
রাজনৈতিক মানে ভেজা বিড়াল
হাতের মুড়ানো দুধে ভেজা বাঁশ কাটা খাড়াল
দুধ ছানার পিটে রসগল্প
বিদ্যুৎ চমকে উঠে না অল্প আর অল্প সৌহার্দ্য
মৌচাকে চিনির গ্লাস
মধু নেই শুধু লালসার ফিরতি গান আর গান
কলেমা পড়া ঠোঁটের বাকে অভিনয়
করার স্লান- দীর্ঘসারি গলাগাছের লাশ আর লাশ
অথচ রাজনৈতিক বুঝে মাটির বুকে ঘাস
দুল দুল হাসে যায় বাতাস-
স্মৃতির বাকে মেঠোপথ আকাশ শুধু আকাশ!
অতঃপর ধুসর ভেজা খাড়াল।
১৬ ভাদ্র ১৪২৮, ৩১ আগস্ট ২১
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জি কবি ফাল্গুনী দিদি
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
আরজু মুক্তা
একদম। নেতারা ভেজা বেড়াল। কালিমা পড়েও নীতি বর্জন করে চলে।
ভালো কবিতা
আলমগীর সরকার লিটন
জি কবি মুক্তা আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
রোকসানা খন্দকার রুকু
সাহসী লেখা । শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ উপলব্ধির উচ্চারণ কবি দা।
অশেষ শুভ কামনা রইল আপনার জন্য।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
হালিমা আক্তার
চমৎকার প্রেক্ষাপটে সাহসী রচনা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
কাব্যপাঠে চমৎকার মন্তব্য রার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
সাবিনা ইয়াসমিন
বর্তমানে রাজনীতিবিদদের চরিত্র এমনই। অতীতের কথা আলাদা, তখন সুযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি।
খাড়াল কি জিনিস বুঝলাম না। খাড়াল দিয়ে কি করা হয়?
আলমগীর সরকার লিটন
জি কবি সাবিনা আপু আসলে খাড়াল হলো বাঁশ কেটে তৈরি করা হয় সাধারণ কবরে ব্যবহার করে চারিধারে বেড়া দেওয়া হয় ইত্যাদি
কাব্যপাঠে চমৎকার মন্তব্য রার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব চমৎকার লিখেছেন ভাইয়ায়। শুভ কামনা রইলো।
উর্বশী
সময়পোযোগী সুন্দর একটি লেখা। লিখে যান আমরাও পড়ি।
ভাল থাকুন শুভ কামনা সব সময়।