নচিকেতার যুগান্তকারীর গানটিকেউ এরিয়ে যাবেন না প্লিজ, শুনুন বার বার… যত বার শুনবেন তত বারই ছোয়াব পাবেন যদিও ইসলামি দৃষ্টি গান বাজনা হারাম কিন্তু আমার মতে শিক্ষা মূলক ভাল কোন কিছু শুনা বা জানা হারাম হতে পারে না….

এবং আমি নিশ্চিত আপনার মনে যদি কোন মা বাবার প্রতি দ্বৈব কোন কারনে কর্তব্য পালনে অনিহা থেকে থাকে তবে ফিরে আসতে হবে বৃদ্ধ মা বাবার প্রতি কর্তব্য পালনে।

 

তখনও উঠেনি সূর্য্য

তখনও পাইনি দেখা স্নিগ্ধ ভোরের সূর্য্যোদয়ের

তখনও ভূমিষ্টের দোয়ারে কড়া নেড়ে

পাইনি অনুমূতি সুন্দর পৃথিবীকে উপভোগ করবার।

তখনও উঠেনি সূর্য্য

তখনও বলেনি কেউ সোনা মণি-জাদু মণি

তখনও আমি বুঝেনি,আমার অস্তিস্তে কাহার আমানত

তখনও আমি মাতৃগর্ভে খেলছি কাবাডি দিয়েছি লাথি ফুটবলের মত।

তখনও উঠেনি সূর্য্য

তখনও ফুটেনি হাসি কারো মুখে

তখনও ভাবিনি আমি, আমার লিঙ্গের কি পরিচয়

তখনও ভাবিনি আমি,এই নস্বর পৃথিবীটা এতটা সুন্দর।

তখনও উঠেনি সূর্য্য

তখনও ভাবিনি আমি,আমারও হবে আয়োজন সংসারের

তখনও ভাবিনি আমি আমারও হবে পুত্র-সন্তান-নাতি-নাতনী আত্ত্বীয় স্বজন

তখনও ভাবিনি আমি জীবন বেলার শেষ অধ্যায়ে ফিরে যাবো সেই শিশুতে।

তখনও উঠেনি সূর্য্য

যখনি আমি উমুক্ত পৃথিবীর রঙ্গ রসে আমিও হলাম কারো পিতা-মাতা

যখনি আমি ভাবি কেনো আমি এত দুঃখী জীবনের শেষ বেলায়

মনে পড়ে যায় করিনি কোন পূণ্য মা-বাবার, দোয়া পাবো কোথায়।

!!!!!!!  আমি অনুতপ্ত   !!!!!

!!!!!!!!!!   যা করেছি পণ   !!!!!!!!

মা বাবার সেবা করা বিহীন

হয় না যেন আমার মরন।

আপনারাও করুন পণ

নিশ্চয় হবেন না বিফল

“বৃদ্ধাশ্রমকে না বলি সন্তানের কর্তব্য পালন করি 

-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@

-{@ মায়ের মহান উদারতা সর্ম্পকৃত কিছু বাণী -{@

-{@ কাঁদার জন্যে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মায়ের কোল।-Jodi Picoult

-{@  যার মা আছে, সে কখনো গরিব নয়। – আব্রাহাম লিংকন।

-{@ সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও
মায়েদেরকষ্ট দেয়।আর মায়েরা তাদেরশেষ রক্তবিন্দু
পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।- জোয়ান হেরিস

-{@ “মা হচ্ছেন সে ব্যক্তি ,যিনি যখন ঘরে পাঁচজন থাকেন
আর তাদের খাবারে জন্য থাকে চারটি পিঠা। তখন
তিনি বলেন ,

‘আমি পিঠা খাইনা” -Tenneva Jordan

৭০৮জন ৭১১জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ