মাটির প্রাসাদ

রিতু জাহান ২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার, ১১:৪৩:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

গোধূলির হালকা আলোয়
সোনালী রং গায়ে মেখে হেঁটে এসেছিলাম তোমার দুয়ারে,
এক রত্তি সুখ নিব সেই আশায়।
আমি খুঁজেছি মাটির প্রদীপ,
ধিমি আলোয় তোমায় দেখার আশায়।
তোমার সংগ, এ মাটির ঘর, নীরব এক একান্ত প্রাসাদ আমার।
তোমার এ প্রাসাদে আজ আমি রানী।
এ ধিমি মাটির প্রদীপ, এ আলো, এ নীরব প্রাসাদ,
হয়ে উঠেছে প্রেমের তাজমহল।
রক্তে আমার নতুন উদ্যমতার অনুভব।
এ অনুভবে অর্ধ্বনির্মীলিত নয়নে,
অপলোক চেয়ে দেখেছি ও দু নয়ন তোমার।
তোমার ও দু নয়নে শুধু ভালোবাসা,
ঠোটে তোমার কোমল মধুর সুর।
এই ভালোবাসা, এই কোমল সুর হকরাবার আগে
হারাব আমি, ঐ পূব আকাশে সূর্যের রক্তিম আভা পেলে
শিউলী ঝরবে যখন।
লুটাবো না আমি চির অভিমানে, শেফালীর মতো।
শুকতারার পথে পাড়ি দিব।
ডেকে হারাবে তুমি।
কোনো এক গোধুলিতে আবারো মাটির প্রদীপ হাতে দাঁড়াব সম্মুখপানে।

১০৩২জন ১০৩২জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ