দাবার চালে আজন্মই মাত!
চতুরাঙ্গিকে বেশ সাজানো-গোছানো পরিপাটি সংসার
সূক্ষ্ণ কৌশলে বুনে চলা নক্সী আঁকা পরিবার তোমার।
তুমি,
বেশ নিপুণ কারিগর।
আর আমার বোকাই আবেগ ঝোলে
পলেস্তারা ওঠানো হৃদয়ের দেয়ালে।
হেরে যেতে যেতে,
ডুবে যেতে যেতে,
তলানিতে এসে দেখি উঁই পোকার ভগ্নাস্তূপ।
ডুব-সাঁতার জানিনা আমি, শিখিনি কলা-কৌশল
তাই বেশ খেলে নিচ্ছো।
ব্যাপার না খেলো যতো ইচ্ছে,
আরোও সামনে এগিয়ে যাও খেলোয়াড়—
কিন্তু জানো তো,
পরাজিতরাও একদিন জয়ী হয়?
হ্যামিল্টন, কানাডা
৬ আগষ্ট, ২০১৫ ইং।
**বয়স বাড়ে যতো, তার দ্বিগুণ বাড়ে আবেগ। তাই পারিনা আটকে রাখতে, কোনদিন এই কবিতাই আমায় মেরে ফেলবে। :=
৪৭টি মন্তব্য
অরণ্য
“পরাজিতরাও একদিন জয়ী হয়”। 🙂 (y)
নীলাঞ্জনা নীলা
তার মানে ভুল লিখিনি! 😀
ভালো থাকুন অরণ্য ভাইয়া -{@
মেহেরী তাজ
আপু বয়স বাড়ে কি??? :p
আবেগ জিনিসটা বড্ড বাজে, কমায়ে ফেলেন কমায়ে ফেলেন। 🙁
নীলাঞ্জনা নীলা
জন্মগত বয়স এ মাসেই ৪২ হতে যাচ্ছে।
আর মনের বয়স মাত্র ১৮ :p
আবেগ তো মনের সম্পদ, আমার হাতে তো নাই গো পিচ্চি আপু যে কমায়ে ফেলিবো! 🙂
মিথুন
কবিতার হাতে কবি খুন, শিরোনাম টা একবার ভেবে নিলাম। বেশ মার মার কাট কাট শিরোনাম হবে, কি বলেন?
পরাজিতরাও জয়ী হয়। যারা বারবার জেতে তারা হিরো হয়না, হয় একবার জিতে যাওয়ারা, এ বড় কঠিন হিসেব নিকেশ।
এতো ভালো ভালো না……
নীলাঞ্জনা নীলা
এখুনি লিখে ফেলুন। :v
এই কথায় ১০০ ভাগ সহমত, “এতো ভালো ভালো না…’ (y)
তানজির খান
তলানিতে এসে দেখি উঁই পোকার ভগ্নাস্তূপ- কি বলব। অনেক ভাল লেগেছে।
মনে রাখব লাইন দুটো
”ব্যাপার না খেলো যতো ইচ্ছে,
আরোও সামনে এগিয়ে যাও খেলোয়াড়—
কিন্তু জানো তো,
পরাজিতরাও একদিন জয়ী হয়?”
নীলাঞ্জনা নীলা
খুবই সত্যি। পরীক্ষায় ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট হয়েও কেউ কেউ ঘরেই বাধা থাকে
আর কেউ সেকেন্ড ক্লাশ পেয়েও একটা উন্নত মানের প্লাটফর্ম তৈরী করে ফেলে।
বুঝেছো ভাইয়া? -{@
ছাইরাছ হেলাল
আমি বলি জয়তু পরাজয়, আজন্ম হার চাই
হাপিত্যেশ ছাড়াই হেরে যেতে চাই
হেরে হেরে হাড়হাভাতে হতে চাই
কবিতাদের কাছে কঠিন হার চাই।
কবিতার ভেল্কি দেখতে চাই
এমন কবির কবিতায় বুঁদ হতে চাই।
হেরে হেরে হারের ভুত হতে চাই
কবিতাদের ঘাড় মটকে রক্তপান চাই।
নীলাঞ্জনা নীলা
এতোকিছু চাওয়া? সব চাওয়া কি মানুষের পূর্ণ হয়?
তবে আপনার ওসব চাওয়া মেহজাবিনের কাছে চাইলে কনফার্ম পেয়ে যাবেন।
😀
খেয়ালী মেয়ে
পরাজিতরাও একদিন জয়ী হয় (y) দারুন একটা কথা বলেছো আপু……..
বয়স বাড়ে যতো, তার দ্বিগুণ বাড়ে আবেগ-সাংঘাতিক কথা ;?
নীলাঞ্জনা নীলা
আসলেই কি যে বকুনী খাই ঊর্মীর কাছে, এখন নাকি বয়স বাড়ছে তাই বয়সাণুযায়ী চলতে।
এখন এমনই রাগ করেছে যে এ নিয়ে আর কথাই বলেনা। 🙁
স্বপ্ন
কবিতাই কি বুমেরাং এখানে? 🙂
নীলাঞ্জনা নীলা
ঠিক তা নয়। বিবাহিত পুরুষ এবং নারীর মধ্যেকারের সম্পর্ক।
বেশীরভাগ পুরুষদের বিয়ে বহির্ভূত সম্পর্ক থাকে বিয়ের পর, নারীদেরও যে থাকেনা তা নয়।
তবে সংখ্যায় কম।
সেটা নিয়েই লিখেছি।
অন্যদিকে নারী-পুরুষ ভাবনা ছেড়ে দিলে কবিতাই বুমেরাং এখানে। 🙂
জিসান শা ইকরাম
নিজের কাছে নিজে হেরে যাওয়া মন্দ না।
নিজের মধ্যে আলাদা এক অস্তিত্ব যাকে খুঁজে পাওয়াই তো কঠিন কাজ।
জয় পরাজয় তো সমার্থক এখানে।
কি বুঝলাম কে জানে!!
নীলাঞ্জনা নীলা
নানা যা মন বুঝেছে, সেটাই বলেছো। কবিতা হলো মনের কথা।
উদাহরণস্বরূপ একটা কথা বলি,
কবির সুমনের একটা গান ছিলো,
“প্রথমত আমি তোমাকে চাই,
—————————
শেষ পর্যন্ত তোমাকে চাই।” উনি বলেছেন সিগারেটের কথা। আমার মনে আসতো সেই সময় যাকে ভালোবাসতাম তার কথা। :p
তাই মন যা ভাবে, সেটাই আসল। তাও কবিতাটা লিখেছিলাম মনের এই ভাবনা থেকে।
বিবাহিত পুরুষ এবং নারীর মধ্যেকার সম্পর্ক নিয়ে।
বেশীরভাগ পুরুষদের বিয়ে বহির্ভূত সম্পর্ক থাকে বিয়ের পর, নারীদেরও যে থাকেনা তা নয়।
তবে সংখ্যায় কম।
তো পুরুষকে বলেছে নারী, পরাজিতরাও একদিন জয়ী হয়।
নানা তোমারে -{@
সীমান্ত উন্মাদ
জয় পরাজয় নিয়ে আমি কখনো ভাবিনা। জানিনা ভাবতে কেমন লাগে। তবে আপু কবিতা কিন্তু কাউকে মারে না, বরং উজ্জীবিত করে জীবনের চলার পথে, কারন বাস্তবতার কষাঘাতে জর্জরিত আমরা বাস্তব খেলায় আবেগ ব্যাবহার করতে পারিনা, তাই জমে থাকা আবেগকে কবিতায় প্রকাশ করে, মস্তিষ্কের আবেগ জমা রাখার ভল্টকে ব্যালেন্স করি, নয়ত ওভার লোড হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
আপনার লিখা আমার অনেক ভালোলাগে সব সময়ই। শুভকামনা জানিবেন নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
আমাদের উন্মাদ ভাইয়া এতো সুন্দর করে কথা বলে আমি ভাবতেই থাকি,
আহা যদি এভাবে আমি বলতে পারতাম! ;?
অফুরান ভালোবাসা -{@
শুন্য শুন্যালয়
পলেস্তারা ওঠানো হৃদয়ের দেয়ালে আবেগ ঝোলে। চতুরঙ্গ খেলায় আবেগ কি কোনদিন জিতবে? কলা কৌশল ছাড়া? ভাবতে বসলাম আবেগ দিয়ে কোন খেলা জেতা সম্ভব, আশ্চর্য! একটাও নেই।
নীলাঞ্জনা নীলা
“খেলা খেলা দিয়ে শুরু
খেলতে খেলতে শেষ
কেউ বলেছিলো ছিঃ ছিঃ
কেউ বলেছিলো বেশ।” শ্রীকান্তের এই গানটা আমার খুব প্রিয়। এই গানটাই এই কবিতাটি লিখতে সাহায্য করেছে আমায়।
https://www.youtube.com/watch?v=UfsAX_8xuzg
মরুভূমির জলদস্যু
-{@ ডুব-সাঁতার জানিনা আমি, শিখিনি কলা-কৌশল
তাই বেশ খেলে নিচ্ছো। -{@
সবার বেলাই এই কথা সত্যি!
নীলাঞ্জনা নীলা
সাঁতার জানা না থাকলেই তো বিপদ!
নদীমাতৃক দেশ আমাদের। 🙂
ব্লগার সজীব
একদিন ঠিকই উপযুক্ত জবাব পাবে পুরুষ (y)
নীলাঞ্জনা নীলা
মন্তব্যটা পেয়ে সত্যি অভিভূত হয়েছি ভাইয়া। -{@
নীতেশ বড়ুয়া
জিলেপীর প্যাঁচ আর দাবায় ‘ঘ্যাঁচ’! বড্ড কঠিন…
এই ‘ঘ্যাঁচ’ চলে কবিতায়!!
নীলাপু এর চাইতে লীলাপুর পোস্টে থাকার জন্য ভয় দেখানোটাই অনেক ভালো ;(
নীলাঞ্জনা নীলা
জিলেপী বানাতে পারি না। প্যাঁচে পড়ি বেশ ভালো ভাবেই।
আর অনেক চেষ্টা করেও দাবা খেলাই শিখতে পারিনি।
মাথা একেবারেই আনাড়ী টাইপ।
এতো কঠিন বুঝি কবিতাটি?
এটা তো খুব সহজ। 🙂
নীতেশ বড়ুয়া
সহজই তবে আপনার শব্দের যে ধারা তাতে এইবার দুয়েকটা কঠিন শব্দ চলে এসেছে বলেই ঘ্যাঁচাং ঘ্যাঁচ লাগছে :D)
তা না হলে বলেই দিতামঃ আসুন তবে দাবা উলটে ফেলে দেই, খেলছে যারা জিতুক দেখি; পরাজিত হতেই হবে :D)
নীলাঞ্জনা নীলা
কোন শব্দগুলো? বলুন বলে দিচ্ছি।
নীতেশ বড়ুয়া
চতুরাঙ্গিকে, ভগ্নাস্তূপ, পলেস্তারা-এই রকমের শব্দ তো আপনি কবিতায় আনেন না সহজে! আপনার শব্দ বিন্যাস হয় সাবলীল সহজাত উচ্চারিত শব্দ যা শুনলে বা পড়োলে মনে হয় না আমি ‘বাংলা ভাষা’ইয় কিছু পড়ার প্রস্তুতি নিচ্ছি… :p
ইয়ে মানে আপনি সচরাচর এইসব/এইরকমের শব্দ ব্যবহার করেন না তাই অমন ঠেকেছে আরকি ;?
নীলাঞ্জনা নীলা
চতুরাঙ্গিক – চতুরতার সাথে মানে কলা-কৌশল
ভগ্নাস্তূপ – বাড়ী-ঘর ভেঙ্গে পড়া অবস্থা। যেমন রানা প্লাজা
পলেস্তারা – দেয়ালে যখন ফাঁটল ধরে মানে চুণ-সুরকি-সিমেন্ট উঠে যায়।
আমি এসব শব্দ ব্যবহার করেছি অনেক আগে। এখন কম করা হয়।
নীতেশ বড়ুয়া
উফফফ… এর চাইতে মূল কবিতাটাই অনেক সহজ… 😀
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহা। :D)
আমি হাসতে ভালোবাসি, আর কেউ যারা হাসে তাদেরকে পছন্দ করি।
কষ্ট সবার থাকে, ওটাকে যতো বিলানো যায়, ততোই বাড়তে থাকে।
হাসি হাসলে, একা একাও এসব কথা মনে এলেই হাসি পায়।
দাদা আপনি আমায় সেই হাসি দিচ্ছেন। 😀
খুউব ভালো লাগছে। -{@
নীতেশ বড়ুয়া
‘হাসতে দেখো, গাইতে দেখো…”
‘রামগড়ুরের ছানা হাসতে তাদের মানা আসলে হাসি, বলল হেসে হাসব?’
না নীলাপু, রামগড়ুরের ছানা হতে চাই না তাই হাসতে নেই আমার মানা… :D)
নীলাঞ্জনা নীলা
আমার ছেলেটা খুব মেপে মেপে হাসে। আমি ওকে বলি এই তোর মা হাসির জন্যে চড় খেয়েছে, বকাও। তুই কি রে? ওর বাবাও আমার মতো না হাসলে ভালোই হাসে। ভেবে পাইনা আমার ছেলেটার গার্লফ্রেন্ড হবে তো! ;?
নীতেশ বড়ুয়া
সে কি!!!!!!!!! তাহলে তো সে ভালই গার্লফ্রেন্ড পাবে 😀 কারণ আমি তো বাবা মায়ের সামনে মেপে তো দূর ইশারা ছাড়া তেমন কথাই বলি না :D)
আপনার ছেলের শখানেক গার্লফ্রেন্ড হোক এই আশায় -{@ \|/ :D)
নীলাঞ্জনা নীলা
শ’খানেক!!!
না না তাহলে চাইনা। পিটিয়ে তক্তা বানিয়ে দেবো।
:@ :@
নীতেশ বড়ুয়া
এ কেমন’তরো কথা!! হাজারো মানুষের ভীড়ে আপন হয় মাত্র হাতের দাগ গোণা কয়েকজন আর শখানেক থেকে একজন বেছে নিতে দিবেন না!! 😮
আপনি বড্ড হিংসুটে দেখি :@
নীলাঞ্জনা নীলা
যে গার্লফ্রেন্ডের বাবা সুন্দর হ্যান্ডু— :p
বলেছি ছেলেকে। 😀
নীতেশ বড়ুয়া
তাহলে অস্ট্রেলিয়ান অভিনেতা তথা Xmen এর Wolverine হিউ জ্যাকমেনের মেয়ের জন্যে অপেক্ষা করতে বলুন ছেলেকে :v
নীলাঞ্জনা নীলা
তা চলবে না। বুড়ী বয়সে দাঁত সব খুলে আসবে ইংলিশে কথা বলতে গিয়ে। খাঁটি বাঙ্গালী হতে হবে। :p
নীতেশ বড়ুয়া
সমেস্যা নেই। সে জাত অভিনেতা, বাংলাতে কথা বলার অভিনয়টুকুও করে ফেলবে অনায়াসে…
বাই দ্য গার্ফ্রেন্ড, মনে হচ্ছে ছেলের জন্যে নয় নিজের জন্যে খুঁজছেন ;? :@ :D)
নীলাঞ্জনা নীলা
^:^
ছেলের জন্যে খুঁজছি না, বলেছি।
আর একখানা বর আছে, বেচারাকে কাঁদিয়ে কি লাভ? (-3 গেলে কষ্ট তো আমারই হবে।
নীতেশ বড়ুয়া
হ্যাঁ, আর সেই কষ্টের একখানা গান হপেঃ বনমালী তুমি, পরজনমে হইয়ো রাধা :p
এই পোস্টের নাম- বুমেরাং আর শেষমেশ মন্তব্য করতে করতে বুমেরাং হয়ে লেগে গেলো দেখছি :D)
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
গানটা কে গাইবে? ;?
নীতেশ বড়ুয়া
আর কে? আপনার পতিবরের উদ্দ্যেশ্যে আপনিই গাইবেন :D)
নীলাঞ্জনা নীলা
:D) :D)
নীতেশ বড়ুয়া
\|/ 😀 \|/