হয়েছে বিজয় তারুন্যের রাত্রি দশটা এক মিনিটে
নরপিচাশের থাবা আজ বড়ই অসহায়
ফাসিঁ কাষ্ঠে ঝুলন্ত কসাই পরপারেও পাবেনা রেহাই।
মন আজ খুশিতে মাতাল
মায়ের কাছে,বোনের কাছে করেছি পণ
থাকবেনা আর কলঙ্কিত ইতিহাস,মুক্তিযুদ্ধের পাতায়
কসাইকে দিয়ে করলাম যাত্রা।
মন আজ খুশিতে মাতাল
ত্রিশ লক্ষ্য প্রানের বদলা,হাজারো বোনের সম্ভ্রমের প্রতিশোধ
নেবো এবার পালাক্রমে,হায়না আছে যত এই বাংলায়
বলে দিতে চাই জেগেছে আজ জনতা,
ফিরবেনা ঘরে আর না নিয়ে বদলা।
মন আজ খুশিতে নাচে
বিশ্ব তাকিয়ে অবাক হয়ে ভাবে
এই কি সোনার বাংলা,এরাই কি মুজিব সেনা,
আমরাই ‘৭১ নব প্রজম্ম নতুন মুক্তিসেনা।
মন আজ খুশিতে মাতাল
ঠাই নেই আর হায়নার,এই পবিত্র বাংলার মাটিতে,
শুরু যখন পেরেছি করতে,ভয় কি আর সামনে এগুতে
রইল বাকী হায়নার দলপতি দলনেতা।
মন আজ খুশিতে মাতাল
যতই আসুক বাধা,যতই করুক জোট
জেগে আছে জেগে থাকবে নব মুক্তিসেনার দল
ভাঙ্গবে এবার সব বহিঃ যড়যন্ত্রেরে কুৎসিত কালো হায়নার থাবা।
মন আজ খুশিতে নাচে
মিষ্টি খাওয়ার ধুম পড়েছে পাড়ায় মহল্লায়
খুশিতে আজ চোখ ভিজে যায়, বিয়াল্লিশটি বছর কি সয়া যায়?
ফাসিতে ঝুলিয়ে নেব এবার অবশিষ্ট সব শিয়ালের প্রান।
মন ভাল নেই,
মন ভাল নেই আংশিক
মন আজ খুশিতে মাতাল
মনে নেই কোন তাল,হলো যে মন বেতাল
যতক্ষন না হবে ধ্বংস,
সব রাজাকার সব হায়না দলের বংশ।
১৩টি মন্তব্য
যাযাবর
আনন্দে আত্মহারা , জয় বাংলা ।
মা মাটি দেশ
অবশ্যই \|/
নীলকন্ঠ জয়
জয় বাংলা বলে আগে বাড়ো… -{@
মা মাটি দেশ
জয় বাংলা (y)
আমার মন
🙂 🙂
মা মাটি দেশ
ধন্যবাদ (y)
জিসান শা ইকরাম
খুব খুশি আমিও , একজন রাজাকার কমে গেলো 🙂
মা মাটি দেশ
এখনও বাকী রাখব বোয়াল (y)
রিমি রুম্মান
থাকবেনা আর কলঙ্কিত ইতিহাস,মুক্তিযুদ্ধের পাতায়__সেই অপেক্ষায়।
মা মাটি দেশ
আমরা করব জয় (y)
শুন্য শুন্যালয়
হ্যাঁ খুশির শুভ সূচনা …
মা মাটি দেশ
লক্ষ্য আমাদের অটুট (y)
তৌহিদ
এখন আরেক খুনি মাজেদের জলদি ফাঁসি চাই।