
কি জানি,
তোমারে দেখলে আমার নিজেরে গরিব মনে হয় ……………
আমি এতো দুঃখে নাই গো মিনা মাঝি………..
আমার কুয়াশা আছে,ঘাসের উপর বিন্দু কণা জল আছে।
শীত/বসন্ত আছে
সুখের একখান কোকিলও আছে…………
ঝাপির ভীতর একখান সোনার নোলক আছে,
সাথে আছে লাল পার ডোরের আসমানী রঙের গরদ………….
আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে।
আমার শরীর জুইরা কালা অইন্ধার আছঁড়াইয়া পরে……………
আর আছে কি জানো?
সতীন কাঁটা!
সতীন কপাল আমার……………
তোমারে আমার গরিব মনে হয় মাঝি,
বড় নিচু জাতের তুমি……….
৩০টি মন্তব্য
গালিবা ইয়াসমিন
আপু ধারালো কবিতা লিখলেন , ভালো লাগলো ।
সাখিয়ারা আক্তার তন্নী
ভালোবাসা নিবেন,
ইঞ্জা
কবিতাটি সুনির্মিত, পুরাই আবেগ ঢেলে দিলেন আপু।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
ইঞ্জা
শুভকামনা আপু
তৌহিদ
আমার যা কিছু আছে তাই মেনে নিয়েই যদি কেউ আমাকে ভালোবাসে সেটাই প্রকৃত ভালোবাসা। এর বাহিরে বাকি সব কিছু কিছুই স্বার্থপরতা।
লেখা ভালো লেগেছে আপু।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ভালোবাসলে ঋণ হয়।
আপনার জন্য শুভ কামনা রইলো।
আকবর হোসেন রবিন
আপনার অনুভূতি খুব সুন্দর।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য,
সঞ্জয় মালাকার
তোমারে আমার গরিব মনে হয় মাঝি,
বড় নিচু জাতের তুমি…
কবিতা পড়ে ভালো লাগলো খুব।
সাখিয়ারা আক্তার তন্নী
ভালোবাসা নিবেন,
জিসান শা ইকরাম
লেখার মাঝে প্রকাশ পেলো যে
কবিতার মাঝে যার কথা লেখা তার সম্পদ অনেক দামী,
আগের লেখা গুলো থেকে এ লেখাটি একটু ভিন্ন ধরনের,
ভালো লেগেছে একান্ত অনুভুতি।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
নিজের যা কিছু আছে তা অনেকের মূল্যবানের চেয়েও মূল্যবান।
চমৎকার প্রকাশ
ভালো লেগেছে
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
সব থেকে দামি জিনিস সতীন কাঁটা আছে।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
‘আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে’
আমার কাছে এ লাইনটি সব থেকে চমৎকার লেগেছে।
এই কাজল কালি কিন্তু আমি সত্যি দেখেছি।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
এটা অনেক পুরনো একটা পদ্ধতি।
শুভ কামনা আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
কি অপূর্ব লিখলে গো আপু। যে আমারে কালো ভাবেই সেই নিচু! মনের মাধুরিতে মিশে গেছে গো। জাতপাত যাই থাকুক বেচে থাক ভালোবাসা।
মোঃ মজিবর রহমান
আরও লেখা চাই যদিও আমি সময়ের অভাবে কম আসা হই। তবুও খুজে নেব কবিটাখানি।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
আরজু মুক্তা
প্রতিটি লাইন অন্যরকম অনুভূতিতে ভরা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
এভাবে অনুভব করার জন্য।
শিরিন হক
বাহ আবেগের কার্পণ্য করেননি। খুব সুন্দর লিখেছেন
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
এভাবে উৎসাহিত করার জন্য।
শাহরিন
আপু লেখাতো ভালো হয়েছেই তবে লেখার নামটি খুবই সুন্দর হয়েছে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,আপু
ভালোবাসা নিবেন।
রুমন আশরাফ
দারুণ
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
অনন্য অর্ণব
বাহ। যুগে যুগে কান্ডারিরা নীচু জাতেরই হয় বুবু। তবুও তো দিনশেষে ওরা আলোর রেখা হয়েই নীড়ে ফিরে। ধন্যবাদ বুবু।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
হয়তো বা ফিরবে।
ধন্যবাদ