
দক্ষিণা বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে দেখছি,
মধ্যরাতের নিস্তব্ধ শহরটাকে।
কোলাহলময় শহরে এখন কেমন যেনো শুনসান নিরবতা করছে বিরাজ।
মনে হচ্ছে শতবর্ষ প্রতীক্ষারত ব্যাকুল প্রিয়সী,
প্রিয়তমের বিরহে শেষ অশ্রুবিন্দুটি দিয়েছে বিসর্জন,
হয়তো এখন-ও যায়নি শুকিয়ে সে অশ্রুচিহ্ন।
ব্যাকুল প্রেয়সীও আজ কেমন যেনো শান্ত নিশ্চুপ,
পুরো শহর জুড়ে থমথমে ভাব বিরাজমান,
মনে হচ্ছে এই বুঝি ঘটে যায় কোনো দুর্ঘটন।
ঐ দেখো নীলাকাশ আজ কেমন বিবর্ণ ফ্যাকাসে,
একটি তারাও নেই আকাশে।
কোথায়,কোথায় গেলি সব?
তোরা তোদের ঝিলিমিলি আলোয় আলোকিত-
করিস না কেনো আকাশের বুক ?
কি হয়েছে তোদের?
এমন গোমরা মুখো হয়ে আছিস কেনো?
ঐ দেখো দূরে ল্যাম্পপোস্টের আলো,
এমা! সেকি ল্যাম্পপোস্টের নিচে এতো অন্ধকার কেনো?
কি হয়েছে, কি হয়েছে আজ
সবাই এমন উল্টো রথে চলছে কেনো?
কোলাহলময় শহর শান্ত,নীলাকাশ বিবর্ণ ফ্যাকাসে
তারাগুলো জ্বালছে না তাদের আলো,ল্যাম্পপোস্টের নিচে ঘুটঘুটে অন্ধকার।
অহ!বুঝেছি তোদের সকলেরই মন খারাপ,
আমারই মতন?
তোদেরও বুঝি কাউকে পড়ছে মনে?
মিস করছিস খুব!
তোরা আয় তবে ছুটে সব ভুলে করি মন খারাপের গল্প,
মধ্যরাতে এই শহরটাকে মাতিয়ে রাখি হৈ-হুল্লোড় আর গানে-গল্পে।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মন খারাপের গল্প দিয়ে শহরটাকে কোলাহল মুখর করা , দারুন বুদ্ধি। মন খারাপ ভালো হবে-ই। শুভ কামনা রইলো আপনার জন্য
সঞ্জয় মালাকার
দক্ষিণা বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে দেখছি,
মধ্যরাতের নিস্তব্ধ শহরটাকে।
কোলাহলময় শহরে এখন কেমন যেনো শুনসান নিরবতা করছে বিরাজ।
শুনসান শহরে ফিরে আসুক সুস্থিি।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
শামীম চৌধুরী
আপু কবিতাটা ভাল লাগার মূল কারন হলো নামের সাথে মিল খুজে পেলাম লেখায়।
ছাইরাছ হেলাল
শুনসান রাতময়তার নিঃশব্দ-নিস্তব্ধতাকে ডেকে এনে আনন্দ হুল্লোরের আহ্বান,
ভাল হয়েছে।
ইসিয়াক
তোরা আয় তবে ছুটে সব ভুলে করি মন খারাপের গল্প,
মধ্যরাতে এই শহরটাকে মাতিয়ে রাখি হৈ-হুল্লোড় আর গানে-গল্পে।
#ফিরবে কি সেই দিন? কে জানে? তবু আশা বেঁধে রাখি।
শুভকামনা।
নীরা সাদীয়া
কী সুন্দর করে মন খারাপের সাথে নিস্তব্ধ শহরটাকে মিলিয়ে একটা চমৎকার বর্ণনা দিলেন। ভালো লাগলো।
হালিম নজরুল
সুন্দর কবিতা।
প্রদীপ চক্রবর্তী
মনখারাপের সাথে নিস্তব্ধ শহরকে অবলোকন।
বেশ ভালো লাগলো দিদি।
সুপায়ন বড়ুয়া
মন খারাপের গল্প পড়ে
মনটা হলো খারাপ।
নীচের লাইন দুটো পড়ে
অনেক ভালো হলো।
“তোরা আয় তবে ছুটে সব ভুলে করি মন খারাপের গল্প,
মধ্যরাতে এই শহরটাকে মাতিয়ে রাখি হৈ-হুল্লোড় আর গানে-গল্পে।”
শুভ কামনা।
কামাল উদ্দিন
হুমম, এই সময়ে সকলেই মন খারাপ, জানিনা কবে মন ভালো করা ভোর হবে।
আরজু মুক্তা
আশা করছি, সবাই আবার প্রাণ ফিরে পাবে।
তৌহিদ
হ্যা বেশি বেশি গল্প করুন, মন খুলে কথা বলুন। হালকা লাগবে। চোখের কি অবস্থা এখন?
শুভকামনা সবসময়।