
প্রত্যাখ্যাত স্বপ্নের শহরে
আর নেই কোন শূণ্যস্থান,
আছে অনুভূতিহীন খানিক ব্যাথা;
আছে শূণ্যের, শূণ্যে অবস্থান ॥
কতগুলি শূণ্য একসাথে মিশে
পরিপূর্ণ হয় শূণ্যতা ?
কতগুলি শূণ্যের গুণফলের শেষে
সংখ্যার দেখা পায় তা ?
শূণ্যের পিঠে কতটা শূণ্যে
শূণ্যতা হবে বিলীন ?
কতগুলি শূণ্য ভাগ করে নিলে
শূণ্যটা হবে মলিন ?
লাখো শূণ্যের যোগফলে কভূ
শূণ্য হবে কি পূর্ণ ?
কোটি শূণ্য কেড়ে নিলেও কি
শূণ্যতা হারাবে শূণ্য ?
ভালবাসা !
তেমনি শূণ্য শহরের মোড়ে
জেগে উঠা কোন তোরন,
যে প্রতিক শূণ্যের আগে আর পিছে
শূণ্যতার করে পূরণ ।
না’হয়-
তোমার শূণ্যতার ভীরের আগে
আমি হবো মাণ-সংখ্যা,
সখি, স্বপ্নের খুড়ি ডানা মেলে যদি
পাব কি তোমার দেখা ?
-০-
২২/১১/২০১৮
২০টি মন্তব্য
সুরাইয়া পারভিন
না’হয়-
তোমার শূণ্যতার ভীরের আগে
আমি হবো মাণ-সংখ্যা,
সখি, স্বপ্নের খুড়ি ডানা মেলে যদি
পাব কি তোমার দেখা,,,,ওয়াও দারুণ।
আশা করছি পাবেন পাবেন দেখা।
শূণ্যের পিঠে কতটা শূণ্যে
শূণ্যতা হবে বিলীন ?
কতগুলি শূণ্য ভাগ করে নিলে
শূণ্যটা হবে মলিন ?
ঠিক জানি না। প্রত্যেকটা লাইন অনবদ্য
দুর্দান্ত উপস্থাপন
এস.জেড বাবু
আমিও জানি না আপু।
তাইতো এত প্রশ্ন-
তবে এটুকু আন্দাজ করতে পারি- সব থেকেও যাদের মনে শূণ্যতার বসত- তা একটু ভালোবাসা ভালভাবে পূর্ণ করতে পারে। তা হউক বাবা, মা, পরিবার, ভাই বন্ধু বা যে কোন একজনের কাছ থেকে।
শুভেচ্ছা রইলো আপু।
মোঃ মজিবর রহমান
মান সংখ্যা হয়েই জিয়ে থেক।
ভাল লাগ্ল
এস.জেড বাবু
ধন্যবাদ আপনাকে
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
আকবর হোসেন রবিন
ভাইরে শূণ্য পড়তে পড়তে আমার মাথাটাও এই মুহূর্তে শূণ্য হয়ে গেছে।
এস.জেড বাবু
তাহলে পূর্ণতার একটা লিখা আজকে দিতে চেষ্টা করবো।
যদি খুঁজে পাই তো।
ধন্যবাদ রবিন ভাই
কামাল উদ্দিন
শূন্য নিয়ে ব্যাপক গবেষণা করেছেন বাবু ভাই,,,,,,,,,,,,,,,,শুভ কামনা
এস.জেড বাবু
হাহাহা
লিখা তো তাই বলছে, ভাইজান।
শুভেচ্ছা অশেষ
নিতাই বাবু
শূন্য থেকেই শুরু, শূন্যতেই শেষ। তাই শূন্যের শূন্যতা তো পূরণ হবার মতো দেখছি না। কারণ যেখানে জীবনটাই দেখছি অপূর্ণতা!
আপনার শূন্য নিয়ে ভাবনা, সত্যি অসাধারণ!
এস.জেড বাবু
হরেক রকম জীবন
আর হরেক রকম শূণ্যতা-
মানুষের ভিন্ন ভিন্ন ইচ্ছার অপূর্ণতা যদি শূণ্যতা হয়, তবে শূণ্যতা থাকবে। ইচ্ছেগুলি লাগামহীন- তাই শূণ্যতা বর্তমান।
ধন্যবাদ ভাইজান
ছাইরাছ হেলাল
সখির নাঁচদুয়ারে উঁকি দিতে দিতে
মান সংখ্যার বাহুডোরে শূন্য মিলাবে
শূন্যতার হত ধরে,
স্বপ্ন এসে ধরা দেবে শূন্য হীনতার স্বর্গদ্বারে।
এস.জেড বাবু
আমিন
আমিন
তেমনি হউক- পাল্টে যাবে দুনিয়ার দৃশ্যপট।
সকলের সকল শূণ্যতা পূর্ণতা পাক।
ধন্যবাদ ভাইজান
মনির হোসেন মমি
ভালবাসা !
তেমনি শূণ্য শহরের মোড়ে
জেগে উঠা কোন তোরন,
যে প্রতিক শূণ্যের আগে আর পিছে
শূণ্যতার করে পূরণ ।
শূন্য দিয়ে চমৎকার এক কবিতা। পাঠে খুব ভাল লাগল।মন্ত্রমুগ্ধের মত পাঠ করলাম।
এস.জেড বাবু
আন্তরিক ধন্যবাদ প্রিয় ভাই।
আপনার মুগ্ধতা আমার জন্য বড় পাওয়া।
ভালো থাকবেন অনেক অনেক।
অনন্য অর্ণব
বাবু ভাই, এটা আপনার লেখা উচিত হয়নি। এটা আমার লেখা দরকার ছিলো। যান আপনার সাথে আড়ি। আপনি কেবল আমার মনের কথাগুলো আমি বলার আগেই গড়গড় করে বলে দেন😭
অসম্ভব ভালো লাগছে ভাই। অনেক অনেক শুভকামনা ❤️
এস.জেড বাবু
আচ্ছা মেনে নিলাম-
দেখা হলে সরি প্লে নিবো ।
আজ আমি বৌদী-দের কথা লিখবো, আপনি ভাইদের নিয়ে লিখেন।
মিলেমিশে- আমরাওতে ভাই ভাই।
অনেক ধন্যবাদ ভাইজান।
এস.জেড বাবু
দেখা হলে সরি বলে নিবো। ( টাইপিং মিসটেক)
সাবিনা ইয়াসমিন
তোমার শূন্যতার ভীরের আগে আমি হবো মাণ সংখ্যা,,
সাহসী প্রেমিকের দুঃসাহসী উক্তি।
* সখি, স্বপ্নের খুড়ি ডানা মেলে যদি
পাব কি তোমার দেখা ?,, ,,,, স্বপ্নের খুড়ি নাকি ঘুড়ি হবে? বুঝলাম না।
এস.জেড বাবু
জীবনে তো আর প্রেম করা হয় নাই, তাই অক্ষরের সাথে স্বাক্ষর রেখে যাই।
শূণ্যতায় ডুবে থাকা কাউকে দেখলে মন কেঁদে উঠতো
আর মুখে তালা লেগে যেত-
ঐ যে গাছে নতুন ডাল উঁকি মারে, খুড়ি বলে মনে হয়-
কি জানি, বানানে ভুল হতে পারে।
শুভেচ্ছা আপু