অফিসের বড় বাবু ধরে শুধু কান্না,
একটাই চাওয়া তার,মান-সম্মান না।
মুখ ফুটে কারো কাছে সেটা তিনি চান না,
যত পান তত চান, বলে না সে “আর না”।
খাদ্যও এর মতো নিয়মিত খান না,
ভ্রুক্ষেপ নেই বউ কি করেছে রান্না।
ফাইলটা খোলা রেখে কোত্থাও যান না,
আটকে তা লুফে নেন টাকা-হীরা-পান্না।
বিনোদনও একটাই, কৌতুক – গান না,
উনি শুধু ঘুষ চান, না পেলেই কান্না।
২০টি মন্তব্য
ফয়জুল মহী
অপূর্ব প্রকাশ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা ঘুষ না পেলেই কান্না। বড় বাবুদের খাদ্য তালিকায় শুধু ঘুষ আর ঘুষ। দারুন লিখেছেন। ঘুষখোর রা এমনি হয় তাদের ধ্যান, জ্ঞান, নেশা ঐ এক জায়গায় আটকে থাকে। শুভ কামনা রইলো
হালিম নজরুল
একটু চেষ্টা করলাম বড় বাবুদের গুণকীর্তণ
এস.জেড বাবু
যেদিন
হাসপাতালের বিছানায়
শরীরটা নড়বে না
সেদিনই খুলে যাবে
পাপের হাড়ির ঢাকনা
একেলা কাঁদবেন তিনি
বে হিসেবি কান্না
কর্ম ফল সাথে যাবে
আর কেউ যাবে না
দারুন ভাইজান
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
বাহ্,
বড় বাবুরা এমন করেই খান
বাড়তি যেটুকু যেমন পান-টান!
হালিম নজরুল
জ্বী ভাই। ভালবাসা রইল।
নিতাই বাবু
এক কথায়, আমিও!
হালিম নজরুল
শুভকামনা রইল দাদা।
তৌহিদ
অফিসে বড়বাবু উপরে আর কোন কথা নাই। তিনি যাই করবেন তাতেই জ্বী হুজুর!
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
প্রদীপ চক্রবর্তী
দারুণ এক ছড়া উপহার দিলেন দাদা।
হালিম নজরুল
শুভেচ্ছা রইল দাদা।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা ভাইয়া।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
হা হা! বড় বাবু
হালিম নজরুল
ধন্যবাদ আপা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অন্ত্যমিল রেখে বড়বাবুর খাদ্যের দারুণ প্রকাশ করেছেন। মুগ্ধ হয়েছি। শুভ কামনা অফুরান।
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।