আজ আমাকে কবিতায় পেয়ে বসেছে!
কালো আকাশে ঊর্মিমালারা শিব নৃত্যে উন্মাতাল।
বিজলীর কড় কড় শব্দে তার আগমনী বার্তা;
তারা বৃশ্চিক জাতিকা নাকি?
শব্দেরা পিয়ানো রিডের তালে তালে একবার উঠে আরেকবার নামে।
কোথায় আবার? আমার মস্তিষ্কে!
ডায়েরির পাতায় কলমের ঘর্ষণ, খস খস খস….
তারপর দাঁড়ি।
আচ্ছা কমা নেই কেন? কিংবা সেমিকোলন?
আমার ভাবনারা ব্যাহত হয়,
ট্রাফিক জ্যামে আটক পরলো অক্ষরগুলো?
জ্বলে উঠেছে সবুজ বাতি!
সারিবদ্ধ শব্দরা এগিয়ে চলে ধীরলয়ে।
চার অক্ষর আর চার শব্দে একটি বাক্য,
সজ্জিত হয় চারলাইনের কবিতাংশে;
পিয়ানো থেকে বদলে যায় হারমোনিয়ামে ।
সা রে গা মা তুলছে!
দু’লাইন করে গুনে গুনে পাক্কা চৌদ্দ লাইন!
আজ যে সনেট আমার নিউরনের অনুরণনে।
গা ঝাড়া দিয়ে উঠলাম, শিহরণে জাগ্রত লোপকূপ!
এবার আর পায় কে?
চশমার কাঁচে মুখের গরম ভাপ;
পরিস্কারের তাগিদে হাতে নিয়েছি টি শার্টের কোণাখানি।
মাথায় অক্ষরগুলি লয়ের তালে কুতকুত খেলছে।
হাপী, আজ এ কবিতা তোমায় উৎসর্গিত,
হাতে ধরিয়ে দেবো টগর কিংবা জুঁই।
বিনিময়ে পেয়ালাপূর্ণ আবে কাওসার পানে;
আমায় দেবে কি কবির অমরত্ব?
হাসিখুশি বদনে তাকালাম ডায়েরির পাতায়।
হে ইশ্বর! পুরো পাতাই যে ফাঁকা,
কালো কালিতে শব্দগুলি যেন সাদাটে ধুসর!
শব্দেরা আমায় আজ এপ্রিলফুল বানানোয় ব্যস্ত!!
(১লা এপ্রিলের অ-কবিতা)
২৯টি মন্তব্য
প্রহেলিকা
ডাইরী= ডায়েরি
আটকা পরলো= আটকক পড়লো
অনুরনে= অনুরণনে
পাণে= পানে
লোপকুপ=লোমকূপ
===============
“মাথায় অক্ষরগুলি লয়ের তালে কুতকুত খেলছে”
কুতকুত খেলামু ভালা কইরাই এইবার। রাখেন রাখেন! অপেক্ষা করেন।
তৌহিদ
আপনি আমার প্রকৃত বন্ধু, দেখুন কতগুলো শব্দ শিখলাম।
তবে আমি পোষ্ট এডিট করবোনা, কেন জানেন? এগুলো হবে আমার শব্দ বানান শেখার স্বাক্ষী।
অনেকদিন পরে আমি এসব দেখবো আর সেদিনের লেখার সাথে মিলাবো।
কৃতজ্ঞতা জানবেন ভাই।💜
আর হ্যা, কুতকুত খেলায় হারি বা জিতি, অংশগ্রহন করবোই করবো। সেটা গদ্য পদ্য যাই হোক। তবে গদ্যেই বেশি।
ইঞ্জা
ধরা খায়ছে 😂
তৌহিদ
ইঞ্জা দাদা, ডরে লেখক পালায় না☺☺
তৌহিদ
ভাইয়া বানানগুলি সংশোধন করে দিলাম। কৃতজ্ঞতা জানবেন।
রিতু জাহান
কি হচ্ছে এসব ব্লগে!!
এ দেখি পাল্টাপাল্টি কবিতার যুদ্ধ ঘোষণা!
এবং বেশ জমেও উঠেছে। চলুক চলুক
তৌহিদ
এটা কিছুনা আপু, আর এটা যুদ্ধ কেন হবে!!☺
কবিতা নিয়ে যুদ্ধ করার মত জ্ঞান আমার নেই, তাই আপাতত বিরতি।☺☺
রিতু জাহান
এবার আসি কবিতায়
দাঁড়ি কমা সেমিকোলন খুঁজে খুঁজে শব্দের কোথায় বসাব তার ভাবনায় খস খস শব্দ তুলি রাতভর
ধুর! আমাকে দিয়ে আর যাই হোক কবিতা অ-কবিতা কোনোটাই হবে না।
আইতাছি সামাজিক পোষ্ট নিয়া। কবিতার সাথে আড়ি আপাততঃ
তৌহিদ
এজন্যেইতো এসব অ কবিতা। দাঁড়ি কমা কোথায় বসবে তার ধারনাও নেই আমার।
আমার মতে দু’লাইন লিখলেই কবিতা হয়না। তাল ছন্দের মিল হলেও হতে পারে।
আসুন আপু লেখা নিয়ে। আছিতো আমরা।
মনির হোসেন মমি
আমি নিরুপায় বুঝি কম কবিতায়।চলুক সালোচনা আমি অধম পাঠক কেবলি পড়বো।
তৌহিদ
ধন্যবাদ জানবেন ভাই।
ইঞ্জা
আমি কবিতার কও বুঝিনা, তবু কইলাম অনবদ্য।
বানান ভুল আছে, ঠিক কইরা নেন। 😜
তৌহিদ
বানান যেগুলো ভুল আছে সেগুলো ঠিক করলে কমেন্ট দাতা আবার মাইন্ড খাইবে দাদা। থাকুক সেভাবেই।
ভুল থেকেইতো শিক্ষা নেয়া উচিত।
ইঞ্জা
তাও ঠিক, কিন্তু ব্লগে ভুল রেখে দেওয়া ঠিক হবে কি?
তৌহিদ
বিষয়টি ভাবনার কিন্তু! আচ্ছা ঠিক করে দেব ভাই।
ছাইরাছ হেলাল
আমার কেন যেন মনে হচ্ছে এটি আপাতত আপনার সাচ্ছন্দ্যের বিষয় নয়।
যে লেখায় আপনি সাবলীল তা লিখুন।
এটি আমার মতামত।
তৌহিদ
এটি কোনকালেই আমার স্বাচ্ছন্দ্যেরর বিষয় ছিলোনা ভাই। মনে দু’কথা আসে, তাই লিখি।
মতামতের জন্য ধন্যবাদ।
প্রহেলিকা
কোথায় আর যাবো, কোন হেমন্তের গ্রামে
সব কবিতাই আজ কবির ধর্ম মানে।
তৌহিদ
কবিতাকে ধর্ম মানানো সেতো কবিদের কম্ম। আমার সে ক্ষমতা নেই ভাই।
কবিরা কবিতাকে চালিত করে আর আমাকে চালায় কবিতা।
বিস্তর ফারাক।☺
মোঃ মজিবর রহমান
একে অপরকে জানিয়ে লেখা অনেক অনেক কঠিন । আমার মনে হয়, আবার অনেক সময় ভাবনা সহজ হয় এও বুঝি।
তই কবিতা ো -কবিতা কি কখন হয় বুঝি!!! যাক কত ভাবনা ভাবুন পড়িব আমি সময়ে তালে।
তৌহিদ
পড়ুন ভাই, আমিও আর সবারটা পড়ি। ভেবে ভেবে সময় বয়ে যায়, আর লেখা আসেনা।
ডায়েরীর পাতা শুন্যই রয়ে যায়।☺
সাবিনা ইয়াসমিন
এপ্রিল ফুল হয়ে গেছে অ–কবিতা।
শব্দরা ছুটে আসতে চায়
বাধ ভাঙা জোয়ারের মতো,
ছিটকে পরে বিন্দু বিন্দু অক্ষয় অক্ষরের মতো হয়ে,
আজ, লেখা আমায় পেয়েছে
ধরা দিতে চায় অধরা শব্দে,
শব্দ –অ–শব্দের ভিন্নতায়
লেখা এসেছে অ–কবিতায়…
তৌহিদ
যাক তবু কেউ উৎসাহ দিলো!! আমার লেখায় সবাই বরফ ঢালতে আছে। 😫
আপনারাই কবিতা লিখুন, আমি দেখি😒😒
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
বরফ কিন্তু খুব উপকার করে তৌহিদ ভাই। দীর্ঘদিন পর্যন্ত কোনো কিছু সংরক্ষণের জন্য বরফের বিকল্প নেই। মরা জিনিসও তাজা করে দেয় এই বরফ। 😊😊
তৌহিদ
তাই করবো, এটা ভালো উপদেশ দিয়েছেন আপু। ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ভাই, বরফ ঠেলে মাথা ঠান্ডা, কবিতা আসিবে অঝর ধারা, ডাইয়েরি হোক পূর্ণ, পুরনবান ছব্দে ভরা।
তৌহিদ
আপাততঃ কবিতারা বরফকলে যাতা পিষুক, আমি গদ্য নিয়ে গরম কিছু লিখি। @মজিবর ভাই।
শুন্য শুন্যালয়
আমাকে কেউ কখনো এতো ভালো করে সমালোচনা করেনি। :'(
একসময় নিজেই বুঝতে শিখলাম, এইগুলা যা-তা, নিজেই সন্তষ্ট না। অতঃপর রণে ভংগ দিয়েছি, এখন রয়েসয়ে পোস্ট বাড়াচ্ছি।
লিখুন আপনার যা খুশি। নিজেকে পড়ে শোনান, আপনি হ্যাপি হলে দিয়ে দিন।
তৌহিদ
আমিতো মাত্র পা দিয়েছি সোনেলায়। তাই বুঝতে সময় লাগছে আপু ,তবে লেখায় সমালোচনা করলে নিজের আত্মতুষ্টি কমে যায়। একজন লেখক হতে হলে আত্মতুষ্টি থেকে বেড়িয়ে আসাই বাঞ্ছনীয় বলে মনে করি।
আপনার এই উপদেশ আমার মনে থাকবে আপু। রয়ে সয়ে লেখাই ভালো। আমি যা পোষ্ট দেই তা অনেক আগের লেখা অধিকাংশই।
শখের লেখকের আবার হ্যাপি আনহ্যাপি বলে কিছু থাকে! যা লিখি তাই হ য ব র ল…
ভালো থাকবেন।☺