করোনাকে যারা যারা পাত্তা দেন নাই, তারাই সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
ইউরোপ আমেরিকা পাত্তা দেয়নি প্রথমে, আজ তারা মাশুল গুনছে।

ধর্মান্ধ হুজুরেরা পাত্তা দেননি, দুর্ভোগ পোহাচ্ছেন।

আমাদের দায়িত্বশীলরা ইতালি ফেরতদের প্রতিবাদের মুখে তালগোল পাকিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না রেখেই ছেড়ে দিয়েছেন। অথচ সোস্যাল মিডিয়াতে এই ভুলটা না করতে দায়িত্বশীলদের প্রতি বহু অনুরোধ ছিল। এখন ছড়িয়ে পড়া ঠেকাতে তারাও হিমসিম খাচ্ছেন।

বাকী রইলো, সাধারণ জনতা। এতো এতোভাবে আপনাদের বুঝানো হচ্ছে বাঁচতে হলে সতর্ক হোন। ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

শুনুন, মেনে চলুন। শুনলে টিকে যেতেও পারেন।
আর না শুনলে আগামীর সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য আপনার নেই।
এবার চিন্তা করে দেখুন।

আর যারা এই দুর্যোগেও নৈতিক বাধ্যবাধকতায় দায়িত্ব পালন করতে ময়দানে থেকে যুদ্ধ করছেন তারা সতর্কতা বজায় রেখেই দায়িত্ব পালন করুন। বাঁচতে হবে, বাঁচাতেও হবে।
প্রার্থনা রইলো আপনাদের জন্য।

৭২১জন ৬১৬জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ