ভুলেছ তুমি !!

শাহ আজিজ ৭ সেপ্টেম্বর ২০১৩, শনিবার, ০৯:৩২:২৮অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

>ভুলেছ তুমি , ভুলিনাই আমি
>সেদিনের সেই কষ্ট দায়ক সৃতি
>তাই আমায় ছেড়ে অন্যের সাথে
>কর তুমি আনন্দ আর প্রীতি !!

>তোমার মত আমি ও যদি
>ভুলে যেতাম সেদিনের সব কথা
>তাহলে আজ আমার মনেও থাকতো না
>তোমায় হারানোর কোন ব্যাথা ।

>শাহ আজিজ….. ৭…৯…২০১৩…….৯.২৫ পি এম

৪৫০জন ৪৫০জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ