কলেজের প্রথম দিন। সবার পরিচিতি পর্ব। এক একজন টিচার আসে। নাম ধরে ডাকে। আমরা একজন একজন “ইয়েস স্যার” বলে দাঁড়াই। বারবারই চোখ আটকে যায় এক সুদর্শনের দিকে। দেখতে ঠিক যেন সিনেমা’র হিরো ! মেয়েরা এক দিকে, ছেলেরা আরেকদিকে বসে। আমরা মুখোমুখি সবাইকে দেখতে পাই। বরাবরই হিরো বসে পিছনের বেঞ্চিতে। অনেকের ঘাড়, মাথা’র ফাঁক ফোঁকর গলিয়ে দৃষ্টি গিয়ে বিঁধে হিরো’র দিকে। কারনে অকারনে। কোন এক অদৃশ্য কারনে বারংবারই আমরা চোখাচোখি হই। ভেতরে ভেতরে প্রলয় বইতে থাকে। সেই প্রলয়ে ঘুরপাক খেতে খেতে অতলে হারাই। ভালোলাগা’র দুর্দান্ত এক অনুভূতি…
নায়কের নাম “কমল”। মাস খানেক বাদে কোচিং থেকে ফেরার পথে নায়কের পক্ষ হয়ে তাঁর ঘনিষ্ঠ দু’জন বন্ধু জানায়, কমল তোমাকে ভালোবাসে। আমি খুশীতে আত্মহারা। হৃদয় নেচে উঠে। চোখে মুখে উজ্জ্বল দ্যুতি খেলে যায়। নির্ঘুম রাত কাটে। ছাদের পড়ার রুমটিতে ক’দিন বিকেলে রোমান্টিক সব গান বাজতে থাকে। গুন্গুন্ করে গাইতে থাকি। পৃথিবীটাকে অসাধারন রকমের সুন্দর মনে হতে থাকে।
এক সপ্তাহ পর কমল আবারও তাঁর দু’জন বন্ধুকে পাঠায় মতামত জান্তে। এবার একটু ভাবনায় পরে যাই। সাতপাঁচ চিন্তা ঘুরপাক খেতে থাকে। চিন্তাগুলোর মাঝে ঘুরপাক খেতে খেতে আবারও তলিয়ে যেতে থাকি অদ্ভুত এক বিষণ্ণতার অতলে। কেবলই মনে হতে থাকে… “ইস্ কমল’টা কেন যে অন্য ধর্মের হলো !” নেচে উঠা হৃদয় চূর্ণবিচূর্ণ হলো। সেই আহত হৃদয় নিয়ে দুখী দুখী মুখ করে ক’দিন বিকেলে ছাদে বিক্ষিপ্ত ভাবে হেঁটে বেড়াই। পড়ার রুম থেকে বিরহের গান ভেসে আসে। বেঁচে থাকাটাকে অনাবশ্যক, অহেতুক মনে হয়…
বছর না ঘুরতেই ব্যবসাপাতি গুটিয়ে কমল’রা সপরিবারে ইন্ডিয়া চলে যায়। শুনেছি সে কোলকাতায় অভিনয় করে…
এটি ছিল নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বয়ে যাওয়া জীবনের নিতান্তই এক ভালোলাগা’র গল্প।
## জীবনে ভালোলাগা আসে একাধিকবার। তবে, ভালোবাসা একবারই। সত্যিকারের ভালোবাসা কখনো ধনী-গরীব, হিন্দু-মুসলমান বাছ বিচার করে না।
শুভ হোক ভালোবাসা দিবস।
শুভকামনা সকলকে…
২৫টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
আপনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসাকি আপু একবারি আসে?? শুভকামনা জানিবেন নিরন্তর।
রিমি রুম্মান
সত্যিকারের ভালোবাসা অর্থাৎ ভাঙচুর আর ওলটপালট করা ভালোবাসা একবারই আসে জীবনে। তবে আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি একেবারেই বারো কি তেরো 🙂
জিসান শা ইকরাম
কমল সিনেমায় অভিনয় করে এখন
হৃদয়ের হিরো এখন আসল হিরো বনে গেলো……।।
ভালোবাসা কিছু মানে না………
শুভেচ্ছা ……।।
রিমি রুম্মান
হিরো’ টা যে কি নামে সিনেমায় অভিনয় করে, তা-ও জানা হলো না। যাক্ গে… 🙂
শুন্য শুন্যালয়
আপনার সত্যিকারের সেই ভালোবাসার গল্প শুনতে চাই আপু।
ভালোবাসা একবারই আসে? চিন্তায় পরে গেলাম। ;?
রিমি রুম্মান
আমার বুঝি শরম লাগে না !! ক্যামনে বলি এসব কথা :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই টুকু আরো একটু বড় করুন না প্লিজ -{@ ধর্মের বিচারে ভালবাসা হয় না যদি তাই হয় সেখানে প্রকৃত ভালবাসা ছিল না -{@
রিমি রুম্মান
এই গল্প এর চেয়ে আর বড় হয়নি। সত্যিকারের ভাঙচুর টাইপের ভালোবাসা অবশ্যই ধর্ম মানে না। যেহেতু এটি সুনামি’র পর্যায়ে যায়নি, সেহেতু এটি ছিল নিছক ভালোলাগা। এমন ভালোলাগা জীবনে আসে একাধিকবার। 🙂
স্বপ্ন
সত্যিকারের ভালোবাসা একবারই আসে আপু।হ্যাপি ভ্যালেনটাইন ডে।
রিমি রুম্মান
তাই নাকি ! এসেছে বুঝি ? শুভকামনা -{@
নুসরাত মৌরিন
বাহ্ একদম গল্পের মতো।
কিন্তু কমল কেন চলে গেল?গল্পটা অন্যরকম হলে কী ভীষণ ভাল হতো!!
দারুন লেগেছে আপু।
রিমি রুম্মান
ভালোই হয়েছে চলে গিয়ে। যদি জড়িয়ে পরতাম ভালবাসাবাসি’তে তাহলে আমার কি হতো ! 🙂
মারজানা ফেরদৌস রুবা
ভালো লেগেছে জীবন থেকে নেয়া ভালোলাগার গল্প।
হ্যাপি ভ্যালেন্টাইন।
রিমি রুম্মান
এমন ভালোলাগার গল্প সবার জীবনেই আছে কম বেশি। সাহস করে লিখে ফেলুন আপনারটা। 🙂
মারজানা ফেরদৌস রুবা
আসছি, খুব শিগগিরই। অপেক্ষায় থাকুন।
ব্লগার সজীব
একমত আপনার সাথে।আসল ভালোবাসা একবারই আসে জীবনে।যদিও আমি এখনো তার দেখা পেলাম না 🙁
রিমি রুম্মান
ভালোই হল। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। জানেন তো… প্রেমে পরেছেন তো মরেছেন। :p
শিশির কনা
প্রায় সবার ক্ষেত্রেই এমন ভালোবাসা জীবনে আসে একবারই।তবে কিছু কিছু মানুষের ভালোবাসা আসে বহুবার। -{@
রিমি রুম্মান
যাহা বহুবার আসে, তাহা ভালোলাগা বৈ অন্য কিছু নয়। ভালোবাসা … সে একবারই আসে জীবনে ।
ছাইরাছ হেলাল
আমিতো আমার কলেজের ম্যাডামের প্রেমে পড়েছিলাম।
এবং তা তাঁকে বলেও ছিলাম………………………………
রিমি রুম্মান
ম্যাডামের প্রেমে পরা… সেটা ছিল শ্রদ্ধা আর সম্মানের সাথে প্রেমে পরা । এই প্রেম তো সেই প্রেম হতে পারে না। যদি হয়, তবে তা হুমায়ুন-শাওন টাইপের অসম প্রেম হবে হয়তো !! 🙂
লীলাবতী
প্রকৃত ভালোবাসা আসলেই একবার আসে,যা কোনদিন ভুলে যাওয়া যায় না।
রিমি রুম্মান
জীবনে প্রেম আসে একাধিকবার। তবে সত্যিকারের ভালোবাসা একবারই। আর সেই ভালবাসা কখনো ধনী গরিব, হিন্দু মুসলমান বাছ বিচার করে না।
আরিফ আরাফাত রুশো
ভালবাসা যদি চালিয়ে যেতেন আর তার ভালবাসা যদি সত্যি হোত তবে সে ধর্মান্তরিত অতে রাজী হতেও পারত। আলোচনা করা উচিত ছিল/
রিমি রুম্মান
এটি ছিল ক্ষণিকের ভালোলাগা। নইলে হিন্দু মুসলমান বিষয়টি মাথায় আসতো বলে মনে হয় না। হয়ে যেতো ভাঙচুর টাইপের এক প্রেমের গল্প। 😀