
নিতান্তই অনন্যোপায় হয়ে,
মেনে নিতে হলো অপ্রত্যাশিত এই বিরহ।
অনাকাঙ্ক্ষিত এই বিরহী সময়কে,
সঙ্গে নিয়ে/ সঙ্গী করে দু’চোখের ক্যানভাসে-
এঁকে দিলাম স্বপ্নীল সুখের আল্পনা।
বড্ড ফ্যাকাসে হয়েছে সে আল্পনা।
তাই দেখে নিরূপায় হয়ে বেরিয়ে পড়লাম পথে,
পথে পথে ঘুরে ঘুরে বিভিন্ন রঙ নিলাম চেয়ে।
তুষার থেকে সাদা
কৃষ্ণচূড়া থেকে লাল
নীলাকাশ থেকে নীল
আবলুস থেকে কালো
সর্ষে ফুল থেকে হলুদ
গোধূলি থেকে ধূসর
প্রচণ্ড উত্তেজিত!
আর ফ্যাকাসে থাকবে না আমার আল্পনা।
সবগুলো রঙ নিয়ে বসে পড়লাম আল্পনা রাঙাতে,
এ কি! এতো গুলো রঙের স্পর্শেও রঙিন হলো না
কষ্ট পেয়ে হাল ছেড়ে দিলাম অবশেষে।
ঠিক তখনই রঙ গুলো সব-
চেঁচিয়ে উঠে বললো বোকা মেয়ে!
বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না।
২৪টি মন্তব্য
নীরা সাদীয়া
রঙেরা রঙিন করে তুলুক মেয়েটির বিবর্ণ জীবন এই প্রত্যাশা। সুন্দর লাগলো পড়তে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
প্রজাপতির স্বপ্ন ডানা পাখা মেলুক।
সুরাইয়া পারভীন
আমীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
পার্থ সারথি পোদ্দার
“বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না” খুব সুন্দর বলেছেন।ভালো লেগেছে নতুন কিছু শব্দ পেয়ে কবিতাটিতে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
বিবর্ণতার দারুন রূপ এঁকেছেন।
এ লেখাটি আপনাকে ভিন্ন রূপে (পরিপক্ক) উপ্সথাপন করেছে।
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আপনার/আপনাদের কবিতা পড়ে পড়ে ভোঁতা মস্তিষ্ক একটু একটু করে খুলতে শুরু করেছে বোধহয়। এর ক্রেডিট সম্পূর্ণ আপনার/আপনাদের
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“চেঁচিয়ে উঠে বললো বোকা মেয়ে!
বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না।”
ভাল লাগলো।
আশায় বাঁধি ঘর
রঙের আলপনায় রঙিন হয়ে উঠুক
জীবনের বাতি ঘর
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
পরিপক্ক, সুন্দর একটি কবিতা পেলাম। বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না- আমরা কতকিছুই না সাজাই, ভাবি অথচ জীবন টা যদি বিবর্ণ হয় তাহলে কোনো কিছুই আর রঙিন হয়না । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইসিয়াক
অসাধারণ লেখন শৈলি।
ভালো লাগলো কবিতাটি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
জীবনে আরও রঙের সমাহার ঘটুক।
ভাল লেগেছে আপনার একান্তঅনুভূতি।
ভাল থাকবেন!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বিবর্ণ জীবনের আল্পনা আসলেই কোনো রঙেই রাঙানো যায় না।
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
বিবর্ণ সময়কে মাঝেমধ্যে মেনে নিতে হয়। আপনার প্রচেষ্টা একসময় সফলতায় রুপ নেবে।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আমীন। আপনার কথা যেনো সঠিক হয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
জীবনের আল্পনা সুন্দর হোক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
জীবনের সঠিক রঙ খুঁজে পাওয়া কঠিন। একেক চোখে একেক রকম হয়ে ধরা দেয়। যেমন নিজের চোখে যেটা দেখছি অন্ধকার, অন্যের চোখে দেখা যাচ্ছে বাসন্তি! রঙের প্রতারণা দেখে দেখে একদিন ফুরিয়ে যায় বিবর্ণ জীবন।
অনেক ভালো লাগা এই কবিতায়,
এমন করে আপনিই লিখতে পারেন।
শুভ কামনা ❤❤
সুরাইয়া পারভীন
এমন মন্তব্যের কি দেবো উত্তর?
কৃতজ্ঞতা অশেষ আপু
ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন সবসময়