ভালবাসা মানে(পর্ব-০১)

শামীনুল হক হীরা ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১০:৩৫:২৩পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

ভালবাসা নামক একটা শব্দ আছে
এখন আর বিশ্বাস করিনা আমি,
ভাঙ্গাচোরার মাঝেই যার অস্তিত্ব
কিছুটা আবেগ আর পাগলামী।
কখনো আনন্দে ভাসায় কখনো দুঃখে কাঁদায়
সুখীকে নাচায় নিঃস্বকে আরো নিঃস্ব বানায়।
ভালবাসা মানেইতো বুক ভাঙ্গা আর্তনাদ
স্নিগ্ধ গোলাপ পাপড়ির দু’ফোটা জল,
আর দু’চোখের মাঝে যে সমুদ্র দেখা যায়
তা ভাঙ্গা বুকে সারাক্ষণই করে টলমল।

৫৬৬জন ৪৮৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ