ইংরেজি ভাষার সঙ্গে উর্দু ভাষা যুক্ত করার সরকারি প্রস্তাবে পূর্ব বাংলার কুমিল্লা জেলার সদস্য শ্রী ধিরেন্দ্রনাথ দত্ত ঐতিহাসিক সংশোধনী আনেন। এতে তিনি পাকিস্তানের একক সংখ্যাগরিষ্ঠ ৪ কোটি ৪০ লাখ মানুষের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন ।
এই মহান ব্যক্তিকে যখন ১৯৭১ সালে ৭৬ বছর বয়সে মারা হোল তখন কোথায় ছিল বয়সের মানবতা ?? যখন সারা বাংলায় হাজার হাজার বয় বৃদ্ধ নারী পুরুষ শিশু কে মারা হলো কোথায় ছিল তাদের মানবতা ?? মানবতাহীন মানবনামধারী ঐ সকল নরপশুদের জন্য কতটুকু প্রযোজ্য আমাদের মানবের মানবতা ???
৫২৫জন ৫২৫জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ