>ভুলেছ তুমি , ভুলিনাই আমি
>সেদিনের সেই কষ্ট দায়ক সৃতি
>তাই আমায় ছেড়ে অন্যের সাথে
>কর তুমি আনন্দ আর প্রীতি !!
>তোমার মত আমি ও যদি
>ভুলে যেতাম সেদিনের সব কথা
>তাহলে আজ আমার মনেও থাকতো না
>তোমায় হারানোর কোন ব্যাথা ।
>শাহ আজিজ….. ৭…৯…২০১৩…….৯.২৫ পি এম
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভুলে যান দ্রুত
মনে রেখে লাভ নেই কোণ 🙂
তুমি আমি এক
ভুলতে বললেই কি ভুলা যায় ??
খসড়া
ভুলে যাবার কথা ছিল তোমারই তো
আমার তো নয়।
তুমি আমি এক
নিয়মটা মনে হয় এখন উলটে গেছে ??
নিশিথের নিশাচর
ভাই আমার মনের কথা বলেছেন।
অনেক ভালো লাগলো ++++++++++++++
তুমি আমি এক
হম , বুঝতে পারলাম
ব্লগার সজীব
সুন্দর (y) (y)
তুমি আমি এক
ধন্যবাদ (-3