
প্রিয় রুদ্রনীল,
তুমি কি ভালো আছো রুদ্রনীল অন্যের আকাশে? ভালোই আছো নিশ্চয়ই। আমি চাই জানো তো তুমি খুব খুব ভালো থাকো। তুষারের মতো শুভ্র আর পুষ্পের মতো রাঙা বউ হয়েছে তোমার। সে নিশ্চয়ই খুব ভালোবাসে তোমাকে, পরমঈশ্বর মানে! তুমি ভালো আছো শুনলে খুব ভালো লাগে আমার।
আমার কথা ছাড়ো, আমি এক রকম অসুখের সুখে বেঁচে আছি। এখন আমার জীবন প্রদীপ একগাদা মেডিসিনের উপর জ্বলছে। একবেলা মেডিসিন নিতে ভুলে গেলে নিভু নিভু করে সে প্রদীপ।
তুমি জানো রুদ্রনীল আজ আমি হার্টের রোগী! ডাক্তার বলেছে আমাকে টেনশন ফ্রী থাকতে হবে। যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। তুমি বলো না রুদ্র আমি কি ইচ্ছে করে টেনশন করি? আমি যে তোমাকে ভুলতে পারি না। তোমাকে ভেবে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক বার ভেবেছি ভুলে যাবো তোমায় কিন্তু পারিনি। আমার কি দোষ বলো, ভালোবাসার যে এতো দহন সে কি আমি জানতাম?
আমার বর্তমান প্রায়শই বলে তোমার কথা। বলে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতাম। তাহলে নাকি আমার এই অসুখটা করতো না আর তাকে এতো এতো টাকা খরচ করতে হতো না আমার চিকিৎসা। সে কখনো খোটা দেয়নি তোমাকে নিয়ে। আমার জন্য তার রোজগারের সব টাকা শেষ হয়ে যাচ্ছে এটা নিয়েও কিছু বলে না। সত্যিই কি রুদ্র তুমি আমার হলে এ অসুখ হতো না? কি জানি হয়তো হতো না
সতের বছর হয়ে গেছে রুদ্রনীল তবুও সেই ব্যথাটা একটুও উপশম হয়নি। সেই ব্যথার তীব্র যন্ত্রণায় ছটফট করছি প্রতি মুহূর্ত। তোমার ভাই (আমার দুলাভাই) যেদিন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবার জন্য আমার বিয়ের ব্যবস্থা করেছিলো অন্যের সাথে সেদিন থেকে সেই যে ব্যথা শুরু হলো আর কিছুতেই গেলো না। কি হতো যদি আমরা একে অন্যের সাথে থাকতাম?
সেদিন তুমি বলেছিলে সব ছেড়ে চলে আসতে কিন্তু আমি পারিনি । আমার পরিবারের সম্মান নষ্ট করতে পারিনি।
তুমি ভালো আছো এটা ভেবেই একটু শান্তি পেলেও তোমাকে না পাওয়ার যন্ত্রণা সইতে পারছি না। হয়তো কেউই পারে না এ যন্ত্রণা সহ্য করতে।
ইতি
তোমার আকাশ থেকে খসে পড়া একটুখানি নীল
৪১টি মন্তব্য
ইকবাল কবীর
খোলা চিঠির দিনগুলি মনে করিয়ে দিলেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপর্ণা ফাল্গুনী
এক কথায় অসাধারণ চমৎকার। এতো সুন্দর করে লিখেছেন। আমার পরিবারের সন্তান নষ্ট করতে পারিনি। সম্মান নষ্ট করতে পারিনি এটাই হবে তাইনা আপু?
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
আসলে সম্মানই লিখেছিলাম। স্পেস দেওয়ার সময় সন্তান চলে এসেছে। পরে আর খেয়াল করা হয়নি। কৃতজ্ঞতা অশেষ
ছাইরাছ হেলাল
বেদনায় নীল হয়ে যাওয়ার একটি অভিব্যক্তি এই চিঠিতে।
শেষ লাইন চমৎকার।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
shafiqul399
খুব সুন্দর হয়েছে পড়ে মন জুড়ে গেল
সুরাইয়া পারভিন
ধন্যবাদ অশেষ
নিরব সাগর
চিঠির প্রতি এতো প্রেম । ভালোই দরদ মিশিয়ে দিয়েছেন তো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
রেহানা বীথি
হৃদয় উজাড় করা চিঠি।
চমৎকার লিখেছেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগ ময় চিঠি,
ক্যামনে লেখেন কল্পনায় এমন চিঠি?
ভালো লাগলো চিঠি।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আরজু মুক্তা
এই ব্যথা আসলেই যায়না।
আবেগময় চিঠি।
ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
সাবিনা ইয়াসমিন
চিঠি পড়ে মন উদাস হয়ে গেলো।
কি হতো যদি দুটো মনের মানুষকে সেদিন এক করা হতো? তাহলে এই চিঠিটা লেখা হতো না… হয়তো অন্যরকম একটা চিঠি লেখা হতো, নীল খামের বদলে থাকতো গোলাপী খাম।
খুব ভালো লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
কৃতজ্ঞতা অশেষ
সুপায়ন বড়ুয়া
মনের অগোচরে জানা হয়ে যায়
তোমার মনের কথা
চিঠি লেখা হোক না
কাটুক মনের ব্যাথা
শুভ কামনা
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইসিয়াক
দারুণ ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সঞ্জয় মালাকার
অত্যন্ত আবেগ ময় চিঠি,চমৎকার লেখা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
নুরহোসেন
প্রিয় অভিমানের সাথে আমার একটা চিঠি লিখার কথা-
লিখবো একদিন উওর আসবে কিনা জানিনা….
সুরাইয়া পারভিন
উত্তর আসবে কি না জানি না
চিঠি পাঠিকা হিসেবে আমি পারফেক্ট
দারুণ লাগে আমার চিঠি পড়তে
নুরহোসেন
আমি এখনও আমার প্রিয় বন্ধু/বান্ধবীদের চিঠি লিখি,
তারা উওর দেয়না…..
ফোনে হাসাহাসি করে!
সুরাইয়া পারভিন
আমায় কখনো কেউ দেখেনি😭😭
সুরাইয়া পারভিন
সরি লেখেনি😭😭
কামাল উদ্দিন
এমন কষ্টের চিঠির তো অভাব নেই। আমাদের সমাজে প্রায় সবগুলো ছেলে মেয়ের প্রেম ভালোবাসায়ই মুরুব্বীদের বাগড়া থাকে। আমার বেলায় যেমন ছিলো আমার ছেলের বেলায়ও তাই। তবে বাগড়া কখনো সফল হয় কখনো বিফল………আবেগ ভরা চিঠিতে ভালোলাগা জানিয়ে গেলাম।
সুরাইয়া পারভিন
তা ঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু।
তৌহিদ
আবেগী একটি চিঠি পড়লাম। দুঃখকষ্ট নিয়েই প্রেমের রচনা হয়। আর সেখানে পরিবারের মুরুব্বীগন নাক গলাবেন এটাই চিরাচরিত সত্য।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
বেশ আবেগময় লেখনী দিদি।
ভালো লাগলো অনেক।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সৈকত দে
খুব সুন্দর হয়েছে। সেই পরিস্থিতিতে না পড়লে এভাবে লেখা সত্যিই কঠিন।
সুরাইয়া পারভিন
সব লেখার জন্য এমন পরিস্থিতির দরকার হয় না। আশে পাশে দেখলেও লেখা যায়। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
চল খুলা রিক্সায় জোস্নাময় রাত্রে ঘুরি,
প্রেমময় সুখের দ্বারে দ’জনার সপ্নপুরি
দুজন দুজনার সাথে মিশি কথা ফুলঝরি
আপন হয় প্রতিমুহুর্ত ভালবাসাবাসি।
সুরাইয়া পারভীন
বাহ দারুণ লিখেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
আপনিও সুস্থা ও ভাল থাকুন।