
কৌমুদী-দ্বিপ্রহর, একাকী বিরহী পাখির ছটফটানি;
আঁধারের চাদরে স্মৃতি-রোমন্থন;
বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।
বুকের মধ্যে ধকপকানি, বিরস তিন-প্রহরের অশনি-সংকেত;
চন্দ্র-আবক্ষে দীর্ঘশ্বাসের কালচে জলছাপ।
মেঘেরা ছুটছে অজানা-গন্তব্যে,
মিল্কিওয়ে গ্যালাক্সি ঝুলবারান্দায়-প্রেতাত্নাদের জলসার আসর বসেছে ;
ছুটছে মানবিকা, ছুটছে অন্তরিন্দ্রিয় দূর-পরবাসে।
সম্পর্কগুলো অঙ্গাঙ্গিভাবে জড়ানো হাসি-কান্নায়;
মনিহার ছিঁড়ে যায়, দীঘির-জলের শ্যাওলা পূর্ণ করে দূরত্ব;
অপেক্ষা, চাওয়া-পাওয়া, স্বপ্নের সন্তরণ ভাবনার অতল বায়বীয়-সাগরে।
অপেক্ষার দাঁড় বেয়ে ক্লান্ত-সময়ের স্রোত ধুঁকছে-ভুবন ডাঙার ঘাটে।
ছবি-গুগল
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শূন্যস্থান শূন্যই থাকে সঠিক শব্দের অপেক্ষা নিয়ে,
ধুলো পড়া স্মৃতিরা প্রহর গুনে যায় বিস্মৃতির খেয়ালে,
কেবল ফুরায় না অপেক্ষা,
অলঙ্ঘনীয় শর্তের মতো স্থবির হয়ে থাকে সময়ের হাতঘড়িতে..
ভীষণ কঠিন শব্দের লেখা, আমি এগুলো বোঝার ক্ষমতা রাখি না 🙁
প্রথম কমেন্টের ইচ্ছেটা সামলানো গেলো না, তাই ঝাপ দিলাম 🙂
সুপর্ণা ফাল্গুনী
যেটুকু বুঝেছেন তাতেই খুশি। ধন্যবাদ ধন্যবাদ ঝাঁপ দেবার জন্য 😍😍। ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতের আবেশে। শুভ কামনা অফুরন্ত
আলমগীর সরকার লিটন
বেশ ভাবমুখর প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভ কামনা রইলো আপনার জন্য। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
নিরুদ্দিষ্ট ছিন্নভিন্ন দীর্ঘশ্বাসে
বিদীর্ন-ব্যাথাতুর প্রাণেও
স্বাস্থ্যোজ্জ্বল উচ্ছলতার উন্মোচনে
আনন্দ-উৎসবে বাঁচি, নিখুঁত-নির্মানে।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ কি চমৎকার লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍😍। নিরাপদে থাকুন সুস্থ থাকুন এই আবহাওয়ায়। শুভ কামনা অহর্নিশি
প্রদীপ চক্রবর্তী
দু দুবার পড়লাম।
একেকটা শব্দের ব্যবহার অত্যন্ত ভালো লাগার মতো।
তবে প্রথমে একটু হিমসিম খেয়েছি 😂
ভালো লাগলো অনেক,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে জেনে খুশি লাগছে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
আরজু মুক্তা
এতো জঞ্জালের মাঝে তবুও বেঁচে থাকা।
সুপর্ণা ফাল্গুনী
হুম বেঁচে থাকাটাই তো যুদ্ধ। খারাপ, ভালো সবকিছু মিলিয়ে বেঁচে থাকা। ধন্যবাদ আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
ও দিদিভাই এটা কি কইললেন। মুই মরি যাইম।😍😍
খুব ভালো লাগলো। কিন্তু সমকক্ষ বলার ভাষা নাই।
শুভ কামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
😭😭 না না না আপনাকে কোথাও যেতে নাহি দিব। আমাদের মধ্যেই থাকুন খুশির বন্যা হয়ে। অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
এমনিতেই কয়দিন থেকে মাথা আউলাঝাউলা হয়ে আছে তার উপ্রে এমন লেখা পড়লে চুল খাড়া হয়ে যায়!
আসলে শত দুঃখ বঞ্চনা সহ্য করেও সমাজে পরিবারে নারীদের নিস্তার নেই। নারীরা নিজের জন্য নয় অন্যের জন্য যেন সবকিছু আষ্টেপৃষ্ঠে রাখে সমাজে এটাই চায় সকলে। ভুলে যায় তারও একটা মন আছে। ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে সকলকে। অথচ একটা সময় আসে যখন স্নেহময়ী নারীর সাথে বন্ধন ছিন্ন করতে দ্বিধা করিনা আমরা।
শুভকামনা সবসময় দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন বিস্তারিত মন্তব্য সবসময়ই খুব ভালো লাগে, পুরো লেখার পোষ্টমর্টেম করে দেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। ভালোবাসা অবিরাম 🌹🌹। শুভ রাত্রি
হালিম নজরুল
এক কথায় বলব চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার ও আর কিছু বলার নেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি