মশা

ইসিয়াক ৫ জুন ২০২০, শুক্রবার, ০৪:০৬:১৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
রক্তচোষা মশা, কোথায় তোদের বাসা?
কাটুস কুটুস কেটেই চলিস বড্ড বেহাল দশা।
গ্লোব কিম্বা মশারি,অতীব জরুরি দরকারি।
তবুও তোদের অত্যাচারে কষ্ট রকমারি।
ছোট্ট প্রানি হলে কি হবে? বড্ড বাড়াবাড়ি।
মারতে গেলেই উড়ে গিয়ে, পালাস তাড়াতাড়ি।
ঘুম এলো যেই ঠিক, অমনি এসে কুটুস,
সুযোগ পেলে দুই থাবাতে মারবো পুটুস পাটুস।
৯৬২জন ৮৬৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ