
হৈ হৈ রৈ রৈ,
বাজলো বিয়ের ঢোল।
তাইরে নাইরে,তাইরে নাইরে,
দারুণ কোলাহল।
সিংহ মশাইয়ের বিয়ে হবে,
রাজা বলে কথা।
তাই নিয়ে হাজার আলোচনা,
নানান বারতা।
গোলাপ দিয়ে গাঁথা হলো,
সুদৃশ্য সুগন্ধী মালা।
অতিথি আপ্যায়নে জোগাড়,
পানীয়ের পেয়ালা।
শাকসবজি আনা হলো,
ভুরি ভোজনে।
খাবার টেবিল সাজানো হলো,
হাজারটা ব্যঞ্জনে।
নিরামিষ হলো কেন?
জানতে চাইলো ভালুক।
আর নয় শত্রুতা,তাই
মাংস বাদেই চলুক।
দেখছো না মানব সমাজে
কি হয়েছে হাল।
নানান বিভেদের ফলে
অবস্থা বেসামাল।
অন্যের ক্ষতি না করে
মিলে মিশে থাকি।
বিপদ আপদ আসতে পারে
ঐক্য ধরে রাখি।
লোভনীয় ভোজ দেখে
পাখীরাও এলো।
পশুরাজের বিয়েতে সবাই
ঐক্যবদ্ধ হলো।
ভালো ভালো খুব ভালো
আমরা নিরামিষ ভোজি।
অহিংস মন্ত্রে দীক্ষা নেব,
ঠিক করেছি আজই।
আনন্দ হলো হল্লা হলো
চলল দারুণ মজা।
অহিংস মন্ত্রে দীক্ষা নিয়ে,
নাচলো খানিক রাজা।
ব্যপক আয়োজন দেখে
কীটপতঙ্গরাও এলো।
পশুরাজের বিয়েতে
কেউ না বাদ গেলো।
ভোজ হবে ভোজ হবে,
সুখের মহাভোজ।
বড় দুঃখের কথা হলো,
কণের নেই খোঁজ।
কি হয়েছে? কি হয়েছে?
কণে কোথায় গেলো?
কণে রাগে চুল ছিড়ছে,
আচরণে এলোমেলো!
কণে সিংহ রাজী নয়,
এই বিয়েতে তাই।
অচিরেই দুঃখ এলো,
বন দুনিয়ায়।
ভেতরের খবর দেই তবে,
মাংস ছাড়া ভোজন!
প্রথাবিরোধী অভিযোগে
ভাঙলো আয়োজন।
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
ভালো লাগলো লেগা। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
ইসিয়াক
ঠিক তাই নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
বিয়ে নিয়ে মতভেদ
সুন্দর ছড়া হলো।
মজা পেলাম। শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন দাদা।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
ছাইরাছ হেলাল
আহা!
অহিংসার বাণী বিফলে গেল সুন্দর আয়োজনে।
ইসিয়াক
আসলে আমাদের সকলের মধ্যে মতৈক্য হওয়াটা খুব জরুরী।
ভালো থাকুন সতর্ক থাকুন।
শুভকামনা।
জিসান শা ইকরাম
প্রথাবিরোধী আয়োজন সত্যি কঠিন,
ভালো লাগলো।
ইসিয়াক
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ভালো থাকুন।
শুভকামনা্
সুপর্ণা ফাল্গুনী
পশুরাও হিংসা বিদ্বেষ ভুলে বিয়ের আয়োজন করলো নিরামিষাশী। চমৎকার ছন্দ ছড়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার
ইসিয়াক
আপনার জন্য ও রইলো শুভকামনা।
নিতাই বাবু
আপনার কবিতার মতন এবার এদেশে সব আয়োজনই গোল্লায় গেল, দাদা। দেশের এই ক্লান্তিলগ্নে আপনার কবিতাটি ভালোই লেগেছে, দাদা। শুভকামনা থাকলো।
ইসিয়াক
ভালো থাকুন।সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
তৌহিদ
আপনি কিন্তু ছড়া ভালোই লিখেন দাদা। পড়ে মুগ্ধ হলাম।
ভালো থাকবেন।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সুস্থ থাকুণ।সতর্ক থাকুন আপনজন নিয়ে।
এস.জেড বাবু
আনকমন বিষয়
ভিন্নতা
দারুন লিখলেন-
শুভকামনা
হালিম নজরুল
অন্যের ক্ষতি না করে
মিলে মিশে থাকি।
বিপদ আপদ আসতে পারে
ঐক্য ধরে রাখি।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন ভাইয়া।
পশুপাখি সমস্ত বিবাদ ভুলে এক হলেও
আমরা মানুষেরা পারি কেনো পারি না বিবাদ ভুলে এক হতে?