
ভালো আছি বলি
কিন্তু ভালো নেই!
ভিতরে হতাশার জং লেগেছে
তাজা দীর্ঘশ্বাস
ভালোবাসা বিলীন হয়ে
এখন কুয়াশা!
চোখে উদ্বেগের কালি
সারা দেহে ধূলির ঝড়
হৃদয়ে গোলযোগ
কোলাহল আর মিছিল
বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল
ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে!
অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি!
ভিতরে উন্মাদনা,অস্থিরতা!
ভালো আছি বলি কিন্তু ভালো নেই!
১৬টি মন্তব্য
রেহানা বীথি
ভালো লাগলো ভীষণ
আরজু মুক্তা
শুভকামনা
জিসান শা ইকরাম
মুখে ভালো থাকার মুখোশ লাগিয়ে বলি, ভালো আছি।
যেভাবে আছি আমরা, তাতে ভালো থাকা যায় না।
কবিতাটি একটু বেশিই ভালো হয়েছে,
শুভ কামনা।
আরজু মুক্তা
শুকরিয়া জনাব!
শিরিন হক
ভালো আছি তবু ভালো নেই।
কিছুই বলার নেই।খুব ভালো লিখেছেন আপু।
আরজু মুক্তা
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
যেমনই আছি বলতে হবে ভালো আছি
এ যেন বলার জন্যেই বলা,
জীবনের অসংলগ্ন পথে
ভালো আছি বলার নিত্ত ছলে
ভালো নেই ভুলে থাকা…
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম।
ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ভালো নেই যদি এভাবে ধরা দেয়
থাক না একটু এভাবেই, ভাল না লাগা।
আরজু মুক্তা
আপনার তো আবার ভালো না লাগাটাই ভালো লাগে।
থাক তবে!
তৌহিদ
মুখে মুখে লোক দেখানোর জন্য হলেও বলি ভালো আছি। আসলেই ভালো আছি কি?
লেখাটি দারুন হয়েছে আপু। ছবিটিও কিন্তু সেই!
আরজু মুক্তা
আপনাকে ধন্যবাদ।
শুভকামনা!
ইঞ্জা
ভালো আছি তো, আছি কি ভালো?
নাহ ভালো নেই, এমনি এক লেখা দিয়ে সমৃদ্ধ করলেন লেখাটিকে, দারুণ হয়েছে আপু।
আরজু মুক্তা
শুভকামনা।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
ইঞ্জা
শুভেচ্ছা