
==============================
সময় চলছে বেশ কিন্তু গ্লাসের মাথা
বার বার ভেঙ্গে যাওয়ার অর্থ খুঁজি!
আয়না ভেঙ্গে যাওয়ার অর্থ পেয়েছি
মনের কালিমাখা দাগ মুছে যাওয়া!
অথচ গ্লাস কি অদ্ভূত জোড়াও লাগে না-
পানি পান করাও যায় না।
একবার তোমার গ্লাস ভাঙ্গার চেষ্টা করেছি
কিছুতেই ভাঙ্গতে পারিনি অথচ আয়না ভেঙ্গে গেলো
বাস্তবতার কালিদাগ এখনো রইয়ে গেলো!
আমাকে অর্থ বুঝে দিবে? জানি পারবে না
কারণ তোমার গ্লাস অপরিস্কার দুর্গন্ধময়;
তবুও আয়নাতে চেহেরা দেখতে হয়;
অন্য আয়না চকচক করে ঠিকই-
তারপরও সময় বুঝে চেষ্টা করি অর্থ খোঁজার
বাস্তবতার ভবিষ্যৎ এমনি অর্থ বুঝা যায় না-
অর্থটা ওখানেই সীমাবন্ধতা মাটির বুকে
ঘুমন্ত দূরত্ব থাকা অতঃপর কষ্ট ভীষণ
ভাঙ্গা গ্লাসের অর্থ খুঁজি।
০৯ ভাদ্র ১৪২৬, ২৪ আগস্ট ২০
——————————-
২২টি মন্তব্য
শামীম চৌধুরী
অনেক কিছুরই অর্থ খুঁজে পাওয়া যায় না কবি। তবে ভাঙ্গা গ্লাসের কোন অর্থ নেই। যেমন কোন অর্থ নেই মানুষ কে মানুষের সঙ্গে বৈরীতা গড়ে তুলে। ভাল লাগলো কবিতাটি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় শামীম দা
অনুপ্রেরণা করার জন্য
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
রেহানা বীথি
কিছু কিছু অর্থ খোঁজা সত্যিই কঠিন কাজ। ভালো লাগলো আপনার কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি বীথি আপু
সত্যই কঠিন কে সাধ্য করার ত জীবন
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা , একরাশ ভালো লাগার ভালোবাসা ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
সুপর্ণা ফাল্গুনী
অনেক কিছুর গভীরতা, অর্থ জানা নেই বা জানা হয়না । গ্লাস এর উপমা টা দারুন লেগেছে ভাইয়া। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সত্যই কঠিন কে সাধ্য করার ত জীবন অর্থ খুঁজতে হয়
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
খাদিজাতুল কুবরা
গ্লাস ভাঙলে পানি পান করা যায় না তেমনিি মন ভাঙলে ও আর মনে প্রাণেে বাঁচা যায় না।
ভালো লাগলো দাদা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা দিদি
সত্যই কঠিন কে সাধ্য করার ত জীবন অর্থ খুঁজতে হয়
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
শামীনুল হক হীরা
দারুণ প্রিয়কবি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হীরা দা অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
আরজু মুক্তা
অনেক সময় গ্লাস ভাঙ্গার মতো প্রকৃত সত্য জানা যায় না।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু জানা যায় শুধু অনুভব করতে হয়
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
রেজওয়ানা কবির
আসলেই অনেককিছুর অর্থ আমরা জানতে পারি না।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির আপু
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
তৌহিদ
কলুষ মন কোন কিছুতেই পরিষ্কার হয়না ভাই। এক্ষেত্রে সকল চেষ্টা বৃথা।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
প্রদীপ চক্রবর্তী
এ অর্থ খুঁজা কঠিন।
অর্ন্তবেক্ষণের প্রয়োজন।
.
বেশ ভালো কাব্যকথন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি প্রদীপ দা
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
সৌবর্ণ বাঁধন
একবার তোমার গ্লাস ভাঙ্গার চেষ্টা করেছি
কিছুতেই ভাঙ্গতে পারিনি অথচ আয়না ভেঙ্গে গেলো- সুন্দর লাগল কথাগুলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি বাঁধন দা
সুন্দর মন্তব্যে সত্যই অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন