
আর কতো ভাঙ্গবো!
আর কতো ভেঙ্গে চুরে,
নতুন করে গড়বো নিজেকে?
কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।
আমার এই ভাঙ্গনের শব্দ,
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
তোলে না আলোড়ন।
রক্ত মাংসে গড়া ইস্পাতের মানবী আমি!
তাই আমার এ ভাঙ্গনের স্বাক্ষী শুধুই আমি।
আমার এ ভাঙ্গনের বিভৎস শব্দের তীব্রতা-
শুধু আমারই মস্তিষ্কে করে বিচরণ।
আমার এ ভেঙ্গে চুরে ধূলিসাৎ হওয়া-
ভয়ানক ধ্বংস স্তুপ শুধু আমারই হয় দৃষ্টি গোচর।
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
★★কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।
আমার এই ভাঙ্গনের শব্দ,
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
তোলে না আলোড়ন ★★
কাঁচের মমি! বাহ চমৎকার উদাহরণ 🙂
ভালো লাগলো কবিতাটি,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু। ভালো থাকবেন সবসময় 💗💗
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে আপু। নিজের ভাঙ্গন নিজেরই দৃষ্টি গোচর হয়। অন্য কারো তা অগোচরেই রয়ে যায়। ভালো থাকুন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময় দিদি।
নাজিয়া তাসনিম
চারপাশের সবাই এখন যান্ত্রিক, ভয়ানক ব্যস্ত। তাই অন্যের ভাংচুরের শব্দ ইচ্ছে করেই আর কেউ কানে তোলে না।
চমৎকার লিখেছেন। 🌹🌹
সুরাইয়া পারভীন
একদম খাঁটি কথা বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময় আপু
হালিম নজরুল
রক্ত মাংসে গড়া ইস্পাতের মানবী আমি!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
নিঃশব্দ ভাঙন হয়ত এভাবেই হয়।
সুরাইয়া পারভীন
আর কয়েক ঘণ্টা বাদে আপনাদের সবাইকে দেখবো । আমি খুব এক্সাইটেড
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।
আমার এই ভাঙ্গনের শব্দ,
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
তোলে না আলোড়ন।
চমৎকার অনুভুতি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময় 💗
ফয়জুল মহী
নিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
“কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।”
এতো সুন্দর ছবির মাঝে যেভাবে আপনার প্রকাশ ঘটেছে
সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
থাক কারো তো হয়েছে দৃষ্টিগোচর তাতেই ধন্য আমি। আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
কাচ হলে ভেঙ্গেচুরে আবার গঠন করা যায়। তবে মনটা, ঠিক থাকবে তো?
সুরাইয়া পারভীন
ভাঙ্গা মন কী করে থাকবে ঠিক?
তবুও এই ভাঙ্গাচুরা মন নিয়েই ঠিক থাকতে হয় বৈকি।
আন্
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
কামাল উদ্দিন
পুরোনোকে ভেঙ্গে নতুন গড়তে পারলে মন্দ কি আপু? চলুক না এমন ভাঙ্গাগড়া।
সুরাইয়া পারভীন
যা বলেছেন
চলুক তবে এই ভাঙ্গা গড়া খেলা অবিরাম অবিরত।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় আপু।
জিসান শা ইকরাম
সব ভাঙ্গনের শব্দ বাহির থেকে শোনা যায় না,
লেখা ভাল লেগেছে খুব।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান (তিন খণ্ড)
গোলাম মুরশিদ।
রকমারিতে পাবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সৈকত দে
অকল্পনীয় অনূভুতি। দারুণ লিখেছেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
নিরব সাগর
এতো ভঙ্গুর কেন আপনি ।
সুরাইয়া পারভীন
হয়তো এমনটাই চেয়ে এসেছি সৃষ্টিকর্তার কাছে!
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়