
ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে,
ভাঙ্গবে রসের মেলা,
তুমি সেই দিন ঠাট্টা করে বলবে-
তা ছিলো আমার ছেলেবেলা।
সেই দিন কেউ ডাকবে না আর খেলায়,
শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো ঐ খাদের কিনারায়।
হাতের আঙুলের কাটাই হিসাব কষে-
মিলবে না জীবনের অঙ্ক,
চোখের জলে পত্র লিখেও-
মিলবে না তোমার সঙ্গ।
তোমায় নিয়ে স্বপ্নবুনেছি কত?
হাজারো শব্দের উপন্যাস লিখেও-
বুঝানো যাবে না ক্ষত।
বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-
ভালো থেকো তুমি,সুখে থেকো,
পদ্মপাতার জল হয়ে….
২৫টি মন্তব্য
আরজু মুক্তা
আসলেই কি ভালোবাসা ক্ষণস্থায়ী?
না, চিরকাল বেঁচে থাকে হৃদয়ে?
ভালো লাগলো করুণ প্রেমের কাহিনী।
সৈকত দে
ভালোবাসা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ঠিক জানি না তবে বলতে পারি তা অনেক দামী।
যা সবার ভাগ্যে জুটে না..
সাবিনা ইয়াসমিন
সব কিছুই একদিন শেষ হয় শুধু ভালোবাসা ছাড়া। সময়ের সাথে ওটা বাড়তে থাকে, নয়তো পরিবর্তিত হয়।
কবিতা ভালো হয়েছে সৈকত।
নিয়মিত লিখুন,
শুভ কামনা 🌹🌹
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। আপনি আসলেই সুন্দর মনের একজন মানুষ। কথায় আছে যার মানসিকতা ভালো সৌন্দর্য তার কাছেই ধরা দেয়।
আপনার জন্যও শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লিখেছেন। ধন্যবাদ দাদা আপনাকে
সৈকত দে
ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“চোখের জলে পত্র লিখেও-
মিলবে না তোমার সঙ্গ।”
ব্যর্থ প্রেমের কল্প কথা
আর কতকাল বলবে !
মরিচিকার রঙ তামাশা
আর কতকাল দেখবে ?
বিজয়ী শুভেচ্ছা , শুভ কামনা
সৈকত দে
ব্যর্থতা যেখানে থমকে দাঁড়ায়, সফলতা সেখানে হাত বাড়ায়….
আমি চেষ্টা করি সফল কিছু করার কিন্তু বরাবরই ব্যর্থ
ইসিয়াক
ভালো লাগলো।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ
সঞ্জয় মালাকার
সব কিছুই একদিন শেষ হয় শুধু ভালোবাসা ছাড়া।
হাজারো শব্দের উপন্যাস লিখেও-
বুঝানো যাবে না ক্ষত।
চমৎকার লিখেছেন দাদা। ভালো লাগলো খুবর।
সৈকত দে
ধন্যবাদ দাদা। আন্তরিক ভালবাসা ও আশীর্বাদ কাম্য।
নুরহোসেন
কেউ অমর নয় সবাইকে চলে যেতে হবে-
নিজস্ব গন্তব্যে।
বাস্তবতা চমৎকার কাব্যে প্রকাশ করেছেন।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।
সুরাইয়া পারভিন
বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-
ভালো থেকো তুমি,সুখে থেকো,
পদ্মপাতার জল হয়ে….
ভালোবাসারা এভাবেই ভালো থাকুক।
চমৎকার উপস্থাপন
সৈকত দে
আমি ভোগবিলাস নয়,আমি সুখবিলাস চেয়েছিলাম। প্রকৃত ভালোবাসায় কোন মোহ থাকে না। চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দেওয়ার।
কামাল উদ্দিন
এটাই জীবন, কাছের মানুষকেও দূরে চলে যেতে হয়। আবার সময়ের প্রলেপ সেই দুঃখ ভুলিয়েও দেয়।
……………..কষ্টের ছন্দে ভালোলাগা জানিয়ে গেলাম
সৈকত দে
আমার কতগুলো বেশ ভালোই লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
একদিন সবাইকেই চলে যেতে হবে,
তখন এমন ভাবনায় নিমজ্জিত থাকব আমরা সবাই।
কবিতা ভালো লেগেছে।
সৈকত দে
যখন আমার ক্ষমতা থাকে না কোনো কিছু করার তখন শুধু শুভ ও সুন্দরের জন্য প্রার্থনা করা ছাড়া উপায় কি?
মোঃ মজিবর রহমান
সবই শেষ হবে সাংগ হবে সব চাওয়া
রবেনা কিছুই নেবার তুমি চলে যাওয়ায়।
তারপথে পানে চেয়ে রব ভালবাসার চেরে
সেইতো আমার প্রেম সেইত আমার জানরে
আপন মনে চাইব তারে বাচি যতক্ষন।
মোঃ মজিবর রহমান
সৈকত ভাই। কিছু বানান মনে হই ভুল আছে ঠিক করবেন দয়া করে।
সৈকত দে
ধন্যবাদ। ভুল ধরিয়ে দিলে খুশি হব।
মোঃ মজিবর রহমান
ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে, যেমন হাটের হওয়ার কথা মনে হই।