
দু’নয়ন জুড়ে ভোরের শিশির সিক্ত সূর্য
রজনীগন্ধার সুবাস ঝরানো ক্ষণ দীপ্ত;
সন্ধ্যার হাহাকার যেনো নিভ নিভু আলোর
শিখা চাওয়া- রাতটুকু স্বপ্ন বিরল চাঁদ;
অথচ আধারের কায়া গল্প কেউ জানে না-
জানতেও পারে না তারপরও আবার
কোন নতুন প্রজন্মের ভোর হয় -এভাবেই
চলতে থাকে শত কিছু নিয়মের ভোর;
গন্ধরা আবার নতুন ভাবে রূপধারন করে
বৃষ্টির ফোটা আগের নিয়মেই ফুল হয়ে ফুটে উঠে-
এটাই জানি এক একটা সোনালি ভোর।
১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২১
——————————-
৭টি মন্তব্য
ফয়জুল মহী
সন্ধ্যার হাহাকার যেনো নিভ নিভু আলোর
শিখা চাওয়া- রাতটুকু স্বপ্ন বিরল চাঁদ
পপি তালুকদার
শ্বাশত সত্য তা সময় নিজের নিয়মে চলছে…..
চক্রকারে ঘটে জীবনের সব লেনা- দেনা
প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই কেটে যায় জীবনের সবকিছু।
সাখাওয়াত হোসেন
জীবন চলে তার নিয়মে – এভাবেই আঁধার পেরিয়ে আসে সোনালী ভোর।
দারুণ লিখেছেন ভাইয়া।
আরজু মুক্তা
এভাবেই আলো আঁধার নিয়েই জীবন চলা।
আপনার কবিতায় মেসেজ ভালো থাকে।
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
আশার ভেলায় ভাসছি সবাই। প্রতিটি ভোর আসুক মায়াবী আলোকবার্তা নিয়ে।
শুভকামনা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভোর আসবেই। স্বপ্ন, আশা নিয়েই এ জীবন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
মনির হোসেন মমি
জীবনকে বাচিয়ে রাখে আশার আলো।কবিতা ভাল লাগল।