
তোমরা কি ভাই বলতে পারো- মন টা হলো কেমন!
কেমন তার আকার, কেমন তার ধরন?
কেমন করে সে অন্যের মন করে হরণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি রঙ, কি তার মনন?
কেমন করে রাঙায় সে অন্যের মন?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে ঘর, আছে উঠোন?
কেমন করে সে করে বরণ, করে সেথায় লালন?
তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে রূপ, আছে গড়ন?
কেমন করে সে অন্যকে করে আলোড়ন?
তোমরা কি ভাই বলতে পারো –
মনের কি আছে নিদ্রা, আছে স্বপন?
কেমন করে সে অন্যের নিদ্রা করে হনন?
তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে আকাশ, আছে পবন?
কেমন করে সে অন্যের মনে আনে বর্ষণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে আড়শি, আছে নয়ন?
কেমন করে সে অন্যের মনে দেখে নিজের বদন?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে সুখ, আছে বেদন?
কেমন করে সে অন্যের মনে ঘটায় ক্ষরণ?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে হীরক, আছে মানিক-রতন?
কেমন করে সে অন্যের মনে করে খনন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে নদী,আছে তুফান?
কেমন করে সে অন্যের মনে আনে প্লাবন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে বীজ , আছে জমিন?
কেমন করে সে অন্যের মনে করে বপন?
৩৪টি মন্তব্য
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যকারীর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শুভ কামনা রইলো আপনার জন্য
ফয়জুল মহী
♥️♥️
সুপায়ন বড়ুয়া
“তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি রঙ, কি তার মনন?
কেমন করে রাঙায় সে অন্যের মন? “
মন না রাঙ্গালে ও আপনার লেখায় মন কেড়েছে আমার।
খুব ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আহ্। শান্তি!শান্তি !ওম শান্তি! অসংখ্য ধন্যবাদ দাদা। ভালোবাসা অবিরাম
ছাইরাছ হেলাল
বীজ জমিন বপন থেকে তুফান-প্লাবান
স্বপন-বর্ষণ, আলোরণ-পালন
সবই আছে, শুধু নেই মন হরণ!!
সুপর্ণা ফাল্গুনী
কেমন করে সে অন্যের মন করে হরণ? এইখান কি তাইলে!!
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া কি কিটো ডায়েটের দরুন চোখে কম দেখিয়েছেন!! আমি তো পড়ে গেলাম ধান্দায়।
ছাইরাছ হেলাল
আসলে বলতে চাইছিলাম বলে কয়ে তো মন-হরণ হয় না।
এই হরণ সাধারণত চোরাগোপ্তা ভাবেই হয়।
হায় কিটো!
সুপর্ণা ফাল্গুনী
তা ঠিক বলে কয়ে মন হরণ হয় না। কিটো ডায়েট কি ঠিক মতো চলছে?
সুরাইয়া নার্গিস
চমৎকার আপু।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মাহবুবুল আলম
মন নিয়ে এত্তো এত্তো প্রশ্ন শোনলে, মন তো পুরাই বেহুশ হয়ে যাবে, আর জাগানো যাবে না। হাহাহাহা!!
ভাল লাগলো। শুভেচ্ছা অফুরান।
সুপর্ণা ফাল্গুনী
😇😇😇😇 বেহুঁশ হলে চলবেনা। সুন্দর মন্তব্যে ধন্যবাদ রইলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
চমৎকার কবিতায় ভালো লাগা দিদি ভাই।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
সুরাইয়া পারভীন
কেউ যদি এই সব প্রশ্নের উত্তর খুঁজে পান
আমাকেও একটু জানান প্লীজ
আমারও মস্তিষ্ক জুড়ে এই সব প্রশ্নের
খেলা চলে হরদম
দারুণ দারুণ 👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আমার মনে হয় অনেকেরই এমন উত্তর জানার ইচ্ছা আছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
উত্তর খুঁজে পেলে জানাবেন কিন্তু
আপনিও ভালো থাকবেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই জানাবো। আপনি ও জানাবেন কিন্তু। ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
আরজু মুক্তা
মন রংধনুর মতো। সাজিয়ে নেয়া যায় রঙে বর্ণে
সুপর্ণা ফাল্গুনী
দারুন জবাব। পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ রাত্রি
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ লিখছেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ রাত্রি
নিতাই বাবু
বলতে পারি শ্রদ্ধেয় কবি দিদি, মন হলো এ দেহের চালক বা ড্রাইভার। জীবিত দেহের এই মনের সবই আছে, আবার কিছুই নেই। মন নেই তো কিছুই নেই। যেমন– ভালোবাসতে গেলে মন লাগে। কাজ করতে গেলে মন লাগে। বিয়েসাদী করতে গেলে মন লাগে। অর্থাৎ, এই জীবন চলার মাঝে যা-কিছু হয় বা ঘটে, সবই নিজ মনের জোরে বা আবেগেই থেকে হয় এবং ঘটে।
খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসামূলক কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। সাথে শুভকামনাও।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার কাছে এতো সুন্দর মন্তব্য ও জবাব পেয়ে ধন্য হয়ে গেলাম। সবকিছুতেই মন লাগে তাহলে সেটা কেমন-টক, মিষ্টি, ঝাল, কি তার রঙ, কি তার আকার সেটাতো বললেন না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিতাই বাবু
ঝাল, টক, মিষ্টি উপলব্ধি করতে হলেও দেহের মন দ্বারাই উপলব্ধি হয় বলে আমি মনে করি। যেমন: “ফলটা মনে ঝালঝাল লাগলো।” থাইল্যান্ডের তেঁতুলগুলো মনে হয় মিষ্টি।” আমার কাছে এমনই মনে হয়!
সুপর্ণা ফাল্গুনী
ওহ্। দাদা ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
মন নিয়ে এত প্রশ্ন! এর উত্তর দেবে কে?
মানুষের মন খুবই দুর্বোধ্য।
ভাল লেগেছে খুব ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। এভাবেই অনুপ্রেরণা ও ভালোবাসা চাই সবসময়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
মানুষের মন বোঝা মুশকিল। এর তলদেশ বিজ্ঞানীরাও হাতড়িয়ে পায়নি অদ্যবদি।
ভালো লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আসলেই মানুষের মনের তলদেশ আজো কেউ খুঁজে পায়নি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা