জঘন্য এই পৃথিবীটাকেও বড্ড সুন্দর লাগে!
কারণটা এখনও ঠিক বোধগম্য নয়।
অবক্ষয়ের মিছিলে সমাগত হচ্ছে মানুষগুলো
একের পর এক, দিনের পর দিন!
মুখ বুজে সহ্য করে যাওয়া ছাড়া পথ
আমি আর খুঁজে পাই না।
দিকভ্রান্ত হয়ে শুধু ছুটেই চলেছি অমসৃণ
রাস্তার পথ অনুসরণ করে।
তাইতো শুধু হোঁচট খাই,
গড়িয়ে পড়ি, উঠি, আবারও হোঁচট খাই,
আবারও গড়িয়ে পড়ি।
ভালো মন্দের ভীড়ে ভালোটুকু খুঁজতে গিয়ে
হারিয়ে ফেলতে হয় অনেক সময়,
মন্দেরা সব করে উপহাস,
তাচ্ছিল্যের সুরে বলে ‘কী করবি আর ভাল হয়ে?
আমরা তো মন্দ হয়েও করছি রাজ,
ভীড়ে যা আমাদের মাঝে, তাতেই ভালো থাকবি!’
মুচকি হেসে আমিও তাকে ফিরিয়ে দেই
এক রাশ তাচ্ছিল্য!
দোটনায় থাকি, তারপরও বুঝতে দেই না,
মন্দের ডাকে সাড়া বুঝি দিয়েই দিলাম এবার!
যুদ্ধ চলতে থাকে মনের ভেতর,
নিজের সাথে নিজের যুদ্ধ,
আমার ভালোর সাথে আমার মন্দের যুদ্ধ।
অপেক্ষায় আছি দেখার,
আমার কোন রুপ এই জঘন্য পৃথিবীটা আপন করে নেয়,
ভালটা না মন্দটা!
৯টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সময়ের অপূর্ব কথামালা। মুগ্ধ — আমার কোন রুপ এই জঘন্য পৃথিবীটা আপন করে নেয়,
ভালটা না মন্দটা!,,,,, শুভ কামনা রইল।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ অমন সুন্দর মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন
ফয়জুল মহী
বেশ । ভালো থাকুন।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
অবক্ষয়ের মিছিলে সমাগত হচ্ছে মানুষগুলো
একের পর এক, দিনের পর দিন!
.
সকলি ধ্বংসের পথে…
যথার্থ লেখনী দাদা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ দাদা। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভালো মন্দের যুদ্ধ ছিল, থাকবে। বিষয়বস্তু ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। শুভ কামনা রইলো
হালিম নজরুল
দূর হোক সামাজিক অবক্ষয়।