
পিতা সে তো আদর্শের পাহাড়
সৌরভময় মৃত্তিকার রঙ
যে রঙে রঞ্জিত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল
স্মৃতিসৌধ শহীদ মিনার
অপরাজিত মুক্তিযোদ্ধার প্রতিটি রক্তকণায়
সবুজ সুন্দর শ্যামল ছায়ায়
ঢেউ খেলে যায় আমার পিতার ভাস্কর মুখ।
যে ভালোবাসায় সুগন্ধি ছড়ায়
গফরগাঁওয়ের হাসমত আলী
শেরপুরের রতন মাঝি
শত বাঁধা অজুহাতে তাকে আটকানো যায় না
আমি জোর গলায় বলতে পারি
পিতাকে ভালোবাসতে কোন পক্ষপাত লাগে না।
তুমি যদি মাটি ভালোবাস বৃক্ষ ভালোবাসো
কুমড়ো ফুলের মাচায় হাসা
হলুদ ভালোবাসো সবুজ ভালোবাসো
তবে তোমার পিতাকে ভালোবাসতেই হবে
তুমি যদি নদী নারী সমুদ্র ভালোবাসো
ঘর বাড়ি আকাশ ভালোবাসো
তবে তোমার পিতাকে ভালোবাসতেই হবে
তুমি যদি বাংলা বাঙালি
তুমি যদি শোনে থাক একাত্তরের কথা
তুমি যদি শোনে থাক জ্বালাময়ী সে ভাষণ
পিতাকে তোমার ভালোবাসতেই হবে।
ভালোবাসা উপচে পড়া সমুদ্রের মতো
সে কোন আইন অথবা শাসন মানে না
তাই আমি জোর গলায় বলতে পারি
পিতাকে ভালোবাসতে কোন পক্ষপাত লাগে না।
দালান জাহান
২৮/৮/১৯
সখিপুর।
৪টি মন্তব্য
মনির হোসেন মমি
আমি জোর গলায় বলতে পারি
পিতাকে ভালোবাসতে কোন আয়োজন লাগে না পক্ষপাত লাগে না।
পিতা সে তো আদর্শের পাহাড়
সৌরভময় মৃত্তিকার রঙ
দারুণ কবিতাটি। সত্যিই পিতা পিতাই তার তুলনা তিনি নিজেই। বঙ্গবন্ধু বাঙালী জাতির পিতার প্রতি রইল বিনম্ভ্র শ্রদ্ধা।
মনির হোসেন মমি
ভাইজান কি ব্যাস্ত বেশী?
নিতাই বাবু
ভালোবাসা উপচে পড়া সমুদ্রের মতো
সে কোন আইন অথবা শাসন মানে না
তাই আমি জোর গলায় বলতে পারি
পিতাকে ভালোবাসতে কোন পক্ষপাত লাগে না।
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।
আরজু মুক্তা
পিতার কোন কিছু দিয়ে তুলনা হয়না।
তাকে ভালোবাসতেও কোন উপমা লাগেনা!