
হাজার বছর আগে আজকের এই দিনেই কড়ি ও কোমলের প্রেম আস্বাদন করার লোভে সেদিন বেড়িয়ে পড়েছিলাম দিগন্তের পাণে। আর ঠিক আজকের এই দিনেই আমি প্রেমিকরুপে আবির্ভূত হয়েছিলাম। আমি স্বর্গ দেখেছি, নরক দেখেছি, দেখেছি দেবতা ও মানুষের মেলবন্ধন। তবু পিপাসার্ত মনের ক্ষুধা মেটেনি সেদিনতক। শপথ নিয়েছিলাম- আমার প্রেম চাইই চাই, স্বর্গীয় নিগুড় প্রেম।
প্রেম সাধক বলেই আমার প্রেমসাধনায় ভোগলালসার উদ্দীপকগুলোকে দলাইমলাই করেছি, দেহভোগ কামনাকে দিয়েছি বিসর্জন। মুগ্ধ থেকেছি লাবণ্যময়ী মুখের সৌন্দর্যে। আমার স্থুল রক্তমাংস দেহ ভাবের এক বৃহৎ ভাবের অপার্থিব আলোককে ম্লান করে মন্ডিত হয়েছে অপরুপ মাধুর্যে!
ভরা যৌবন যখন বিশ্ব রঙিন, আমার চোখেও খেলা করেছিল বিশ্বপ্রকৃতির অপার লীলা। আমার হৃদয়াবেগ উদ্দাম নৃত্যে আপ্লুত হয়ে প্রেম অনুরাগে কেলী করেছে বারংবার। আমার প্রেমসংগীতের মোহে অবশেষে মানবাত্মার সে স্বর্গীয় প্রেম নেমে আসে মর্ত্যে, আমার নিউরনের অনুরণনে।
শিউলি মালা খোঁপায় বেঁধে শিশিরকণার আগমনী স্পর্শে আমার শৃঙ্খলিত বাহুডোরে বয়ে চলে মুক্তির সুবাতাস। নন্দনের সে ফুলকে কি করে ধূলায় মিশে যেতে দেই? আমি প্রেমসাধক, বোকাতো নই! সেতো আমার দেহভোগের বস্তু নয়, সে আমার তারকাময়ী পবিত্র বিবসনা সৌন্দর্যমূর্তি।
আজ আমি পুর্ণতায় আচ্ছন্ন, আমার মনে সীমাবদ্ধ প্রেমের অতৃপ্তি বেদনা আর নেই। নবপল্লবের মতো হৃদয়ের বিস্মৃত বাসনাগুলি প্রস্ফুটিত করে সে আমাকে দিয়েছে পূর্ণতা, প্রাপ্তির মহাসমুদ্রকে আঁজলাভরে মিটিয়েছে আমার প্রেমতৃষ্ণা। ধন্য তুমি হে বালিকা!
শিশিরকণা, তুমি ইন্দ্রিয়জ মিলনের উর্ধ্বে। তুমি ঐশ্বরিক প্রকৃতির সৌন্দর্যে নিজেকে প্রকাশ করে পরমমনোহর কাব্যরুপে আমাকে করেছ আলিঙ্গন। আমি বসন্ত সমীরণে প্রেমসাধনার কাব্য লিখছি আজ। হতে চেয়েছিলাম প্রেমসাধক, অথচ হয়েছি প্রেমকাব্যের লেখক।
আজকের এই দিনেই হাজার বছরের অতৃপ্ত বাসনাকে কড়ি ও কোমলের বিনি সুতোর মালায় গেঁথে সাধক থেকে তুমি আমাকে করেছ প্রেমিক, বিশ্বপ্রেমিক। প্রেমসংগীতের মূর্ছনায় মোহাচ্ছন্ন হোক সকল প্রেমিক, সব সাধকেরা সাধু থাকে রুপান্তরিত হোক প্রেমিকরুপে।
পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালিকা।
ছবিঃ আমার ক্লিক
২২টি মন্তব্য
সাখিয়ারা আক্তার তন্নী
একরাশ পদ্ম-কোরকের ভালবাসা হে বালিকা।
অনেক ভালো লাগলো।
তৌহিদ
লেখা পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
সঞ্জয় মালাকার
বেশ ভালো লাগলো দাদা, প্রেম কথা পড়ে,
একরাশ পদ্ম-কোরকের ভালবাসা হে বালিকা।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
এস.জেড বাবু
সব সাধকেরা সাধু থাকে রুপান্তরিত হোক প্রেমিকরুপে।////
সন্ন্যাসে ভাটা পড়বে না তো আবার!
চমৎকার লিখা।
তৌহিদ
এমন প্রেম সারাজীবন পেলে ভাটা পড়বেনা নিশ্চিত। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
প্রেমতো এমনই হয়। স্বর্গীয় স্নিগ্ধতায় মন পূর্ণ হয়ে উঠে, আর কিছু চাওয়ার থাকেনা, থাকেনা কোনো অতৃপ্তিবোধ। যার আগমনে সুখ ছুঁয়ে থাকে সারাক্ষণ, যার ভালোবাসা, যাতনা সবই হৃদয়-মন্দিরে নিবেদিত হয়, সেইতো হয় প্রেম। শত আরাধনার একমাত্র আরাধ্য সে।
আজ আপনার ভালোবাসা পূর্ণতা দিবস ছিলো বুঝি!!
স্বরনীয় দিনটিকে সুন্দর করে উপস্থাপন করলেন।
বেঁচে থাকুক এই প্রেম, ভালোবাসায় ভরে থাকুক মন-আঙিনা 🙂
শুভেচ্ছা ও শুভ কামনা অফুরান 🌹🌹
তৌহিদ
হ্যা আফামনি, আজ ভালোবাসার পূর্ণতা দিবস ছিলো আমার ☺
যার জন্য এ জীবনের অপ্রাপ্তি বলে আর কিছু নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
উৎসবের এমন আমেজ থাকুক মনে প্রতিক্ষণ বিশ্ব প্রেমিদ্বয়ে বছরান্তে আমরা বিনি সূতোর মালায় সিক্ত করব সু-স্বাগতমে।
অবশেষে বলব
পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালক-বালিকা।
তৌহিদ
ভালোবাসা নিলাম দাদা, আপনিও ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
প্রেম হচ্ছে প্রতিমূর্তী স্বরূপ।
প্রেমের প্রতিমূর্তীকে যত সাজাবে ততো রূপ ও মনেরমিলন ঘটবে।
আবেগ ব্যতীত মনেরমিলনে যে প্রেম সৃষ্টি হয় সে প্রেম শ্রেষ্ট।
আপনাদের প্রেমে আসুক স্বর্গীয় সুখ।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদা।
তৌহিদ
অনেক ধন্যবাদ দাদা, ভালোবাসা আসুক সবার মনে এটাই কাম্য। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।
বন্যা লিপি
হতে চেয়েছিলাম প্রেমসাধক
হয়ে গেলাম প্রেমকাব্য লেখক।//
পুরো প্রেমকাব্যে প্রকাশিত বিশ্বপ্রেমিকের প্রেমানুরাগ।
পদ্ম-কোরকের একরাশ ভালবাসা হে বালিকা //
বালিকাকে নিয়ে আপনার জীবন সফল প্রেমময় হয়ে থাকুক আরো হাজার বছর। শুভ বিবাহ বার্ষিকী র সার্বিক মঙ্গলময় শুভেচ্ছা শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনাকেও একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
বা হ্ বা। দারুণ প্রেম কথা লিখলেন।
ভালোবাসা ঝরুক অবিরাম। আফ্রোদিতি, তুমি মুখ ফিটিয়ে নিওনা।
শুভকামনা
তৌহিদ
মুখ ফিরিয়ে নিলে খবর আছে না!!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
প্রেমে প্রেমে সিদ্ধি লাভ করলেই এমন প্রেমভাব-লেখা উঠে আসে।
আহা প্রেম, উহু প্রেম।
পুরাই ছয়লাব প্রেমে প্রেমে।
তৌহিদ
আহা উহু প্রেম শুধু নয়, ইহি ইহি প্রেমও আছে এখানে ভাইজান ☺☺
চারিদিকের শুধু প্রেম আর প্রেম, হাবুডুবু খাচ্ছি 😃😃
চাটিগাঁ থেকে বাহার
লেখা ছন্দে বর্ণে শব্দে গাঁথুনিতে উচ্চমার্গের হয়েছে। উপমাগুলোও সুন্দর। সবমিলে অসাধারণ প্রেমের উপাখ্যান।
শুভ কামনা।
তৌহিদ
লেখা পড়েছেন দেখে ভালো লাগলো ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শাহরিন
ছেলেরা নিজের ভালোবাসার প্রকাশ একটু কম করে। আমার দেখা মতে আর কি। আপনাকে ব্যাতিক্রম দেখলাম। সবাই প্রেমিকা, হারানো বা না পাওয়া প্রেমে ব্যাস্ত। বউকে ভালোবাসি তা প্রকাশ্যে বলতে চায় না।
দোয়া করি আজীবন ভালোবাসাময় জীবনযাপন যেন হয়।
তৌহিদ
ভালোবাসার প্রকাশে আবার কিপ্টেমী কিসের তাইনা আপু? যাকে মনেপ্রাণে ভালোবাসি তার কথা সবাই জানুক এটাই চাই। আমার জীবনের একমাত্র প্রেমিকা তাকে তার ভালোবাসাকে লুকিয়ে রাখার মত মন আমার যে নয়!!
আপনার জন্যেও শুভকামনা আপু।