
বিড়াল ছানার সাধ হয়েছে করবে এবার বিয়ে
কনে দেখার ভার নিয়েছে পাড়ার ছেলে-মেয়ে
এদিক ওদিক ঘুরে বেড়ায় কনে খোঁজার আশায়
বাসায় বাসায় সাড়া পড়ে কনে কোথায় পায়
হঠাৎ করে সুন্দরী এক বিড়াল ছানা এসে
আদর করে গলায় ধরে তাহার পাশে বসে
বিড়াল ছানার বিয়ে হল মহা ধুমধামে
সবাই এলো উপহার নিয়ে তাদের নামে।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব কমন বিষয় যা প্রায় সবার ঘরে বসবাস।কবিতা ভাল লেগেছে। -{@
আমির ইশতিয়াক
হ্যাঁ মনির ভাই সবার ঘরে বিড়ালের বসবাস। ধন্যবাদ আপনাকে।
নিহারীকা জান্নাত
:c :v
আমির ইশতিয়াক
\|/
মোঃ মজিবর রহমান
ভাল লাগা রেখে দিলাম।
আমির ইশতিয়াক
(3 আপনাকেও।
ইঞ্জা
ভালো লেগেছে।
আমির ইশতিয়াক
-{@ ধন্যবাদ
ইঞ্জা
শুভকামনা
নীলাঞ্জনা নীলা
ছন্দে ছন্দে বিয়েও হয়ে গেলো বেড়াল ছানার। বেশ বেশ!
আমির ইশতিয়াক
ধন্যবাদ আপু। -{@
মৌনতা রিতু
বাহ! বিড়াল ছানার বিয়ে খেলাম ছন্দের তালে তালে।
ভাল লাগা রইল
আমির ইশতিয়াক
(y) ধন্যবাদ