মায়াময় শূন্যতায়

ছাইরাছ হেলাল ২১ অক্টোবর ২০১৫, বুধবার, ১১:০৫:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

পড়শি হয়ে আসছে শীত, জড়াবে বলে, ডানা মেলে কাকাতুয়ার বেশে,
কথা বলা মায়া পাখি সরব হবে কথা না বলে শুধু চেয়ে থেকে লজ্জানত মুখে;
হৃদয়ের দ্বার খুলে ডেকে নেবে সবুজের ছায়া হয়ে।

ঝিরিঝিরি দৃষ্টিপাতে হবে বাতচিত দণ্ড দুই, হৃদয়ের যুগল পদ চিহ্নে;
ভোরবিহানের বিবর্ণ বিষণ্ণ বিচ্ছিন্ন নির্জনতায় মলিন মুখে হাসি হাসি ভাব নিয়ে দাঁড়ায় সামনে এসে প্রায়ই,
হতচকিত হই হকচকিয়ে পুরনো আমি নূতন করে সরোবর ছক কাটি কেঁচে গণ্ডূষের স্মৃতি তর্পণে।
ধরা ছোঁয়ার বাইরে থেকে শূন্যতায় স্থির হয়ে ভেসে থাকা ঘাস ফড়িংয়ের স্তব্ধতায় সময় গুনি।
অস্তসূর্য প্রসাধন মেখে কে তুমি মায়া হরিণীর বেশে!! নক্ষত্রের অচেনা বন্দরে!!

হে সময় দাঁড়াও, দাঁড়িয়ে থেকেই দাঁড়াও; হাঁটছি আমি জোড় কদমে রাজবাড়িটির দিকে;
উচ্ছেদ অরণ্যে নয়, সবুজে চোখ পাতি। অমোঘ ভবিতব্য না মেনে।

৪৭১জন ৪৭১জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ