
আকাশে মেঘ জমলে অন্ধকার ঝুপ করে এসে বসে।
বেড়ে যায় তীব্র শীতের হিমেল হাওয়া।
বেলা অনেকটা।
পশ্চিমা সূর্য ধীরে ধীরে দক্ষিণায়নে হেলে পড়ছে।
নতুন বইয়ে শিল্পীর তুলির আঁচ।
কিন্তু এখনো আমাদের কবিতা লেখা হয়নি।
তৈরি করা হয়নি পাণ্ডুলিপি।
জানালার ফাঁক দিয়ে ফুরফুরে করে বাতাস ঢুকছে।
মৃদুমন্দ ঠাণ্ডা হাওয়ায় শরীর জুড়ে শীতার্ততা জানান দেয় হেমন্তের বুকে শীত এসেছে।
সবুজাভ ঘাসের পাতায় জমেছে শিশির।
জমির আলপথ দিয়ে হরিণের পদচিহ্ন আর হেমন্তের মাঠ জুড়ে ইরিধানের সমারোহ। রাখালিয়া বাঁশির রাগিণীর সুরে জেগে ওঠে মহামায়া।
নদীর স্রোতহীনে শাপলা ফুল ফুটে উঠেছে
কাব্য পাঠে সকাল নামবে বলে।
আমরা কবিতা লিখব বলে ব্যাকরণে দাঁড়ি , কমা খুঁজি। শব্দরা তখন মুখ লুকিয়ে থাকে।
আমরা আর পারিনা কবির মতো কবিতা লিখতে।
পারিনা শব্দ দিয়ে ছন্দ সাজাতে।
সে পাড়ায় কবিতা লিখতে শব্দের বাহার বাড়ে না ,
বাড়ে সিদ্ধ ধানের সুগন্ধি। বরং আমরা সে সিদ্ধ ধানের সুগন্ধি দিয়ে কবিতার পাণ্ডুলিপি সাজাই।
সে শরতে চিঠি লিখতে গিয়ে অনেকটা শব্দ হারিয়েছি।
কিন্তু কবির মতো শব্দ সাজিয়ে কবিতা লিখতে পারিনা। শূন্য বুক জুড়ে জমে আছে অবাধ সংশয়।
সংশয় নিয়ে শব্দ সাজিয়ে কবিতা লেখা যায়না।
তাই চিরাচরিত ব্যাকরণের নিয়ম ভেঙে আমরা প্রকৃতিতে ছুটে যাই।
যেখানের মাঠ জুড়ে আছে হেমন্তের অদৃশ্য লাবণ্যের অমিত আচ্ছাদিত ছায়া ,
আর জীবনানন্দের সবুজাভ রাজত্ব।
২১টি মন্তব্য
মনির হোসেন মমি
সে পাড়ায় কবিতা লিখতে শব্দের বাহার বাড়ে না ,
বাড়ে সিদ্ধ ধানের সুগন্ধি। বরং আমরা সে সিদ্ধ ধানের সুগন্ধি দিয়ে কবিতার পাণ্ডুলিপি সাজাই।
চমৎকার অনুভুতি।
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা, দাদা।
ভালো থাকুন অনেক।
কামাল উদ্দিন
আমরা কবিতা লিখব বলে ব্যাকরণে দাঁড়ি , কমা খুঁজি। শব্দরা তখন মুখ লুকিয়ে থাকে……..ঠিক আমার বেলায় যেমনটি ঘটে।
প্রদীপ চক্রবর্তী
একদম।
অনেক ধন্যবাদ,দাদা।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল শুভেচ্ছা, সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
শব্দেরা হারিয়ে যায়, শব্দের বাহার বাড়ে না এমনটাই তো হয়। প্রকৃতি আর শব্দচয়নের উপস্থাপন এ বিমোহিত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
যথার্থ বলেছেন।
সাধুবাদ,দিদি।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা, দাদা।
তৌহিদ
ব্যাকারণের নিয়ম সব জায়গায় খাটেনা। কবিরা ব্যাকরণ থেকে মুক্ত।
চমৎকার লিখেছেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
তাই ব্যাকরণ নিয়ম ভেঙে আজকাল লিখে থাকি।
সাধুবাদ রইলো,দাদা।
রোকসানা খন্দকার রুকু
আমরা কবিতা লিখব বলে ব্যাকরণে দাঁড়ি , কমা খুঁজি। শব্দরা তখন মুখ লুকিয়ে থাকে।- আসলেই এমন অবস্থা হয়ে যায়।
অসাধারণ কবিতা পড়লাম। শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,দিদি।
একরাশ শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
নদীর স্রোতহীনে শাপলা ফুল ফুটে উঠেছে
কাব্য পাঠে সকাল নামবে বলে।
———-খুব ভাল লেগেছে।
প্রদীপ চক্রবর্তী
একদম।
অনেক ভালো থাকুন, দাদা।
সাবিনা ইয়াসমিন
সংশয় নিয়ে কাব্য-কবিতা হয় না। সিদ্ধ ধানের সুগন্ধি মাখা মনে গল্প ঘুরে বেড়ায়। গল্প গুলোয় কবিতার ছন্দ আসেনা।
অসাধারণ সুন্দর কবিতা লিখেছো!
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি।
একরাশ শুভেচ্ছা রইলো,দিদি।
আরজু মুক্তা
তাহলে, শীতে অনেক কাব্য কথা হবে।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,দিদি।
শুভেচ্ছা রইলো অনেক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন কবি
তার জন্য অশেষ ধন্যবাদ জানায়
শুভকামনা রইল সতত
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা রইলো, আপনার প্রতি।
ভালো থাকুন।