নচিকেতার যুগান্তকারীর গানটিকেউ এরিয়ে যাবেন না প্লিজ, শুনুন বার বার… যত বার শুনবেন তত বারই ছোয়াব পাবেন যদিও ইসলামি দৃষ্টি গান বাজনা হারাম কিন্তু আমার মতে শিক্ষা মূলক ভাল কোন কিছু শুনা বা জানা হারাম হতে পারে না….
এবং আমি নিশ্চিত আপনার মনে যদি কোন মা বাবার প্রতি দ্বৈব কোন কারনে কর্তব্য পালনে অনিহা থেকে থাকে তবে ফিরে আসতে হবে বৃদ্ধ মা বাবার প্রতি কর্তব্য পালনে।
তখনও পাইনি দেখা স্নিগ্ধ ভোরের সূর্য্যোদয়ের
তখনও ভূমিষ্টের দোয়ারে কড়া নেড়ে
পাইনি অনুমূতি সুন্দর পৃথিবীকে উপভোগ করবার।
তখনও উঠেনি সূর্য্য
তখনও বলেনি কেউ সোনা মণি-জাদু মণি
তখনও আমি বুঝেনি,আমার অস্তিস্তে কাহার আমানত
তখনও আমি মাতৃগর্ভে খেলছি কাবাডি দিয়েছি লাথি ফুটবলের মত।
তখনও ফুটেনি হাসি কারো মুখে
তখনও ভাবিনি আমি, আমার লিঙ্গের কি পরিচয়
তখনও ভাবিনি আমি,এই নস্বর পৃথিবীটা এতটা সুন্দর।
তখনও ভাবিনি আমি,আমারও হবে আয়োজন সংসারের
তখনও ভাবিনি আমি আমারও হবে পুত্র-সন্তান-নাতি-নাতনী আত্ত্বীয় স্বজন
তখনও ভাবিনি আমি জীবন বেলার শেষ অধ্যায়ে ফিরে যাবো সেই শিশুতে।
যখনি আমি উমুক্ত পৃথিবীর রঙ্গ রসে আমিও হলাম কারো পিতা-মাতা
যখনি আমি ভাবি কেনো আমি এত দুঃখী জীবনের শেষ বেলায়
মনে পড়ে যায় করিনি কোন পূণ্য মা-বাবার, দোয়া পাবো কোথায়।
!!!!!!!!!! যা করেছি পণ !!!!!!!!
মা বাবার সেবা করা বিহীন
হয় না যেন আমার মরন।
আপনারাও করুন পণ
নিশ্চয় হবেন না বিফল
“বৃদ্ধাশ্রমকে না বলি সন্তানের কর্তব্য পালন করি “
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
-{@ মায়ের মহান উদারতা সর্ম্পকৃত কিছু বাণী -{@
-{@ কাঁদার জন্যে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মায়ের কোল।-Jodi Picoult
-{@ যার মা আছে, সে কখনো গরিব নয়। – আব্রাহাম লিংকন।
-{@ সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও
মায়েদেরকষ্ট দেয়।আর মায়েরা তাদেরশেষ রক্তবিন্দু
পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।- জোয়ান হেরিস
-{@ “মা হচ্ছেন সে ব্যক্তি ,যিনি যখন ঘরে পাঁচজন থাকেন
আর তাদের খাবারে জন্য থাকে চারটি পিঠা। তখন
তিনি বলেন ,
‘আমি পিঠা খাইনা” -Tenneva Jordan
৩১টি মন্তব্য
বনলতা সেন
আমাদের সমাজের বর্তমান ব্যবস্থায় আরও বৃদ্ধাশ্রম তৈরি হবেই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এটা মানা যায় না এর বিরুদ্ধে আমাদের আরো সজাগ এবং কিছু প্রচারনা চালাতে হবে….আসুন বৃদ্ধাশ্রমকে না বলি”।ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
শ্রদ্বেয় মনির ভাই, ব্রীেদ্বাশ্রম কেন তৈরি করছি নাম কি বদলানো যায়না।
এই শব্দটা আমাকে পীড়া দেয়। আসুন মা-বাবা রাখার চিন্তা না করে বসত ভিটায় রাখার পক্ষে সামাজিক আন্দলন করা যায়না কি?
আপনাকে অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম মজিবর ভাই আমাদের প্রচারনা আর উপলব্দিই এর পরিধির মাত্রা কমতে পারে….হ্যা যে কেউ শুরু করতে পারেন এর বিপক্ষে আন্দোলন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ মনির ভাই।
মরুভূমির জলদস্যু
ভয় লাগে, একদিন আমরাও বুড় হবো… হচ্ছি বুড়ো।
তাই ইচ্ছে আছে নিজের জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করবো, বাবা মায়ের জন্য নায়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এক দিন সবার জীবনে এমন সময় আসবে এটা চিরসত্য।তবে আমি যা এ পর্যন্ত বাস্তব দেখেছি যারা তার নিজ মা বাবাকে জীবিত অবস্হায় খুব যত্নে রেখেছেন তারা জীবনে কখনই কোন বিপদে পড়েননি পড়লেও সম্মান জনক ভাবে সমাধান করে পৃথিবীতে বেচে আছেন এই সব ছেলে মেয়ের শেষ বয়সের জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন পড়বে না।যারাই মা বাবার অভিশাপ নিয়েছেন তাদের জন্য বৃদ্ধাশ্রম রেডি।ধন্যবাদ।
মরুভূমির জলদস্যু
আমি এমনও লোক দেখেছি যারা বাবা-মার জন্য জীবনের সবটা উজার করে দিয়েছে কিন্তু নিজের ছেলে মেয়েদের কাছ থেকে কিছুই পায়নি। আবার এমনও দেখে যারা বাবা-মার জন্য তেমন কিছুই করেনি বরং কষ্ট দিয়েছে কিন্তু নিজের ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা আর আদর সবটাই পেয়েছে। কর্ম উপরে সব সময় ভবিস্যৎ নির্ভর করে না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক তাই কর্মের সাথে ধর্ম মানে দোয়াও লাগে ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
সেই সাথে লাগে আগামীটাকে নিজের মত করে সাজানোর চেষ্টা। -{@
শুন্য শুন্যালয়
শব্দটা শুনলেই বুকের ভেতর মোচড় দেয়। 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুধু কষ্ট নয় জাগাতে হবে সবার মনে অন্ততঃ সোনেলার ভাই বোনদের মাঝে আমরা যেন কখনই মা বাবাকে কষ্ট নাই।যদি বাবা মার কারনে আমরা কষ্টে থাকি তবুও না বলব বৃদ্ধাশ্রমকে অথবা অবহেলাকে।ধন্যবাদ আপনাকে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
খুব কষ্টের। সন্তানদের অবহেলা উপেক্ষার চেয়ে এটা ভালো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সন্তান কেনো মা বাবাকে অবহেলা কিংবা কষ্ট দিবে একটু বুঝার ভুল কেননা বাবা মার কারনে সন্তান আজ পৃথিবীতে এটা মানলেই বৃদ্ধাশ্রম বন্ধ হবে।ধন্যবাদ আপনাকে।
খসড়া
আমি চলে যাচ্ছি বৃদ্ধদের দলে, জীবনের তিনভাগের দুই ভাগ গিয়েছে চলে একভাগ বাকি। এখনও সচল কবে যে কার বোঝা হব, এই ভয়ে সদা সচেতন। ক্ষোদা এমন সাজা আমার জন্য যেন না রাখ তোমার বিচারের রায়ে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সবাইকে একদিন ঐ পথটিকে চিনতে হবে কেউ আগে কেউ বা পরে আর ভাল লোকের সাথে স্রষ্টা থাকেন ভয় নেই নিশ্চিত আপনার শেষ জীবনটাও হবে সুন্দর।ধন্যবাদ আপনাকে।
নুসরাত মৌরিন
🙁
আমার কাছে মনে হয় মা বাবা হলেন বিধাতার দেয়া সবচেয়ে বড় আশীর্বাদ।মানুষ হয়ত আজকাল পশু হয়ে যাচ্ছে তাই বাড়ছে বৃদ্ধাশ্রম…।আর একটাও বৃদ্ধাশ্রম না বাড়ুক।সন্তানের মমতার বাঁধনে ভাল কাটুক প্রতিটা মা বাবার জীবন এইটুকুই প্রার্থনা করতে পারি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মনে হবে কেনো এটাই সত্য,বৃদ্ধকালে বাবা মায়েরা বেচে থাকেন কেবল সন্তানদের সুখ দেখতে।ধন্যবাদ আপু।
লীলাবতী
বৃদ্ধাশ্রমকে না বলি সন্তানের কর্তব্য পালন করি । কিছু কুলংগার সন্তানের কারনেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়। ভালো লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু।
স্বপ্ন নীলা
পোস্টটা পড়ার পর আমার মনের ভিতর শুধু কষ্ট জাগছে — মানুষ কিভাবে পারে মাকে কষ্ট দিতে !! কিভাবে পারে — যে মার জন্য আমরা এই পৃথিবী দেখতে পেয়েছি !! তাকে কষ্ট দেয় !! এমন কুসন্তান আছে !!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কু সন্তান আছে বলেই বৃদ্ধাশ্রমের সৃষ্টি হয়েছে।ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
বৃদ্ধাশ্রমকে না বলি । যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের প্রতি ঘৃনা। ভালো লিখেছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে………………।
জিসান শা ইকরাম
ঘৃনা করি সে সব সন্তানদের যারা বাবা মাকে এমন স্থানে রেখে আসেন।
ছাইরাছ হেলাল
সভ্যতার এই জটিল আবর্ত থেকে মনে প্রাণে মুক্তি চাই ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম আমরা এ থেকে যেন মুক্ত থাকতে পারি।
মিথুন
সন্তানের দায়িত্ব পালনে আপ্রান চেস্টা করবো। বৃদ্ধাশ্রম কে অবশ্যই না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে এমন প্রতিজ্ঞা যেন সবাই করেন।
কৃন্তনিকা
মানুষ বর্বর বলেই নিজের মা-বাবকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে।
ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্য