
তুমি মানিয়ে নিয়েছো, হয়ত আমিও মানিয়ে নিবো
দুজন দু মেরুর দূরত্বে
সময়ের ফ্রেমে বন্ধি থাকবে কিছু কল্প গল্প
ফেলে আসা কেন্দ্র বিন্দুতে ।
তবুও যেন সান্তনা, আকাশ এক, বাতাস এক
নিঃশ্বাস রাখি একই ভুপৃষ্টে
ছুটে চলা পথ, গন্তব্যহীন বিপরীত দুজন
অনাগত স্বপ্নে আপনাকে সৃষ্টে ।
তোমার চাওয়া, আর আমার না পাওয়ার খতিয়ান
গড়মিলে নথিভুক্ত এই শহরে
হয়তো ইতিবাচক, নয়তো নেতিবাচক প্রভাবে
বসতি গড়েছি একাকীত্বের প্রহরে ।
যত না পথের দূরত্ব, তার চেয়ে বেশি মনের
মুঠো ফোনের এই জগতে
সব কিছুই কি মিছে ছিলো, তোমাতে আমাতে
ভালবাসার আবরণে পরতে পরতে ??
রচনা কাল ঃ ১২/০১/২০২২
ঢাকা
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির সৃষ্টি কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ সহ অনেক শুভ কামনা
মোঃ মজিবর রহমান
ভালোবাসার আবরণে জড়িয়ে থাক ভালোবাসার মানুষ। শুভব্লগিং।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
মনের দূরত্ব বেড়ে গেলে
কাছে থাকলেও তাকে অনেক দূরে মনে হয়।
সুন্দর অনুভুতিতে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
ভালবাসার আবরনে মানুষ বুঝতে পারে ভালবাসার মর্ম। সুন্দর কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
হালিমা আক্তার
চাওয়া পাওয়ার ব্যবধান দুর হয়ে যায়। দুটি মন যদি থাকে কাছে। হিসেবের গড় মিলে কিছু কথা থেকে যায় দুজনার অগোচরে।
কামরুল ইসলাম
সুন্দর বলেছেন
ধন্যবাদ ও
শুভ কামনা