মনুষত্য

মোঃ মজিবর রহমান ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ০৮:২৭:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

জীবন গাড়ি চলমান ঐ যে মেঘের
চলন্ত পথ কি বন্ধ হয়ে যায় ধরায়
দায়িত্ব নিয়ে চলতে, দায়শোধ করতে,
পারা যায়কি বিরক্ত বা দেনাপাওনাতে।
মানুষ হয়ে ঐ চলে যাওয়া মানুষের জন্যে।

মানুষের প্রতি মনুষ্য

থাকে মানুষের সত্য।

জেগে উঠুক মানবতা

মানুষের অন্তরে হোক সকলের শুভ কামনা।

 

৭৩১জন ৬০৭জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ