ব্যবধান

খাদিজাতুল কুবরা ১০ আগস্ট ২০২০, সোমবার, ০৪:৫৫:৫১অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

চাঁদের কিরণে জোছনা স্মান, দুঃস্বপ্ন যেমন।
নিয়ন আলোর মেকি মনন, আহারে শহুরে জীবন!
আকাশে মেঘের সাথে চাদের লুকোচুরি আর মাদুপাতা উঠোন,
এখানে জেগে ঘুমনোর মতন।

এখানে প্রতিপ্রাতে হাজির হয় সূর্যদেবের সাথে কর্মলিপির সমন,
দিনশেষে কেউ বা এলইডি লাইটে তুষ্ট
কেউ বা আবার ঝাড়বাতির আলোকসজ্জায় অসন্তুষ্ট, স্ট্যাটাস নিয়ে উদ্বিগ্ন!
কেউ বা স্যাটেলাইট চ্যানেলে মেঘাসিরিয়ালে মগ্ন।

কেউ বা মদের পেয়ালায় খোঁজে খোশামুদি চিত্ত।
কেউ বা দিনাতিপাতের ঋণে জর্জরিত।
এরা শহুরে মধ্যবিত্ত,  সুখের কাছে যারা আজন্ম ঋণী,
চাহিদাহীন জীবন তাদের বেঁচে থাকাই দিনশেষের সম্মানী।

অপরদিকে গ্রামের সাদেক কাকা দিনমজুরি যা পায়,
তাই নিয়ে গীন্নীর মৌখিক ফর্দ আনতে  বাজারে যায়,
ধনি দরিদ্র, মাস্টার কুমার, একসাথে বসে চা খায়।
রাত আটটার খবর দেখে মেতে উঠে প্রাসঙ্গিক আলোচনায়।
অতঃপর যে যার বাড়ি ফিরে শান্তির ঘুমে বিভোর রয়।

শহুরে জীবন ভীষণ জ্যামিতিক,
মেশেনা কেউ কারুর সাথে অবস্থান না হলে সমানুপাতিক।

এখানে ইট পাথরের মতোই মানুষের মন,
এখানে সমাজ সংস্কার মাপে অর্থ সামর্থ্যের পাল্লায়,
আহারে শহুরে জীবন!

০৯/০৮/২০২০ইং

১৮২৭জন ১৭০০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ