, এমন কী মায়েদের বেলায় ও।
কিন্তু মা থাকেন/রাখেন স্নেহ মায়া মমতায় আজন্ম।
ভাল থাকুন সব সব মায়েরা। আমাদের লোক দেখানো দিনক্ষণ এড়িয়ে।
তৌহিদুল ইসলাম
আমরা যা করি অনেক সময় তা লোকদেখানো হতে যায় যা দৃষ্টিকটু। আবার মাঝেমধ্যে ভাবি করুক না, একদিনের জন্য হলেও মাকে স্মরণ করছে মন্দ কি!
ভালো থাকুক সকল মা। ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
আমি দিবস মানি না এবং মনে করি যারা বিশেষ দিবসে বসে লাইক/ কমেন্ট গোনে তারা টোটাল ফেক।
শেষবয়সে নয় সব বয়সেই বাবাও মায়ের সন্তান হবার চেষ্টা করা উচিত।
ভালো থাকুক সকল মা।
তৌহিদুল ইসলাম
হ্যা যারা লাইক পাবার জন্যে এমনতর করে সেটা উচিত নয়। মায়ের ভালোবাসা থাকে অন্তরে। তবে দিবসের প্রয়োজন আছে। একদিন দিবস পালন করে আমরা বোঝাতে চাই তারা কতটা সম্মানের। মন্দ কি?
শুভকামনা আপু।
জিসান শা ইকরাম
সকল মা এর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।
কঠিন সত্যি এই যে মা দিবসে ফেসবুকে মা এর সাথে ছবি আপলোড করা লাইক এবং কমেন্টের জন্যই। এর সাথে আবেগ এর পরিমান খুবই কম।
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
লোকদেখানো ভালোবাসা উচিত নয়। আর জন্মদাতা মাকে নিয়ে এরকম করলে মাকেই ছোট করা হয়।
ধন্যবাদ ভাই।
হালিমা আক্তার
মা-বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন লাগবে কেন। প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই তো তাদের জন্য ভালোবাসা।
তৌহিদুল ইসলাম
মা প্রতিদিনের জন্যেই সমান। এই একদিন মায়েদের উৎসর্গ করার অর্থ হচ্ছে দিবসটি পালন করে তাদের সম্মান জানানো। তবে মা দিবসে লোক দেখানো কিছু করা উচিত নয়।
শুভকামনা আপু।
সাবিনা ইয়াসমিন
মাকে কখনো সামনা-সামনি বলা হয়নি আই লাভ ইউ! ফেসবুকে পোস্ট দিয়ে কীভাবে উইশ করবো!!
বর্তমানে মা-বাবার সাথে ছবি আপলোড আর ফেসবুকের লাইক কমেন্ট দিয়েই যদি মায়ের প্রতি ভালবাসা দেখানো লাগে, তাহলে দরকার নেই এমন দিবস। মা বাবা জানুক তার লাজুক/কাঠখোট্টা মেয়ে যেটা সরাসরি কখনো মুখে বলেনি সে লোক দেখানো ন্যাকামিতে নেই। মায়ের জন্য বিশেষ দিন হোক প্রতিদিন।
ভালো থাকুক সকল মমতাময়ী মায়েরা।
শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
ভালো থাকুক সকল মায়েরা। আপনিও ভালো থাকুন আপু। শুভকামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
মায়ের প্রতি হাজারও লাল সালাম জানাই তৌহিদ দা
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই, শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো। ভালো থাকুন সবসময় মায়ের স্নেহ, ভালোবাসা নিয়ে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
শুভেচ্ছা আপনাকেও আপু।