-{@ সবাই ব্যাস্ত,না শুধু ব্যাস্ত বললে ভূল হবে সাথে “মহা” যোগ করতে হবে নতুবা সেখানকার মহা মানবদের কর্মেকে অপমান করা হবে।জীবনের যত প্রয়োজনই হউক পারত পক্ষে কয়েকটি স্থানে না যাওয়াই জীবনের জন্য মঙ্গল প্রথমতঃ থানা পুলিশ(দেশীয়)দ্বিতীয়তঃসরকারী কিংবা আধা সরকারী হাসপাতাল যদি আপনার হিসাবহীন অঢেল সম্পদ থাকে তবে আপনার জন্য সব স্থানই তখন স্বর্গীয় আমার মতো সম্পদহীনদের সে সব নরক স্থানে না যাওয়াই শ্রেয় কিন্তু ঈশ্বর যে মধ্য আয়ের লোকদের কিছুতেই পিছু ছাড়ছেন না,যারা না পারে রিক্সা বা ঠেলাগাড়ী চালাতে না পারে বিমান চালাতে বা উড়তে এ রকম মধ্য আয়ের লোকদের নিয়ে মনে হয় ঈশ্বর খুব যন্ত্রনায়ই আছেন তাদের সময়ের প্রতিটি ক্ষণে এক সমস্যা না হয় অন্য আরেক সমস্যা লেগেই আছে।
থানা পুলিশে চাকুরী নিতে প্রার্থীদের যোগ্যতার চেয়ে অর্থ মামার জোড় বেশী লাগে আর একজন মধ্য আয়ের পরিবারে একজন ডাক্তার তৈরী করতে ভিটে বাড়ী পর্যন্ত বিক্রি করতে হয়। কোন মেডিক্যাল কলেজে ভর্তি হতেই দিতে হয় প্রচুর অর্থের সেলামী তারপর লেখা পড়ার ব্যায় বহুল খরচ করতে নিজের অস্তিত্ত নিয়ে টান দেয় সুতরাং সেবা পাওয়ার আশা করাটা আমাদের বোকামী ছাড়া আর কিছু নয়,যা পাই তা পূর্ব পূরুষদের ভাগ্যের কারনে হয়তো পাই।
-{@ দেখে নিতে পারেন আপনার পছন্দের হাসপাতালের আগাগোড়ার উইকিপিয়ার তথ্যগুলো -{@
(y) ঢাকা মেডিকেল কলেজ
(y) চট্টগ্রাম মেডিকেল কলেজ
(y) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
(y) ময়মনসিংহ মেডিকেল কলেজ
(y) রাজশাহী মেডিকেল কলেজ
(y) এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ
(y) রংপুর মেডিকেল কলেজ
(y) দিনাজপুর মেডিকেল কলেজ
(y) শহীদ জিয়া মেডিকেল কলেজ, বগুড়া
(y) কুমিল্লা মেডিকেল কলেজ
(y) শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
(y) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
(y) খুলনা মেডিকেল কলেজ
(y) ফরিদপুর মেডিকেল কলেজ
(y) পাবনা মেডিকেল কলেজ পাবনা
(y) নোয়াখালী মেডিকেল কলেজ
(y) কক্সবাজার মেডিকেল কলেজ
(y) সিরাজগঞ্জ মেডিকেল কলেজ[১]
(y) টাঙ্গাইল মেডিকেল কলেজ
(y) মানিকগঞ্জ মেডিকেল কলেজ
(y) জামালপুর মেডিকেল কলেজ
(y) পটুয়াখালী মেডিকেল কলেজ
(y) রাঙ্গামাটি মেডিকেল কলেজ
সামরিক মেডিকেল কলেজ
-{@ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা
-{@ আর্মি মেডিকেল কলেজ, রংপুর [১]
-{@ আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
-{@ আর্মি মেডিকেল কলেজ, যশোর
-{@ আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা
-{@ আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম[১]
বেসরকারি মেডিকেল কলেজ
(3 বাংলাদেশ মেডিকেল কলেজ
(3 শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
(3 বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, চট্টগাম
(3 সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা
(3 সিটি ডেন্টাল কলেজ, ঢাকা
(3 কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ, ময়মনসিংহ
(3 ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
(3 ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ
(3 ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা
(3 ইনাম মেডিকেল কলেজ, সাভার, ঢাকা
(3 হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
(3 ইবনে সিনা মেডিকেল কলেজ
(3 ইব্রাহিম মেডিকেল কলেজ
(3 ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেল্থ সাইন্সেস (আইএএইচএস),
ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম
(3 ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর
(3 ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী
(3 জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ
(3 খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
(3 কুমুদিনি মেডিকেল কলেজ, টাঙ্গাইল
(3 মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল
(3 মওলানা ভাসানী মেডিকেল কলেজ
(3 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
(3 নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সিলেট
(3 পায়োনিয়ার ডেন্টাল কলেজ
(3 রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট
(3 সাপ্পোরো ডেন্টাল কলেজ
(3 সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
(3 শাহাবুদ্দীন মেডিকেল কলেজ
(3 তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
(3 জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ
সব চেয়ে আশ্চর্য্যের বিষয় হলো দেশে এত গুলো মেডিক্যাল থাকা অবস্থায়ও এক মাত্র ঢাকা কলেজ মেডিক্যালেই যেন দেশের সমস্থ লোক এসে উপচে পড়ছেন আর এখানে যারাই আসেন হয় একে বারে রোগের শেষ মুহুর্তে এ্যাম্বুলেন্স থেকে কেউ স্যালাইন সহ ধরাধরি করে হাসপাতালে নতুবা কেউ বা নাকে মুখে অক্সিজেন লাগিয়ে আসেন অবস্থা দৃষ্টে মনে হয় যেন ভাল মানের চিকিৎসা শুধু মাত্র এখানেই পাওয়া যায়।নবজাত মেয়েকে নিয়ে সেখানে এন আই সি ইউতে প্রায় সপ্তাহখানেক অবস্থান করে যা বুঝলাম অক্লান্ত পরিশ্রম করেন এখানকার চিকিৎসকরা সাথে আছে নার্স বুয়া তবে তাদের উপরি কামাইও কম নয়।নবজাত আই সি ওতে বুয়াদের পরিশ্রমের উপরি কামাই ডাক্তারদের বেতন ভাতার চেয়ে কোন অংশে কম হবে না।
যদিও সরকারী নিয়ম আছে সেখানে সকল চিকিৎসা ঔষধ ফ্রি তারপর শিশুদের পেন্টি ওমুক ঔষধ তমুক যন্ত্র সেবা গ্রহনকারীকে বাহির থেকে ক্রয় করতে হয়।হাসপাতালের প্রায় স্থানে ঝুলানো আছে সাইন বোর্ড “দালালকে ধরিয়ে দিন দালালকে কোন টাকা পয়সা দিবেন না অথচ সেখানে দালাল ছাড়া একটি চাড়াও দ্রুত নড়ে না।
আমি যখন সেখানে অবস্থান করছিলাম সেই একই নবজত এন আইসিও রুমে ছিল মাগুরায় ক্ষমতাসীন দলের কোন্দলের সংঘর্ষে গর্ভবতী মায়ের পেটে গুলিবদ্ধ হন এক আভূমিষ্ট শিশু।মাকে রাখা হয় মাগুরার এক হাসপাতালে আর ভূমিষ্ট শিশুটিকে নিয়ে আনা হয় ঢাকা কলেজ মেডিক্যাল এন আইসিওতে যেখানে আমার মেয়েটিও ছিল।
সম্ভবত শুধু এ দেশেও নয় পৃথিবীর ইতিহাসে এমন গুলিবিদ্ধ ঘটনা এই প্রথম।শিশুটিকে দেখতে কিংবা কারো ক্ষমতা টিকিয়ে রাখতে প্রায় প্রতি দিন পরিদর্শন করতে আসত সরকারের কোন না কোন মন্ত্রী বা আমলারা সেই সুযোগে টিভি সংবাদপত্রের সংবাদিকরাতো সেখানে দিন রাত চব্বিশ ঘন্টাই অবস্থান করতেন।
আমরা এমন অমানবিক কর্মকান্ডকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করতে পারব না যা করবেন আমাদের বিজ্ঞ রাজনৈতিকবদরা কিছুটা করেছেনও বটে ঘটনার সত্যতা প্রকাশের আগেই এক আসামীকে Rab এর ক্রস ফায়ারে ফেলে মেরে ফেলা হয়েছে মনে হয় সঠিক হয়েছে বিচার হলে সাজায় কোন না কোন জামিনে বের হয়ে যেত।
এই শিশুটি বড় হয়ে জানবে হয়তো সে কি ভাবে বেচে গিয়েছিল,মনে গেথে যাবে আমাদের চরিত্রে রাজ নৈতিকতার কালো থাবায় ক্ষমতার ভয়াবহতা।
গুলিবিদ্ধ শিশুটির ভিডিও দেখুন:
-{@ সব গুলো পড়েছেন কি না জানি না তবে নিজ জেলার হাসপাতালটি ঠিকই খুজেছেন?তবে কমেন্টসে বলুন না আপনার জেলা কোনটি?হয়ে যাক সোনেলায় কোন জেলার কত জন করে আছেন এবং সব চেয়ে বেশী বন্ধু কোন জেলার?
“সবাই ভাল থাকুন -{@ সুস্থ্য থাকুন”।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কঠিন এক বাস্তবতা আপনি প্রত্যক্ষ করেছেন যা আপনার আমার
অনেকেরই অজানা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ঠিক তাই অনেক অজানা ধাক্কা খেয়েই জানতে হয়।ধন্যবাদ। -{@
অরুনি মায়া
আমিও যেতে চাইনা ওখানে,,,,,,, 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি সেই আশায়ই রাখি -{@
ইমন
অনেক তথ্যবহূল এবং নির্মম অভিজ্ঞতার সম্মেলন। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ইমন ভাইয়া -{@
রিমি রুম্মান
শিশুটিকে বাঁচিয়ে তোলার মহান দায়িত্বে নিয়োজিত ডাক্তারদের কথা মনে হলে ভাবি, জিবনে ডাক্তার হলে ভাল হতো খুব। লেখাটি ভাল লাগলো। শুভকামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ -{@
নীলাঞ্জনা নীলা
এখানে একবারই হাসপাতালে রাত কাটাতে হয়েছে। কি সুন্দর! কিন্তু আমি আর যেতে চাইনা।
হাসপাতাল আর জেলখানা একই।
ভালো লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ভয়ংকর ধন্যবাদ দিদি -{@
মেহেরী তাজ
অনেক ভালো ভাবে বর্ননা করেছেন ভাইয়া।
আপনার মেয়ে,জন্মানোর আগেই নিষ্ঠুরতার নিদর্শন দেখা পিচ্চি আর ঐ ইউনিটে থাকা সকল পিচ্চি বাবুর জন্য দোয়া রইলো। ওরা ভালো থাকুক সব সময়।
আমি নওগাঁর মেয়ে। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে -{@
জিসান শা ইকরাম
অনেক পরিশ্রম করেছেন,এতগুলো লিংক সংযুক্ত করে।
বাংলাদেশের সরকারী হাসপাতাল কোন মানদন্ডেই পরে না
গুলিবিদ্ধ শিশুটিকে দেখলাম আপনার পোষ্টে।
বরিশাল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ শুধু সোনেলার জন্য -{@
সীমান্ত উন্মাদ
হাসপাতালের সাথে আমার সম্পর্ক খুবই গভীর, এক এক্সিডেন্টের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পুরু এক বছর কাটাতে হয়েছে আমাকে হাসপাতালে, তার আগেও একবার ৩ মাস, এখনতো নেক নার্ভ ইঞ্জুরীর কারনে মোটামুটি মাসে দুইবার যেতে হয়, ভাই ভালই করছেন পোষ্টটা করে, আপনার পোষ্ট দেখে মনে পড়ছে আগামী রবিবারে আমাকে যেতে হবে।
পোষ্টটা কিন্তু অনেক উপকারী এবং দরকারী, সবার জন্য।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর জানিবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকেও প্রিয় -{@ পোষ্ট না করলে বুঝতেই পারতাম না হাসপাতাল আপনার নিত্য সঙ্গী। আপনি সুস্থ্য হয়ে উঠুন আর যেন সেখানে যেতে না হয় সেই কামনাই করছি। -{@
ব্লগার সজীব
এত লিংক দেয়ার ধৈর্য্য কিভাবে পান মনির ভাই।খুবই ভালো একটি পোষ্ট দিলেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনাদের কাছ থেকে শিখেছি -{@ ধন্যবাদ সজীব ভাইয়া।
আজিম
অনেক কষ্ট করে পোষ্টটা করেছেন, ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@
আজিম
মনির ভাই, লিংক দেওয়ার নিয়মটা একটু যদি বুঝিয়ে দিতেন, ভাল হতো।
শুন্য শুন্যালয়
আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। প্রথমে আপনি লিংকের শিরোনাম কি দিতে চান? যেমন “বাংলাদেশ মেডিকেল কলেজ” এটা লিখবেন, লিখে ব্লক করলেই দেখবেন একটা শিকল আসবে (যার উপর কার্সার রাখলেই দেখবেন লেখা আছে লিঙ্ক সংযোজন) ওটাতে ক্লিক করতে হবে। এরপর শিরোনামের জায়গায় পেস্ট করবেন যেটা শিরোনাম হবে, আর ইউ আর এল এর জায়গায় বাংলাদেশ মেডিকেল কলেজের মূল পেজের লিঙ্ক পেস্ট করবেন। যেকোন পেজের লিঙ্ক পেতে হলে যেমন সোনেলার লিঙ্ক পেতে হলে সোনেলা ব্লগের উপর রাইট বাটন ক্লিক করলেই copy link location এ ক্লিক করলেই ইউ আর এল (URL) পেয়ে যাবেন। লিঙ্ক যুক্ত করুন এ ক্লিক, হয়ে গেলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিশেষ ধন্যবাদ শুণ্য আপু… -{@
অনিকেত নন্দিনী
এযাবৎ বহুবার হাসপাতালে রোগী হয়ে থাকতে হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একবারই রোগী হয়ে গিয়েছিলাম, আর যেতে চাইনা। ওই হাসপাতাল যেমন নোংরা ঠিক তেমনই অনিয়ম দিয়ে ঠাসা।
তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ ভাই।
অনিকেত নন্দিনী
নরসিংদী।
শুন্য শুন্যালয়
খুবই গুরুত্বপূর্ন আর কষ্টসাধ্য পোস্ট দিয়েছেন ভাইয়া। অনেক ধন্যবাদ।
আপনার মেয়েটি কেমন আছে এখন?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনাদের দোয়ায় ভাল আছে।ধন্যবাদ আপু -{@