কখন আসছো?
এই তো আসছি
সারাটা জীবনতো দেখলে শুধু
কাজ আর কাজ,
আমার ভাবনা গুলো যে একাকিত্বে দিন কাটায়
সময় কি হবে না কখনো পরিবারকে সঙ্গ দেবার।
সবিই হবে এইতো আসছি…।
সময় চললো তার আপণ গতিতে
কর্তা গেছেন অফিসে
গাল ফুলিয়ে কর্তী অপেক্ষা
কখন আসবে সে কথায় করবেন তাকে ভর্তা।
হ্যালো,
কে?
ওমা!এখন তুমি,..আমাকেই চিনছো না!
ওহ্ তুমি?
না তোমার অন্য কোনো গার্ল ফ্রেন্ড।
তাহলে তো ভালই হতো,
কি বললে,
না মানে..আজ কি বার?
রবিবার,তো?
বলছিলাম কি আজ একটু কাজ ছিলো যে,
কি বললে,সেই কখন থেকে সেজেগুজে বসে আছি…মার্কেটে যাবো,আর তুমি কি না!
….ও মোর খোদা এ কোন সংসারে আছি আমি।
আচ্ছা আচ্ছা আর কাদঁতে হবে না আমি আসছি…তবে!
তবে কি?
মার্কেট একটু কম কইরা করবা।
কেনো?
আজ হাতের অবস্থা শুণ্য…সেই জন্যেইতো বলছিলাম আজ না গেলে কি নয়।
হাতের অবস্থা মানে কি?
মানে,দেশের অবস্থা ভালো না তাই টু পাই পাই না।
টু পাই মানে ঘুষ?
তবে কি,আমার শশুড় মশাই কি আমার ব্যাংকে কাড়ি কাড়ি টাকা রেখে দিয়েছেন?
এখানে আবার আব্বুকে টানলে কেনো?আমার আব্বু অনেক সৎ..কোন ঘুষটুস নেন না।
তোমার আব্বু নয়,তোমার মা হলেন লক্ষী…তোমার মতো এমন ঘন ঘন মার্কেটিংয়ের আবদার নেই।
তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো?
বলছি,তোমার রাগটা একটু কমাও…।
আমি রাগি নাই আমি ঠিকই আছি।
তুমি কি বসে আছো নাকি দাড়িয়ে আছো?
আমি বসে আছি না দাড়িয়ে তাতে কি আসে যায়?
আছে…তোমার যখন রাগ হবে তখন বসে পড়বে,রাগ কিটুটা হলেও কমবে।
ঠিক আছে বসলাম…।
এবার আজকের পত্রিকাটি হাতে নাও।
নিলাম,
দেখো প্রথম পৃষ্টাই আছে একটি শিরোনাম “বউয়ের রূপ চর্যার চাহিদা মেটাতে স্বামী ঘুষ নেয়ার অপরাধে গ্রেফতার”।কি বুঝলে?
তুমি তখন বললেই পারতে তোমার হাতের অবস্থা ভালো নেই।
তখন কি শুনতে?…তুমি তো শয়তানের মোহে ছিলে।আমি যে বেতন পাই আর তোমার যে চাহিদা তাতে তো আমাকে ঘুষ নামক ঘৃণ্য কাজটি করতে হবে।তুমি কি চাও তোমার স্বামী কোন অন্যায় বা পাপ করুক।মনে রেখো আমি তুমি যে পাপ বা অন্যায় করবো তার প্রতিক্রিয়া বা প্রভাব আমাদের সন্তানের উপর পড়বে।আমাদের পাপে সন্তানরা কেনো কষ্ট পাবে?।
হয়েছে আর বলো না,এবার ফোনটি রাখো…ফোন করেছো তো টি এন ডিতে…তোমার মোবাইলে এত ক্ষণ কথা বললে বুঝতে কত টাকা গেলো…।সরকারীতো তাই!
কর্তীর দেখছি জ্ঞান বেড়েছে…।
বলতে হবে না,বউটি কার।
ৢৢৢৢসমাপ্তৢৢৢৢৢৢৢৢ
২১টি মন্তব্য
ব্লগার সজীব
এমন বিবেক বোধ সম্পন্ন গৃহবধুর তীব্র সংকট দেশে :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সংসার সূখের হয় রমণীর গুণে….এখানে আমি এই ম্যাসেজটিই দিতে চেষ্টা করেছি ।অনেক দিন পর মন্তব্য করলেন আপনি ভাল আছেন তো?শুভ কামনা। -{@
মিষ্টি জিন
এহ ,,,,না আঁছে ? সজু ভাইয়া।
অরুনি মায়া অনু
হা হা হা এই হল অবস্থা। যাক তবুও সমাধানে আসতে পেরেছে তারা। আমাদের আর তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে হলনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি বিচার আপনি করতে জানলে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না।ধন্যবাদ আপু -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই আমার বর তরুণকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন আমি কিন্তু কোনো চাহিদা করিনা।
এদিক থেকে খুবই ভালো। আমার কথা না, তরুণের কথা। খারাপ একটাই মাথা গরম হয় তাড়াতাড়ি, ঠান্ডাও হয় তাড়াতাড়ি।
কিন্তু ওইটুকু সময়ের মধ্যে বারোটা বেজে যায়। 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি বলেতো খালাস আমি পাবো কই দুলাভাইকে…সাত সমুদ্র তেরো নদী পারি আমার পক্ষে সম্ভব নয় দুলা ভাই যখন পাড়ি দিয়ে আসবে জানান দিয়েন।
যাক আসল কথায় আসি
আমার এ লেখা আমার এক সৎ পুলিশ অফিসার বন্ধুকে নিয়ে, বেচারা বউয়ের চাহিদার কাছে ক্রমশতঃ হার মানছে।তবে লেখার শেষাংশে নারীদের সম্মানার্থে বোধগম্যে এনেছি বাস্তবে কিন্তু বন্ধুর বউয়ের চাহিদা এখনো অটুট।ধন্যবাদ আপু।দুলা ভাইকে আমার সালাম জানাবেন। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই হুম বেশ কিছু মানুষ আছে এই পৃথিবীতে চাইতেই থাকে।
আর আমি কখনোই চাওয়ায় অভ্যস্ত নই। তাই সেসব মানুষদের এড়িয়েই চলি।
এলে অবশ্যই দেখা হবে, তখন তরুণকে জিজ্ঞাসা করে নিয়েন। 😀
ছাইরাছ হেলাল
কঠিন বাস্তবতা! গুলিটা কানের পাশ দিয়ে চলে গেছে!
অবশ্য এটিও জীবন, আমারা চাই বা না চাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিকই বলেছেন
লেখক কবিরা অনেক কিছুই পারেন গুলিটা লেগেই ছিল শুধু একটু লাইন বদলে দেয়া মাত্র।ধন্যবাদ ভাইয়া -{@
মোঃ মজিবর রহমান
দারুন ! মন্রি ভাই জবনের এক অমঘ সত্যি তুলে এনেছেন। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ মজিবর ভাই -{@
ইঞ্জা
বল্গার সজীব ভাইয়ের সাথে সহমত, ঘরের বউরা যদি স্বামীদের নিষেধ করতো তাহলে ঘুষ বাণিজ্য বন্ধ কিছুটা হলেও বন্ধ হয়ে যেতো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত আপনাদের সাথে ধন্যবাদ -{@
ইঞ্জা
(3
মিষ্টি জিন
আমি গুড বউ। তিনি সরকারের চাকর। ঐ সবের ধারে কাছেও নাই। প্রথমেই সেলারীটা হাতে ধরিয়ে বলেছেন এই সব।এদিয়ে তুমি খাও,গয়না কেন, শপিং কর আমি কিছু বলবো না। আমাকে শুধু তিনবেলা খাবার দিও। ব্যাবসায়ীর মেয়ে আমি । একটু হাত খোলা স্বভাব।টাকার অংকটা দেখে ভেবেছিলাম এ দিয়ে কি হবে?কিন্তু তা দিয়েই তো চালিয়ে দিলাম ২৪ বছর।
কোনকিছুই জন্যই কোন আফসোস নাই। কেউ যখন প্রশ্ন করে কি পেয়েছো সৎ থেকে। বলি ..টেনশন ছাডা জিবন পেয়েছি, রাতে ভাল ঘুম পেয়েছি।
ঘরের ডিমান্ড কম থাকলে স্বামীদের ঘুস নেয়ার দরকার পডে না।
ভাল লিখেছেন।
পডে মজা পেয়েছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কেউ যখন প্রশ্ন করে কি পেয়েছো সৎ থেকে। বলি ..টেনশন ছাডা জিবন পেয়েছি, রাতে ভাল ঘুম পেয়েছি।
ধারুণ বলেছেন….আমাদের এই সোনেলা পরিবারের ঘরণীরা এই কবিতার বিপরীত আমি এটাই বিশ্বাস করি।একটা -{@ আপনার জন্য আরেকটা -{@ দুলা ভাইয়ের জন্য।শুভ কামনা আপনার পরিবারকে -{@
ক্রিস্টাল শামীম
ভাই লেখাটা মজার হলেও শিক্ষার ছিল। আপনার লেখা সবসময় মনকে সতেজ করেতুলে ,,, লেখায় মুক্তহাসি রেখে গেলাম
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া -{@
চাটিগাঁ থেকে বাহার
হাসির ছলে হলেও সমাজের অনেকাংশের বাস্তব চিত্র। ভাল লেগেছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া -{@