
হয়ত যখন তোমার ভিতর অভিমানী লাভার পূর্বাভাস
তখনেই তুমি বিদ্যুৎ চমকানোর মতো
এক নাগাড়ে উচ্চারণ করতে থাকো- জানিনা, জানিনা!
যদি তোমার আমি বরফের মতো গলে যেতে যেতে
কী হয়েছে?এই কী হয়েছে- বলো আমায় একবার
তখনও শিলাবৃষ্টির মতো ঝরাতে থাকো- জানিনা, জানিনা!
আবার যখন সেই আমি; একবারেই তোমার আমি
ক্ষোভায়িত অভিমানী লাভার বিস্ফোরণ ঘটাই মুহূর্তে
জানিনা তোমাকে ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে-
“জানিনা প্লাস জানিনা হোল স্কয়ার ইকুয়েলটু
জানিনা টু স্কয়ার প্লাস জানিনা জানিনা প্লাস জানিনা টু স্কয়ার”
নেত্রকোনা, ময়মনসিংহ।
[উৎসর্গ:-প্রিয় একজন গুণী মানুষকে, ২৯ ই নভেম্বর ২০১৯]
২৩টি মন্তব্য
মোহাম্মদ দিদার
জানিনা প্লাস জানিনা হোল স্কয়ার ইকুয়েলটু
জানিনা টু স্কয়ার প্লাস জানিনা জানিনা প্লাস জানিনা টু স্কয়ার”
কিয়াবাত হে…
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 💕
বন্যা লিপি
আমি বিজগণিত ভয় পাই।তবে লিখেছো বিজগাণিতিক কায়দায় অসাধারন।
নাজমুল হুদা
আমিও অংকে কাঁচা । তবে গণিতের কিছু গাণিতিক অনেক ভাবার্থক যা ভালোবাসার সূত্র বলা যায়।
ধন্যবাদ বড় আপু
নুর হোসেন
গণিত যোগের মতই সহজ,
নামে
সরল হলেও উহা জিলাপীর মতই কঠিন প্যাঁচের।
“রকমারী গণিত” অনেক সিদ্ধান্ত নিয়েও বিএসসি হওয়ার স্বপ্ন বদলাতে হয়েছিলো।
নাজমুল হুদা
কঠিন প্যাঁচের ভিতরেই প্রকৃত ভালোবাসা লুকানো। যা বেরিয়ে আসতে সময় লাগে।
গাণিতিক সূত্রের ভিতরেই ভালোবাসা লুকানো থাকে।
ধন্যবাদ প্রিয় সুন্দর মন্তব্যের জন্য ।
সঞ্জয় মালাকার
“জানিনা প্লাস জানিনা হোল স্কয়ার ইকুয়েলটু
জানিনা টু স্কয়ার প্লাস জানিনা জানিনা প্লাস জানিনা টু স্কয়ার”
দারুণ রচনাশৈলী কবিতা দাদা ।
নাজমুল হুদা
এটাই ভালোবাসার সূত্র দাদা।
গাণিতিক সূত্রের বাহিরে আমরা কেউ না।
ধন্যবাদ দাদা 💕
প্রদীপ চক্রবর্তী
আমি অংকে কাঁচা কিন্তু জ্যামিতিে পাঁকা।
স্যার বলতেন প্রদীপ ব্যালেন্স ঠিক থাকলে সাজিয়ে লেখা যাই। আমিও তাই করতাম।
.
দাদা এতো প্যাঁচাল প্যাঁচাল গাণিতিক কবিতা কেমন করে লিখো?
সত্যিই কিছুই জানিনা জানিনা।
..
বেশ লিখলে দাদা।
নাজমুল হুদা
দাদা, আমি ক্যামনে লিখি এটা মাঝে মাঝে আমি নিজেও জানি না।
তবে ভালোবাসা সময় সময় সকল সাবজেক্টের সাথেই মিশে আছে। তুমি কল্পনার তৃতীয় চোখ দিয়ে অনুভব করলেই তুমিও বুঝবা দাদা ভালোবাসা কত বিস্তৃত।
ভালোবাসা নিও দাদা সুন্দর মন্তব্যের জন্য।💕
এস.জেড বাবু
মনে হলো গাণিতিক প্রেমে পড়েছে।
নাজমুল হুদা
প্রেম তো গাণিতিক সূত্রের ভিতরেই।
ধন্যবাদ ভাইয়া 💕
এস.জেড বাবু
এজন্যই মনে হয় আমি ফেইল মারছি।
গণিত মাথায় থাকে না যে।
হাহাহা
নাজমুল হুদা
আমিও বাস্তবিক গণিতে কাঁচা ।
নিতাই বাবু
“তোমাকে ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে-”
কবিতা আর শিরোনামে মিলেমিশে একাকার। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদাভাই।
মাহবুবুল আলম
আহারে মন বুঝলোনা বালিকা। পড়ে ভাল লাগলো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
মন না বঝুক তবুও বালিকা কবিতা বুঝক।
সুরাইয়া পারভিন
আহা প্রেম,,, প্লাস, মাইনাস, স্কয়ার, ফোরস্কয়ার,ইকুয়েলটু । ওরে গানিতিক প্রেম তোমায় বোঝা এতো সহজ নয়।
দারুণ লিখেছেন ভাই
নাজমুল হুদা
সত্যিই আপু বুঝতে পারা খুব কঠিন।
জানিনা জানিনা বললে কী বুঝা যায়?
রুমন আশরাফ
“আবার যখন সেই আমি; একবারেই তোমার আমি
ক্ষোভায়িত অভিমানী লাভার বিস্ফোরণ ঘটাই মুহূর্তে
জানিনা তোমাকে ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে-”
অসাধারণ কবিতা। খুব ভাল লাগলো।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 💕
ভালোবাসা নিবেন সবসময়
মনির হোসেন মমি
ভালবাসারে কই থেইকা কই লইয়া যান।আহারে কেন যে কবি হইলাম না। চমৎকার। অভিমানীর রাগ ভাঙ্গানো।