বড় বাবুর খাদ্য

হালিম নজরুল ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ১২:০৩:২৭পূর্বাহ্ন ছড়া ২০ মন্তব্য

 

অফিসের বড় বাবু ধরে শুধু কান্না,
একটাই চাওয়া তার,মান-সম্মান না।

মুখ ফুটে কারো কাছে সেটা তিনি চান না,
যত পান তত চান, বলে না সে “আর না”।

খাদ্যও এর মতো নিয়মিত খান না,
ভ্রুক্ষেপ নেই বউ কি করেছে রান্না।

ফাইলটা খোলা রেখে কোত্থাও যান না,
আটকে তা লুফে নেন টাকা-হীরা-পান্না।

বিনোদনও একটাই, কৌতুক – গান না,
উনি শুধু ঘুষ চান, না পেলেই কান্না।

৬৪৪জন ৫৪১জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ