রক্তচোষা মশা, কোথায় তোদের বাসা?
কাটুস কুটুস কেটেই চলিস বড্ড বেহাল দশা।
গ্লোব কিম্বা মশারি,অতীব জরুরি দরকারি।
তবুও তোদের অত্যাচারে কষ্ট রকমারি।
ছোট্ট প্রানি হলে কি হবে? বড্ড বাড়াবাড়ি।
মারতে গেলেই উড়ে গিয়ে, পালাস তাড়াতাড়ি।
ঘুম এলো যেই ঠিক, অমনি এসে কুটুস,
সুযোগ পেলে দুই থাবাতে মারবো পুটুস পাটুস।
৯৬২জন
৮৬৩জন
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
রক্তচোষা মশা, সব জায়গায় তাদের বাসা
সুযোগ পেলেই রক্ত চোষা তাদের এক নেশা
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন দাদা।
নিরন্তর শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে ভাইয়া। মশার যন্ত্রনায় অস্থির। কোনো কিছু দিয়েই বিনাশ করা যায় না। ভালো থাকুন সুস্থ থাকুন
ইসিয়াক
শুভকামনা রইলো দিদিভাই। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
জিসান শা ইকরাম
মশা মারা এত সহজ নয়।
শুভ কামনা।
ইসিয়াক
আসলেই ভাইয়া মশা মারা এতো সহজ নয়।
ফয়জুল মহী
যথার্থ বলেছেন।
ইসিয়াক
ধন্যবাদ রইলো মহী ভাই।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
মশা নিয়ে দারুণ কবিতা
অনবদ্য উপস্থাপন
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। শুভকামনা।
আরজু মুক্তা
হায়রে মশার প্যানপ্যানানি।
ইসিয়াক
সত্যি! এই প্রাণিটি কেন যে আল্লাহ সৃষ্টি করলো।
নীরা সাদীয়া
এই মশার এক কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে।
ইসিয়াক
তাতো বটেই।
ভালো থাকুন।
কামাল উদ্দিন
মশা তাও তো দেখি, করোনারে যে দেখিনা সেইটাই তো বিপদ বেশী।
ইসিয়াক
কি যে বলেন! করোনারে দেখার দরকার নাই।
ভালো থাকুন ভাইয়া।
হালিম নজরুল
মশা নিয়ে সুন্দর ছন্দ
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো ভাইয়া।