বুড়ো বয়সী যৌবন

মুহম্মদ মাসুদ ১ জানুয়ারি ২০২০, বুধবার, ১২:৪১:৪০অপরাহ্ন অণুগল্প ১৯ মন্তব্য

জিগ্যেস করলাম, ‘হিন্দু না মুসলিম।’
জবাব পেলাম, ‘বাবু, আমি ক্ষুদার্ত।’
বললাম, ভয় না ভূত?
বললো, ভূত।

জিজ্ঞেস করলাম, ‘ধনী না উচ্চবংশীয়।’
জবাব পেলাম, ‘বাবু, আমি মানুষ।’
বললাম, পৃথিবী না অট্টালিকা?
বললো, মৃত্যু।

৮৭৭জন ৭৪৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ