ভালো নেই!

আরজু মুক্তা ২১ জুলাই ২০১৯, রবিবার, ০৯:৪৪:৪৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

ভালো আছি বলি
কিন্তু ভালো নেই!
ভিতরে হতাশার জং লেগেছে
তাজা দীর্ঘশ্বাস
ভালোবাসা বিলীন হয়ে
এখন কুয়াশা!
চোখে উদ্বেগের কালি
সারা দেহে ধূলির ঝড়
হৃদয়ে গোলযোগ
কোলাহল আর মিছিল
বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল
ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে!
অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি!
ভিতরে উন্মাদনা,অস্থিরতা!
ভালো আছি বলি কিন্তু ভালো নেই!

১৭৮০জন ১৬৩৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ