মাতৃ বন্দনা

বোরহানুল ইসলাম লিটন ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০৬:৪২:১৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

সদ্য ফোটা সুবাসিত গোলাপ পাপড়ির
মোহনীয় কোমলতা পারেনি
এ হৃদয় টলাতে!
পারেনি ষোড়শির আলতা রাঙা চপল দু’পায়ে
আস্থার মায়াবী স্বপন গড়েও
সর্বংসহা প্রকৃতি কাছে টানতে!

রূপালী জ্যোৎস্নায় নেয়ে নিশুতি নদী
স্রোত ও ঊর্মির গলে পালা গানের আসর বসালেও
শ্রোতা হইনি!
আসেনি কারোর দক্ষ হাতে সামলানো
কর্মের ঝলমলে আদর্শের জ্যোতি
ক্ষণকাল বাঁধতে!

আরব্য রজনীর গল্প সাথী করেছি
তবুও তার বর্ণিল রত্ন ভান্ডের মনোহরা লোভ
নিবিড়ে জায়গা পায়নি –

শুধু আমার মা বেঁচে ছিলো বলে!

হয়তো বলবে কে পারে রুখতে
এতো সুখী আবদার?
জেনো হে আমার মা ছিলো একাই
এদেরই যে সমাহার!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৯০০জন ৭৮২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ