“বৈশাখী আবদার”(ম্যাগাজিন)

মনির হোসেন মমি ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার, ১০:১৮:১৪অপরাহ্ন কবিতা, বিবিধ ১৫ মন্তব্য

মাগো,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না
যেখানে থাকবে না কোন ভয়
বটমূলে যাবার থাকবে না কোন সংশয়,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না।

মাগো,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না
বাবার হাতটি ধরে হাটি হাটি পায়ে
প্রত্যুষে নির্ভয়ে রমনা বটমূলে যাওয়া,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না।

মাগো,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না
কি ধর্ম, কি জাত-বেজাত মানি না
কুসংস্কার কি অপবাদ
ধর্মের ঊর্ধ্বে আমরা মানুষ, গাই বৈশাখী গান-বাজনা,
আমায় এমন একটি পহেলা বৈশাখ দে না।

মাগো,
আমায় এমন একটি বৈশাখ দে না
প্রকৃতি হাসবে-ফের পাবে তার ষড়ঋতুর
ধারাবাহিকতা,
অসময়ে না যেন হয়, বাণ-তুফানের ঝর্ণা ধারা
আমায় এমন একটি বৈশাখ দে না।

মাগো,
আমায় এমন একটি বৈশাখ দে না
নির্মল বৃষ্টি স্নানে হারিয়ে যাবো শৈশবে
কৃষকের মুখে ফুটবে হাসি, দেখে ফলের বিস্তর ডানা,
আমায় এমন বৈশাখ দে না।

মাগো
আমায় এমন একটি বৈশাখ দে না
স্বল্প আয়ের স্ব-দেশ আমার ত্রিশ লক্ষ প্রানে আঁকা
লাল সবুজের পতাকা,
ধন ধান্যে ভরা যেনো থাকে মায়ের ঘর খানা
আমায় এমন একটি বৈশাখ দে না।

মাগো
আমায় এমন একটি বৈশাখ দে না
কু-মনে ঝড় উঠুক, ঝড় বয়ে যাক কু-রাজনিতীস্থলে ভেঙ্গেচুরে যাক সব কু-সংস্কারের দৈব হাত,
মুক্তি যুদ্ধের স্বপ্ন নিয়ে গড়ব দেশ, রেখে কাধে কাধ
আমায় এমন একটি বৈশাখ দে না।

৭৮০জন ৭৮০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ