- বৃত্ত
- রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়,
- বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
- ভূমির কেন্দ্রভাগে।
- পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
- মাশরুম চাষি,
- তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
- হাটে অহমের বারান্দায়।
- টের পাই আদি কোষীয়র
- প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
- জেগে উঠেছি জানালার ওপারে
- নিরেট অন্ধকারে।
- এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
- ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে
- ধরা পরে যাই
- বহন করা ইতিহাসের দাঁতে।
- আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
- আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
- তুলে আনতে চেয়েছি।
- গত আড়াই বছর।

১৮০জন
৪২৫জন
১৩টি মন্তব্য
ফয়জুল মহী
নন্দিত ভাবে উপস্থাপন
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে।
খুব ভালো একটি কবিতা নিয়ে এলেন প্রথমেই।
নিয়মিত লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
সোনেলায় স্বাগতম আপনাকে।
অসা
সঞ্জয় মালাকার
অসাধারণ লেখা, পড়ে বেশ ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
দারুণ কবিতা। সোনেলায় স্বাগতম আপনাকে। বৃত্তে আবদ্ধ আমরা সবাই , এমন লেখা নিয়মিত চাই। ভালো থাকুন সুস্থ থাকুন
বন্যা লিপি
স্বাগতম সোনেলার সোনালি উঠোনে। ভাবগাম্ভীর্য পূর্ণ লেখা দিয়েই যাত্রা শুরু হলো এখানে। শুভ কামনা আপনার জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নান্দনিকতায় ভরপুর । ধন্যবাদ ।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। নান্দনিক একটি লেখা পড়লাম। কেউ খাবলে খায় আবার কেউ সেই খাবারের উচ্ছিষ্ট খায়।
মানবিকতা জাগ্রত হোক সবার। ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী, দাদা।
ভালো থাকুন, অনেক।
সাবিনা ইয়াসমিন
গত আড়াই বছর বা আগামীর সব গুলো বছরেও বইবে এমনিই ধারা,
এক বিন্দু বৃত্তে গড়া জীবন,
বৃত্তের মাঝে যাপিত জীবন
বৃত্তের বাইরে যাবার পথ খোলা থাকে না।
সোনেলায় স্বাগতম।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
বৃত্তেই ঘুরপাক।
সোনেলায় স্বাগতম
হালিম নজরুল
আপনার লেখা প্রথম পড়লাম। চমৎকার লেখা।