ভুলে যাওয়া

তাপসকিরণ রায় ১৪ মার্চ ২০১৪, শুক্রবার, ১১:৩৫:৩৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

তুমি বলো,ভুলে যাও আমায় !

আমি চেষ্টা  করেছি বারংবার,

যদিও তুমি বুকের আদল ভেঙেছ,

কঠোর রৌদ্রে আমার অন্ধকার বিষণ্ণতা,

বিসর্জন ফেলে আসে নদীর কিনারা,

স্মৃতির জলদ চোখের কাঠামোয়

আবার মাটির পরত–আবার সজ্জার রংচং

আবার চক্ষুদানের মন্ত্র পাঠ চলে,

অবশেষে সেই তুমি–

ছুটে যাওয়া দূর ততখানি কাছে আসে স্মৃতির বেদন…

৭৫৯জন ৭৫৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ