
পাশেই ব্যস্ত সড়ক।
রাত যত বাড়ে, মানুষের অস্থির পদচারণা ম্লান হয়ে আসে,
শিশির জমে নাগরিক ধূলিকণায়; আরো রাত হয়,
বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে ঠায়,
কংক্রিটের প্রাংগণে তাদের ছায়া হয় আরো দীর্ঘ।
এরপর শুধু জেগে থাকে রাত আর তিনটা কুকুর।
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে,
অথচ আমার বিরান বিষাদভূমি
ছুটে যেতে চায়— পথ যায় পায়ে পায়ে থেমে;
এক গ্লাস অন্ধকার ছিটিয়ে দিলে শিশিরের দেয়ালে,
দেহাতি গানের সুর ভেসে আসে ।
অভিমানের খেরোখাতা ভারী হয়
ঢেকে যায় চোখ,
আংগুলের নখে কারো ।
ছবি- নেট থেকে
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপু অসাধারণ লিখেছেন। আমি বিমোহিত মুগ্ধ। রাতের নিস্তব্ধতায় মনের বিষাদ বেড়ে যায়, অভিমান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
রোকসানা খন্দকার রুকু
রাত মধুর আবার একাকিত্বের কাছে অতি দীর্ঘ। যেন অভিমানের পাল্লাই ভারী হয় শুধু।
ধন্যবাদ দিদিভাই। শুভ কামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
বিরান বিষাদ ভূমিতে, লেখনী সত্যিই অসাধারণ, আপু।
নির্জন রাতের নিস্তব্ধতায় বাড়ে অভিমান।
একাকীত্বের নির্বাকে জেগে থাকে কেবল প্রিয়জন!
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দাদা।
ইঞ্জা
অনন্য অসাধারণ লিখলেন আপু।
আমার একটা অনুরোধ রাখবেন আপু, ব্লগে কবিতা ছাড়া অন্য কিছুও লিখুন, এতে ব্লগে ভিউ বেশি পাবেন, আপনার ভক্তকুল বাড়বে, কারণ ব্লগে যারা পড়তে আসেন তারা কবিতা নয়, অন্য লেকগা পড়তেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।
রোকসানা খন্দকার রুকু
কবিতা না লিখতে লিখতে ভুলেই যাচ্ছি। আমি অধিকাংশই গল্প লিখি।
ধন্যবাদ।
ইঞ্জা
আপু কবিতা একেবারেই লিখতে না করছিনা, কবিতা লিখুন ফেইসবুকে, গল্প, সমসাময়িক বিষয়, স্বাস্থ্য, ইতিহাস সহ অনেক বিষয়ই ব্লগের জন্য চুজ করুন।
ইঞ্জা
লেখা★
ছাইরাছ হেলাল
শেষ কবে আপনার কবিতা পড়েছি মনে করতে পারছি না।
স্বাগত কবি।
রাত তো দেখছি নখের পুজারী!!
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শামীনুল হক হীরা
দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন।।মুগ্ধ!শুভকামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ পড়ার জন্য।
পপি তালুকদার
ফেসবুকে শেয়ার দেখে ব্লগে পড়তে চলে এলাম।
অসাধারণ কবিতা!
কবিতা অনেক ভালো লিখেন। মাঝে মাঝে পেলে দারুন হবে।
রাত যেন সকল বিষাদের মেলা।একাকিত্বের রাত আর নির্জনতা মনের গভীরের বিষাদগুলো দানা বেধে উঠে এক সাথে।
রোকসানা খন্দকার রুকু
অসংখ্য ধন্যবাদ। আপনারাও লিখুন!
খালি আমার হাত ব্যথা হবে?
খাদিজাতুল কুবরা
চমৎকার কবিতা পড়ে মন ভরে গেছে। কয়েকটি লাইন অন্য মাত্রা যোগ করেছে কবিতায় ।
আসলে আমি কবিতা প্রেমি কবিতার স্বাধ আর কিছু পড়ে পাইনি।
আরও কবিতা পড়তে চাই
রোকসানা খন্দকার রুকু
কবিতা আমারও পছন্দ আর তোমার কবিতা তো গিলে খাই।
তো আমার জন্য কিছু মিছু ঢালো!!!
রেজওয়ানা কবির
গভীর রাতের একাকীত্বের চেয়ে কষ্টের আর কিছু নাই, রাত যত গভীর হয়, অভিমান,কষ্ট, অভিযোগের পাল্লা তত বেশি ভারী হয়,আর হয়ে পরে তোমার লেখার মত বিরান বিষাদভূমি। শুভকামনা আপু।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
গভীর ঘুম হলে। এইসব কিছু মনে থাকে না। একঘুমো রাত কাবার। কখন একাকী ছিলাম, বুঝা যায় না।
কবিতা ভালো হয়েছে।
🌹🌹🌹💜
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ গভীর ঘুমের জন্য।
সাবিনা ইয়াসমিন
মন খারাপের রাত দীর্ঘ হয়, দীর্ঘ হয় আর্তের রাত্রিও।
তবুও আমরা রাত ভালোবাসি। একমাত্র রাতের স্নিগ্ধতাই শুষে নিতে জানে সমস্ত বিষাদ।
কবিতা সুন্দর হয়েছে 🙂