
আমি একজন অতি নগন্য পাঠক। পাঠক হয়েই আছি। লেখা যতনা কঠিন তার চেয়েও কঠিন মনে হয় মন্তব্য দেওয়া। বা প্রতিউত্তর দেওয়া।
সময় সময় পড়তে ভাল লাগলেও মন মত মন্তব্য ইচ্ছা থাকা সত্বেও প্রকাশ করা অতি কঠিন আমার নিকট। মন বা পরিস্থিতি সঠিক ভাব প্রকাশে অনীহা দেখায়।
অনেক লেখা প্রচন্ড ভাল লাগে কিন্তু মন্তব্য লিখতে গেলেই যত ঝামেলা। সেই রকম মন ফুটলেও কলম চলেনা। কলমের ডগায় লেখা আসেনা।
হইতো বা এই যুক্তি শুধুই আমার । একমাত্র আমারই। মাঝে মাঝে কিচ্ছুই লাগেনা ভাল। হয়তো আমি অক্ষম অযোগ্য হয়ে পড়ি। এই সময়টা নিজেকে খুব অসহায় ও নির্বুদ্ধি মান মনে হয়। কিচ্ছু মনেও আসেনা।
সর্বোপরি সবাই ভাল থাকুক। সবার মন উত্ফুল্ল হোক অহর্নিশ। সবার ভাল থাকা আমারও ভাল লাগা ও ভাল থাকা বজায় থাকে।
৩১টি মন্তব্য
আকবর হোসেন রবিন
এই রোগের আমি অনেক বড় রোগী।
মোঃ মজিবর রহমান
আমার মত রুগি হলেই সময়ায়া কাটানোর পথ পাইনা তো। ভাই।
সাবিনা ইয়াসমিন
কোনো কিছু লেখার চাইতে মন্তব্য করা আমার কাছেও বেশ কঠিন মনে হয়। যা পড়লাম, বুঝলাম, তা আসলেই লেখাটির সাথে মিলেছে কিনা, বা আমি লেখককে সেটা বোঝাতে পারছি কিনা, এই টেনশন কাজ করে। 🙂
মোঃ মজিবর রহমান
হ্যা আপু, ঠিক তাই। মাঝে মাঝে দেখা যাই লেখার সাথে সামঞ্জসস্যাই থাকেনা। ধিন্যবাদ আপু।
মনির হোসেন মমি
ভাইজানেরতো দেখছি আমার রোগে ধরেছে..ইদানিং আমিও তাই।পড়া হয় সব লেখাই কিন্তু মন্তব্যের বেলায় সব উল্টাপাল্টা। সাথে থাকুন এবং আছেন এইতো বেশ। নতুন সংসারতো একটু ঝামেলা থাকবেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
মোঃ মজিবর রহমান
হ্যা আছি মনির ভাই। আল্লাহ সহায়। আপিনি ভালি আছেন তো।
মনির হোসেন মমি
আছি আর কি!
ভাল মন্দ
মন্দের ভাল।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, যে ভাবে চলছে তা চালু থাকলেই হবে।
এখানে আমরা শুধুই আমরাই, আপনি তা জানেন ভাল করেই।
মোঃ মজিবর রহমান
হ্যা বলতে পারছিনা, কারন মাঝে মাঝে নিজের প্রতি বিতৃষ্ণা আসে। কিছুই ভাল লাগেনা। আপনাকে ধন্যবাদ যখন যেরকম তখন সেরকম থাকাই ভাল।
ছাইরাছ হেলাল
উহ্ বিতৃষ্ণার কিচ্ছু নেই,
আমরা তো কাছেই থাকি।
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভরসা। আল্লাহ সহায় হোক।
শিরিন হক
একটা মন্তব্য কবিতা লেখার চেয়েও কঠিন কাজ।
মোঃ মজিবর রহমান
হ্যা তাই মনে হই মাঝে মাঝে। আপু।
আরজু মুক্তা
যা মনে আসে লিখবেন। ভালো লাগাটাই বড়।
মোঃ মজিবর রহমান
তাই ভাল তাই ভাল আপু। ভাল লাগ্ল।
সাখিয়ারা আক্তার তন্নী
আমি এই ক্ষেত্রে আইসিইউর রুগী,
শুভেচ্ছা আর ধন্যবাদের উপরেই আছি।
মনের কথা বলেছেন।
ধন্যবাদ,
খানিকটা শুভেচ্ছা নিবেন।
মোঃ মজিবর রহমান
আমি তো মনে হই কোমাই আছি মাঝে মাঝে আপু। হ্যা শুভেচ্ছা নিরন্তর।
সুরাইয়া পারভিন
সত্যিই তাই মন্তব্য করা অনেক কঠিন।
অনেক সুন্দর সুন্দর লেখা পড়ে যথার্থ মন্তব্য করতে না পারার অপারগতা আমারও আছে
মোঃ মজিবর রহমান
নিজের মনেই ধরেনা। কি লিখছি। অন্য ভাল লাগবে কেমনে???
তৌহিদ
মন্তব্য লেখা, লেখা পড়ার চেয়েও কঠিন। তবুও লিখুন ভাই। এতে লেখকের উৎসাহ বাড়ে।
মোঃ মজিবর রহমান
আছি ভাই সোনেলার সাথেই,
জিসান শা ইকরাম
যেমন মন্তব্য দিচ্ছেন, তেমনই দিন।
এটি নিয়ে ভাবলেই আরো কঠিন মনে হবে।
মোঃ মজিবর রহমান
তা ঠিক ভাইয়া বেশি ভাবনা খারাপ৷ এবং অস্থির করে তোলে।
শামীম চৌধুরী
ভাইজান এই রোগের ডাক্তার চাই।
মোঃ মজিবর রহমান
ডাক্তার নিজেই হোন আর মাথা ঠান্ডা রাখুন। শামিম ভাই
শামীম চৌধুরী
আমি রোজ কদুর তেল মাথায় দেই। মাথাতো ঠান্ডাই থাকে মজিবর ভাই। তবে ডাক্তার হওয়া যাবে না।
মোঃ মজিবর রহমান
ঐ নিজের ডাক্তার কদুর তেল ঐটাই ধরুন মাথা ঠান্ডা রাখার কৌশল।
সদা ভাল থাকুন
শাহরিন
ভাইয়া নিজের নিয়ম মেনে, যা মন চায় করুন। চরিত্রের নিয়ম ভংগ করে মানসিক ভাবে ভালো থাকবেন না। জানি অনেকে আমার সাথে একমত হবেন না, তবে যেটা কিনা স্বভাবের সাথে যায় না সেটা করা বেশী কষ্টকর।
মোঃ মজিবর রহমান
সুন্দর কথা বলেছেন আপু। ধন্যবাদ রইল।
হালিম নজরুল
এরকম সমস্যায় আমিও পড়ি।তবুও চেষ্টা করি কিছু পড়ে কিছু শেখার জন্য।
মোঃ মজিবর রহমান
হ্যা পড়স্ত বিকল্প নাই