
সৌরভের মৃদু পরশ তোমার শুভ দৃষ্টি,
মোর গাঁয়েতে ঝরাওনা গো ভালবাসার বৃষ্টি।
রংধনুর রঙ্গিন সুতায় বেঁধে রাখবো তোমায়,
হৃদয়ের একটি কোনে ঠাঁই দিও গো আমায়।
ভালবাসার স্নিগ্ধ পরশ তোমায় দেব আমি,
আশায় রইলাম প্রিয়া,কবে আসবে তুমি-?
যেদিন তুমি ধরবে এসে আমার দুটি হাত,
জেগে থেকেই কাটিয়ে দেব তখন সারা রাত।
স্বপ্ন কত আশা কত সবি ভাববো আমি,
এই বুকে আর কেউ নেই আছ শুধু তুমি।
ভালবাসার পরশ দেবে আমার সারা বুকে,
সেই পরশেই বাকী জীবন কেটে যাবে সুখে।
দুঃখ আঁধার মুছে দেবে ভালবাসা দিয়ে,
কাটিয়ে দেব বাকীটা দিন সেই স্বপ্ন নিয়ে।
তুমি হবে জীবন সাথী মন আকাশের তারা,
আমি হলে নদীর কূল তুমি হবে ধারা।
কষ্ট দিলে ঝরবে শুধু দু’চোখেরই পানি,
ধ্বংস হবে জীবন আমার ওগো হৃদয় রাণী।
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কষ্ট দিলে ঝরবে শুধু দু’চোখেরই পানি,
ধ্বংস হবে জীবন আমার ওগো হৃদয় রাণী। বা বেশ ভালো ।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।
পপি তালুকদার
অন্যের জন্য জীবন ধ্বংস করে কি লাভ?
ভালোবাসুন…. ভালোবাসা পান বা না পান!
শামীনুল হক হীরা
এ নীতিবাক্য এখন অচল।।ধন্যবাদ প্রিয়।।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, আপনার গত দুইটি পোস্ট সোনেলার নীতিমালা লংঘন করেছে। পোস্ট প্রকাশের বিষয়ে সোনেলার নীতিমালায় বলা আছে ” ৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।”
একটি পোস্ট প্রকাশের ২৪ ঘন্টা অতিক্রান্ত হবার পরে আপনি পরবর্তি পোস্ট দিতে পারবেন। আশাকরি সোনেলার নীতিমালা অনুযায়ী পোস্ট প্রকাশ করবেন। নীতিমালা সমুহ পড়ে নিন।
শুভ ব্লগিং।
শামীনুল হক হীরা
বুঝতে পেরেছি,,একদিন জানতাম,,তবে ভেবেছি পরিবর্তীত তারিখ হলেই হবে,২৪ঘন্টা তা জানতাম না।স্বরণ থাকবে।ধন্যবাদ সতত সম্মানিত।
সুপর্ণা ফাল্গুনী
দারুন ছন্দে ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন। জয়তু ভালোবাসা। জীবনকে ভালোবাসুন, সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
শামীনুল হক হীরা
অসংখ্য ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
ভালোবাসায় ধ্বংস শব্দটি বেমানান। ভালোবাসতে পারার মধ্যে অপার আনন্দ আছে তা ভালোবাসা যেখানেই থাকুক নিজের জীবনে বা অন্যের।
ভালোবাসার জয় হোক সেই শুভকামনা।
শামীনুল হক হীরা
বেমানান হবে কেন?
ভালবাসায় ধ্বংস নিশ্চিত।।
ধন্যবাদ অনন্ত।
রোকসানা খন্দকার রুকু
পাওয়া না পাওয়া কোন বিষয় না। ভালোবাসা সবসময়ই চিরন্তন। ছন্দময় কবিতা সুন্দর হয়েছে।
শুধু লিখে গেলেই হবে না, অন্যদের পেষ্টেও আসতে হবে। ভালো থাকবেন।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।।
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ প্রিয়।।
শামীনুল হক হীরা
সবাইকেই ধন্যবাদ।।
শামীনুল হক হীরা
সবাইকেই ধন্যবাদ।