
বৃষ্টি মানে বিষন্নতা
মেঘমালার ফল।
বৃষ্টি মানে আকাশের সাথে
আমার চোখে জল।
বৃষ্টি মানে বাদলা দিন
ভাঙ্গা স্মৃতির মেলা।
বৃষ্টি মানে আষাঢ় চোখে
অঝরে জল ফেলা।
বৃষ্টি মানে বেদনা
ভাঙ্গা বুকের ক্ষত।
বৃষ্টি মানে বয়ে চলা
চোখের জলের স্রোত।
বৃষ্টি মানে ব্যাকুলতা
ব্যর্থতার বহিঃপ্রকাশ।
বৃষ্টি মানে আমার কাছে
চোখের জলে জলোচ্ছ্বাস।
বৃষ্টি মানে বর্ষণ মুখর
কান্না করছে কেউ ।
বৃষ্টি মানে নিজ নয়নে
বয়ে চলা ঢেউ।
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ l শুভ কামনা ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বাহ বেশ ছন্দময় প্রকাশ কবি
অনেক শুভেচ্ছা রইল——————
নিরব সাগর
আপনিও শুভেচ্ছা নিবেন
আলমগীর সরকার লিটন
জ্বি দাদা ভাল থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টির কত কারণ, ধরন হতে পারে তা আপনার লেখায় খুঁজে পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
নিরব সাগর
আপনিও ভালবাসা ও শুভেচ্ছা নিবেন
আরজু মুক্তা
বৃষ্টি হচ্ছে নীরব কান্না
নিরব সাগর
ঠিক বলেছেন প্রিয়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা — বৃষ্টি মানে নিজ নয়নে
বয়ে চলা ঢেউ।
নিরব সাগর
হ্যাঁ প্রিয়।
সুরাইয়া পারভীন
আহা! প্রেমময় বৃষ্টির সাথেই যদি আড়ি
বলি কেনো হ্যাঁ? একটু ভালোবাসলে খুব কী ক্ষতি হয়? বৃষ্টি কন্যা কিন্তু খুব রাগ করবে হুম
বিরহী বৃষ্টি বন্দনা দারুণ হয়েছে
নিরব সাগর
বৃষ্টি কন্যা আমার কাছে থাকলে এমন হতো না হয়তো ।একটু নয় অনেক ভাবে ভালবাসতাম তখন।
শুভেচ্ছা নিবেন প্রিয়।
শামীম চৌধুরী
শুধুই মুগ্ধতা।
নিরব সাগর
শুভেচ্ছা নিবেন প্রিয়
রোকসানা খন্দকার রুকু
বৃষ্টি মানে বেদনা
ভাঙ্গা বুকের ক্ষত।
বৃষ্টি মানে বয়ে চলা
চোখের জলের স্রোত।***
এইটুকু মানতে কষ্ট হচ্ছে।
শুভ কামনা।
নিরব সাগর
কেন প্রিয়,জানতে পারি কি ?