
চাঁদের কিরণে জোছনা স্মান, দুঃস্বপ্ন যেমন।
নিয়ন আলোর মেকি মনন, আহারে শহুরে জীবন!
আকাশে মেঘের সাথে চাদের লুকোচুরি আর মাদুপাতা উঠোন,
এখানে জেগে ঘুমনোর মতন।
এখানে প্রতিপ্রাতে হাজির হয় সূর্যদেবের সাথে কর্মলিপির সমন,
দিনশেষে কেউ বা এলইডি লাইটে তুষ্ট
কেউ বা আবার ঝাড়বাতির আলোকসজ্জায় অসন্তুষ্ট, স্ট্যাটাস নিয়ে উদ্বিগ্ন!
কেউ বা স্যাটেলাইট চ্যানেলে মেঘাসিরিয়ালে মগ্ন।
কেউ বা মদের পেয়ালায় খোঁজে খোশামুদি চিত্ত।
কেউ বা দিনাতিপাতের ঋণে জর্জরিত।
এরা শহুরে মধ্যবিত্ত, সুখের কাছে যারা আজন্ম ঋণী,
চাহিদাহীন জীবন তাদের বেঁচে থাকাই দিনশেষের সম্মানী।
অপরদিকে গ্রামের সাদেক কাকা দিনমজুরি যা পায়,
তাই নিয়ে গীন্নীর মৌখিক ফর্দ আনতে বাজারে যায়,
ধনি দরিদ্র, মাস্টার কুমার, একসাথে বসে চা খায়।
রাত আটটার খবর দেখে মেতে উঠে প্রাসঙ্গিক আলোচনায়।
অতঃপর যে যার বাড়ি ফিরে শান্তির ঘুমে বিভোর রয়।
শহুরে জীবন ভীষণ জ্যামিতিক,
মেশেনা কেউ কারুর সাথে অবস্থান না হলে সমানুপাতিক।
এখানে ইট পাথরের মতোই মানুষের মন,
এখানে সমাজ সংস্কার মাপে অর্থ সামর্থ্যের পাল্লায়,
আহারে শহুরে জীবন!
০৯/০৮/২০২০ইং
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জ্যোৎস্না স্নানে গ্রাম আর শহর,
যে যার মত ভাবনায় ব্যস্ত- সমস্ত
যে যার মত সুখ খোঁজে দিনের শেষে মস্ত।
খাদিজাতুল কুবরা
আসলে তাই শহর গ্রাম সবখানেই এখন মানুষ ক্রমশঃ অন্তর্মুখী হয়ে পড়ছে।
পড়ে মন্তব্য করে উৎসাহিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু।
“শহুরে জীবন ভীষণ জ্যামিতিক,
মেশেনা কেউ কারুর সাথে অবস্থান না হলে সমানুপাতিক।”
তারপরও কেন জানিনা আমরা শহুরে হই পছন্দ করি শহুরে জীবন।।।।
ভালো লাগলো আপু॥।।।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সৌবর্ণ বাঁধন
এখানে ইট পাথরের মতোই মানুষের মন- চমৎকার উক্তি!
খাদিজাতুল কুবরা
অনুপ্রেরণা পেলাম প্রিয় কবি।
অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আপু চমৎকার লিখেছেন শহুরে আর গ্রাম্য সামাজিকতা নিয়ে। শহরের মানুষ তাদের স্ট্যাটাস মেইনটেইন করে হিসেব করে আর গ্রামের মানুষ আত্নার সূত্রে । তবে ইদানিং গ্রামের পরিবেশেও এসব আত্ন অহমিকা খুঁজে পাওয়া যাচ্ছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
হ্যাঁ দিদি একদম। গ্রামীণ সংস্কৃতিতেও শহরের আঁচ লেগেছে।
আমার স্মৃতিময় গ্রামের বর্ণনা করার চেষ্টা করলাম মাত্র।
অনেক ভালোবাসা রইলো দিদি।
ফয়জুল মহী
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ মহী ভাইয়া।
তৌহিদ
আসলে সবাই নিজস্ব জীবন ধারনেই ব্যস্ত। কি শহর কি গ্রাম! পেট বাঁচানোর চেষ্টা সবারই।
চমৎকার লিখেছেন আপু।
খাদিজাতুল কুবরা
আসলেই তাই।
শহরের বন্দী জীবন আজও ফেলে আসা গ্রামীণ স্মৃতিকাতরতায় কাঁদে।
গ্রাম এখন অনেক বদলে গেছে।
অনুপ্রেরণা পেলাম ভাইয়া।
অনেক ধন্যবাদ ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
শহুরে মধ্যবিত্ত জীবন, আজন্ম সুখের ঋণের কাছেই বাধা পড়ে থাকে। এখানে দিনরাতের পার্থক্য নেই, নেই কর্মবিরতি। চাঁদ/ সুর্যের আলো তাদের কাছে জারি করে একেকটা সমন। এখানে সম্পর্ক গড়ে সমানুপাতিক হারে। এটাই শহুরে জীবন!
খুউউব সুন্দর কবিতা। নিয়মিত লিখুন আপু।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আপনার মন্তব্য মানেই অনুপ্রেরণা।
অনেক বছর শহরে আছি। শৈশবের গ্রামীণ স্মৃতিতে দুর্বলতাটা রয়েই গেছে।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু।
রেজওয়ানা কবির
সত্যি শহুরে জীবন ভীষন জ্যামিতিক।খুব ভালো লাগল।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ আপু।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
জীবনযাত্রা বৈচিত্রময় তার রূপমালা কবি আপু
খাদিজাতুল কুবরা
অশেষ কৃতজ্ঞতা জানবেন দাদা।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
আরজু মুক্তা
শহরের মতো আমরাও কঠিন, মনও কঠিন শিলা।
কেউ কারও নেয়না খোঁজ। যান্ত্রিক জীবন। ঘড়ির কাটার মতো চলে অবিরাম
সুরাইয়া পারভীন
বিচিত্র মানুষের বিচিত্র সব ইচ্ছে আকাঙ্ক্ষা
শহরের মানুষে শহুরে জীবনে
আরে গ্রামের মানুষ গ্রামীণ জীবনের।
কোথাও সুখের লহোর
কোথাও দুঃখের বসত
সব মিলিয়ে ই বিচিত্র জীবন যাপন
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন। আমি গ্রামে বড় হয়েছি। তাই হাজার ও স্মৃতি আজও তাড়া করে ফেরে।
ভালোবাসা অবিরত আপু।