মানুষ কতটুকু নিলজ্জ/বেহায়া হলে

মানুষ কতটুকনিলজ্জ হলে বেসামাল খুনি হয়ে সমাজে বেড়ায়!

মানুষ কতটুকু বেহায়া হলে ধর্ষক হয়েও বেড়িয়ে বেড়ায় নিলজ্জ হয়ে পাড়ায় পাড়ায়!

মানুষের কতটুকু অধিকারহরণ হলে, শাসক বুঝবে তাঁরা স্বৈরাচারী?

মানুষের কতরক্ত ঝরলে শাসক বুঝবে তাঁরা কুশাসক?

মানুষ কতমরলে শাসক বুঝবে তাঁরা হত্যাকারী?

মানুষ কতনিঃস্ব বেসামাল হয়ে রাস্তায় ঘুরলে বুঝবে,

মানুষের মাঝে কতকস্ট, বুঝবে হে শাসক?

মানুষ কতটুকু লজ্জাহীন হলে নিজের বুকে লেখে আমি রাজাকার?

অধিকার চাইতে গেলে লেখা লাগেনা আমি রাজাকার।

(কারণ রাজাকার শব্দ অনেক কিছুই বহন করে)

হয়তো, কবে কে বলবে, এসে আমিই মীরজাফর!!!

১১৪৮জন ১১৪৪জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ