
পড়ন্ত বিকেল সন্নিকটে দন্ডায়মান,
মস্তিষ্কের অনুরণনে বাজেয়াপ্ত সময়ের সমন।
মায়ার কম্পনে প্রকম্পিত আয়ুষ্কাল;
বাগানবিলাসের মোহে ব্যথার কন্টক ফুটন্ত-গোলাপ;
বহমান ক্ষরণের রক্তিম-আভা চোখের পর্দায় ভাসে।
সমুদ্রের নোনা জল ছুঁয়ে যায় কপোল-মানচিত্র-
বাতাসে ‘বেলাশেষে’র দৈববাণী কর্ণগহ্বরে আছড়ে পড়ে।
কথার ভাঁজে ভাঁজে সত্য-মিথ্যা এফোঁড়ওফোঁড় হয়ে- নকশী কাঁথা গায়ে জড়ায় ডারউইনের বিবর্তনবাদ;
জীবনানন্দের বনলতারা শালিক-টিয়ার বেশে নির্জন যমুনার তীরে পুঁথি পাঠের আসর বসায় না।
মোনালিসার রহস্যময়ী চাহনিতে ব্যোমকেশ, ফেলুদা রহস্যের গন্ধ খুঁজতে ঝাঁপিয়ে পড়ে না ।
পরস্ত্রী অপহরণকারী রাবন আজো পরিপূর্ণ খলনায়কের ভূমিকায় বর্তমান;
বাতাসে ধুতুরার গন্ধ ছড়িয়ে পড়ে মৃত্যুর আলিঙ্গনে।
মনের জলছবিতে চিত্রাঙ্গদা উঁকি দিয়ে যায় এলোমেলো সন্ধ্যায়-
চন্দ্রমুখীদের ভালোবাসা জলসা ঘরের আলোকসজ্জায় কালবৈশাখী ঝড়ের আঁধার।
ছবি-গুগল
২১শে জানুয়ারী ২০২১
২০টি মন্তব্য
পপি তালুকদার
সময়ের বিবর্তনে একেকটা জিনিস একেক রূপ ধারন করে মাত্র।প্রকৃত সত্তা একি থাকে বৈকি।
চমৎকার উপমা নির্ভর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
আপু অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 💓💓 অভিনন্দন প্রথম হবার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
চিরচেনা রূপগুলো খোলস পাল্টিয়ে আসে। কাহিনী সেই আদিম যুগেও যা ছিলো। এখনও তাই।
আফসোস।।।।
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
এমন পোস্ট একান্ত অনুভুতি বিভাগে দিলেই ভালো হতো।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। যদিও বুঝতে একটু সময় লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
কেন দিবো একান্ত অনুভূতি তে দাদাভাই ? আপনি জানানোর পর সিদ্ধান্ত নেবো কোন বিভাগে দিবো। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
পথে কি আছে শুধু পথে দূর পাল্টিয়েছে। জীবনে তেমনি যা আছে তাই ছিল শুধু মাঝে মাঝে ধারণা পাল্টাতে হয়। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু 💓💓 ভালোবাসা অবিরাম। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
ছাইরাছ হেলাল
বিস্তৃত দিগন্ত জুড়ে শুধুই অনেক অনেক না
ক্ষীয়মাণ সতেজ সবুজ, ক্রমান্বয়ে ধেয়ে আসছে মরুময়তা,
শস্যের উর্বর ভুঁয়ে শুধুই ফেটে ফেটে যাওয়া।
তবুও ভাবি
একদিন হবে সবুজে হাঁটাচলা।
সুপর্ণা ফাল্গুনী
আশা নিয়েই বেঁচে আছি, থাকি। সবুজে হবে পদচারণা। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
ধারাবাহিক উপমায় অসাধারন কবিতা। আমার জন্য একটু কঠিন।
ধন্যবাদ দিদিভাই। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
কঠিন হবে কেন হাসি আপু? ডারউইন, চিত্রাঙ্গদা, মোনালিসা, ব্যোমকেশ উল্লেখিত চরিত্র গুলোর সাথে আমরা সবাই পরিচিত। এবার দেখুন সহজ লাগে কিনা? অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য, নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সৌবর্ণ বাঁধন
ডারউইন থেকে চিত্রাঙ্গদা! পৃথিবীর জটিল বিবর্তনের চিহ্ন। সুন্দর লেখা হয়েছে দিদি।
সুপর্ণা ফাল্গুনী
তোমার মতো অত সুন্দর তো লিখতে পারি না ভাই ☹️☹️☹️☹️। তবুও তোমার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর
সাবিনা ইয়াসমিন
অকাতরে বিলিয়ে দেয়ার মাঝে আত্মতৃপ্তি আছে, কিন্তু বিনিময়ে পাওয়া প্রতিদানে শুধুই ক্ষরণ। চন্দ্রমুখীদের ভালোবাসা খেই হারিয়ে ফেলে সূর্যের তাপে, দিনশেষে ব্যোমকেশ ফেলুদা ফিরে যায় আপন নীড়ে।
কেবলমাত্র বিবর্তনবাদ অমর, বাকি সব বাদ।
শব্দের অলংকরণে মুগ্ধ হয়েছি, জানি না কতটা বুঝেছি।
কবিতায় ভালো লাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার সারমর্ম । আমার লেখার কল্পনার চেয়েও সুন্দর মন্তব্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন
তৌহিদুল ইসলাম
সত্যকে সত্য এবং মিথ্যেকে মিথ্যে ভেবেই চলতে হয়। চিরসত্যকে যারা অস্বীকার করে মিথ্যে হিসেবে গ্রহণ করে তারা চিরকালেই মানুষরূপী ভন্ড। সত্য ভালোবাসার মর্ম তারা কোনকালেই বুঝবেনা। তাদের কাছে এসব গুটিকয়েক চরিত্রের মাঝেই সীমাবদ্ধ।
অথচ সত্য মতবাদকে যারা প্রতিষ্ঠা করে এবং যারা বিশ্বাস করে উভয়েই টিকে আছে থাকবে ইতিহাসের পাতায়। আমরা এমন মানুষই হতে চাই।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
এসব ভন্ডদের থেকে মুক্তি মেলে না সহজে। আলো-অন্ধকার, ভালো-মন্দ নিয়েই আমাদের বেঁচে থাকা। সত্য,
ন্যায়ের পথে জীবন যাপন করে শেষ গন্তব্যে পৌঁছাতে চাই। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
নার্গিস রশিদ
সুন্দর কবিতা । বক্তব্য শক্তিশালী ।
সুপর্ণা ফাল্গুনী
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে। আশা করি নিয়মিত আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদে রাখবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম